ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

গরম থেকে মিলতে পারে স্বস্তি । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

Weather
বৃষ্টিপাতের ফাইল ফোটো
author img

By

Published : Apr 11, 2020, 2:36 PM IST

কলকাতা, 11 এপ্রিল : একদিকে কোরোনা, অন্যদিকে তাপমাত্রার উঠতি পারদ । হাসফাঁস করছে রাজ্যবাসী । তবে, আগামী 24 ঘণ্টায় এই গরম থেকে স্বস্তি মিলতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর । উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে বৃষ্টি ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । পাশাপাশি বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের 11 টি জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ।

সোমবার আবারও একটি পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে প্রবেশ করবে বলে জানায় আলিপুর আবহাওয়া অফিস । একইসঙ্গে পাকিস্তান ও রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আরও একটি ঘূর্ণাবর্ত ওড়িশা ও বাংলাদেশ লাগোয় এলাকার উপর রয়েছে । যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে । পাশাপাশি উত্তর-পশ্চিম থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে মেঘ তৈরি হচ্ছে । ফলে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে ।

কলকাতা, 11 এপ্রিল : একদিকে কোরোনা, অন্যদিকে তাপমাত্রার উঠতি পারদ । হাসফাঁস করছে রাজ্যবাসী । তবে, আগামী 24 ঘণ্টায় এই গরম থেকে স্বস্তি মিলতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর । উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে বৃষ্টি ।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । পাশাপাশি বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের 11 টি জেলায়ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি ।

সোমবার আবারও একটি পশ্চিমী ঝঞ্জা উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে প্রবেশ করবে বলে জানায় আলিপুর আবহাওয়া অফিস । একইসঙ্গে পাকিস্তান ও রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । আরও একটি ঘূর্ণাবর্ত ওড়িশা ও বাংলাদেশ লাগোয় এলাকার উপর রয়েছে । যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে । পাশাপাশি উত্তর-পশ্চিম থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে মেঘ তৈরি হচ্ছে । ফলে রাজ্যে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.