ETV Bharat / state

Didir Suraksha Kavach: সায়নী, দেবাংশুদের উপস্থিতিতে প্রকাশিত হল দিদির সুরক্ষা কবচের থিম সং - দিদির সুরক্ষা কবচের থিম সং

রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ কর্মসূচি' ৷ রবিবার প্রকাশিত হল এই কর্মসূচির থিম সং (Didir Suraksha Kavach theme song released) ৷

ETV Bharat
প্রকাশিত হল দিদির সুরক্ষা কবচের থিম সং
author img

By

Published : Jan 29, 2023, 6:04 PM IST

Updated : Jan 29, 2023, 10:38 PM IST

কলকাতা, 29 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট । সেই ভোটের আগে জনসংযোগ বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস । তার মধ্যে অন্যতম 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি । এবার রাজ্যের শাসক দলের এই কর্মসূচি নিয়ে মুক্তি পেল একটি গান । রবিবার ওই থিম সং প্রকাশ করেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Sayani Ghosh on Didir Suraksha Kavach) ৷ গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, এমনকি সুরও দিয়েছেন তিনি নিজে (Didir Suraksha Kavach theme song) ।

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসী কীভাবে পাচ্ছেন, কতটা পাচ্ছেন তা নিয়েই তৈরি হয়েছে এই গান । এই থিম সংয়ের মিউজিক ভিডিয়োটির শুরুতেই উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয় । এরপর একে একে আসে দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ । পুরুলিয়ার ছৌ, শান্তিনিকেতনের বাউল গান ও দুর্গাপুজোর সব চিত্রই দেখা গিয়েছে এই ভিয়িয়োতে । এই থিম সং প্রকাশ অনুষ্ঠানে এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, এই কর্মসূচি 60 দিন ধরে চলবে । রাজ্যের 2 কোটি বাড়িতে পৌঁছবেন দিদির দূতেরা ৷ রাজ্যের মোট 15টি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরার পাশাপাশি আম জনতার অসুবিধার কথাও শোনা হবে। তৃণমূল 365 দিন মানুষের পাশে থাকে বলে এদিন দাবি করেন তৃণাঙ্কুর ভট্টাচার্য ৷

আরও পড়ুন: গাইঘাটায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে কেন্দ্রকে তোপ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

অন্যদিকে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ বলেন,"ক্ষমতায় আসার পর থেকেই আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যেমে জনগণের কাছে পৌঁছতে চেয়েছি । কাজ করতে গিয়ে বাধা আসে, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় । তবে সেগুলিকে ছেড়ে এগিয়ে যেতে হয় । আর তৃণমূল কংগ্রেস সমস্ত বাধা-বিঘ্ন কাটিয়ে এগিয়ে যাচ্ছে । বিরোধীরা অনেক কুৎসা করেছে । এর আগেও দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী যখন এসেছে তখনও অনেকে অনেক কিছু বলেছে । শুধু ভোটের সময় নয়, তৃণমূল সবসময় মানুষের পাশে আছে ।”

কলকাতা, 29 জানুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট । সেই ভোটের আগে জনসংযোগ বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস । তার মধ্যে অন্যতম 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি । এবার রাজ্যের শাসক দলের এই কর্মসূচি নিয়ে মুক্তি পেল একটি গান । রবিবার ওই থিম সং প্রকাশ করেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, আইটি সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Sayani Ghosh on Didir Suraksha Kavach) ৷ গানটি গেয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়, এমনকি সুরও দিয়েছেন তিনি নিজে (Didir Suraksha Kavach theme song) ।

‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যবাসী কীভাবে পাচ্ছেন, কতটা পাচ্ছেন তা নিয়েই তৈরি হয়েছে এই গান । এই থিম সংয়ের মিউজিক ভিডিয়োটির শুরুতেই উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয় । এরপর একে একে আসে দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ । পুরুলিয়ার ছৌ, শান্তিনিকেতনের বাউল গান ও দুর্গাপুজোর সব চিত্রই দেখা গিয়েছে এই ভিয়িয়োতে । এই থিম সং প্রকাশ অনুষ্ঠানে এদিন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, এই কর্মসূচি 60 দিন ধরে চলবে । রাজ্যের 2 কোটি বাড়িতে পৌঁছবেন দিদির দূতেরা ৷ রাজ্যের মোট 15টি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে ধরার পাশাপাশি আম জনতার অসুবিধার কথাও শোনা হবে। তৃণমূল 365 দিন মানুষের পাশে থাকে বলে এদিন দাবি করেন তৃণাঙ্কুর ভট্টাচার্য ৷

আরও পড়ুন: গাইঘাটায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে কেন্দ্রকে তোপ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

অন্যদিকে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ বলেন,"ক্ষমতায় আসার পর থেকেই আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যেমে জনগণের কাছে পৌঁছতে চেয়েছি । কাজ করতে গিয়ে বাধা আসে, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় । তবে সেগুলিকে ছেড়ে এগিয়ে যেতে হয় । আর তৃণমূল কংগ্রেস সমস্ত বাধা-বিঘ্ন কাটিয়ে এগিয়ে যাচ্ছে । বিরোধীরা অনেক কুৎসা করেছে । এর আগেও দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী যখন এসেছে তখনও অনেকে অনেক কিছু বলেছে । শুধু ভোটের সময় নয়, তৃণমূল সবসময় মানুষের পাশে আছে ।”

Last Updated : Jan 29, 2023, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.