ETV Bharat / state

অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাসের সিদ্ধান্ত রাজ্যের - the wb government has decided to reduce the tariff fee for fire protection

অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোটো শিল্প সংস্থাগুলি থেকে রাজ্য সরকারের কাছে অগ্নি-সুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন করা হয় ৷ সেইমতোই মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Amit mitra
অর্থমন্ত্রী অমিত মিত্র
author img

By

Published : Jan 28, 2020, 9:04 AM IST

কলকাতা, 28 জানুয়ারি : ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য ৷ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোটো শিল্প সংস্থাগুলির তরফে রাজ্য সরকারের কাছে অগ্নিসুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন করা হয় ৷ সেইমতো মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এর ফলে ক্ষুদ্র শিল্প উপকৃত হবেন বলেও জানান অমিতবাবু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিগত বছরগুলির তুলনায় মাশুল 92% কমানো হয়েছে ৷

অর্থমন্ত্রী অমিত মিত্রের বক্তব্য

এর আগে 14.5 মিটারের বেশি উচ্চতাসম্পন্ন বাড়ি, ধর্মশালা, গ্রন্থাগার ও অন্যান্য ক্ষেত্রে 53 টাকা 80 পয়সা অগ্নি সুরক্ষার মাশুল দিতে হত ৷ তবে, এবারে তা প্রতি বর্গফুট মাত্র 4 টাকা 35 পয়সা করে দিতে হবে ৷

অপরদিকে, ছোট নার্সিংহোম থেকে গবেষণাকেন্দ্রের ক্ষেত্রে অভিবাসনের হার প্রতি বর্গফুট 80 টাকা 70 পয়সা থেকে কমিয়ে করা হচ্ছে 6 টাকা 52 পয়সা ৷

অর্থমন্ত্রী অমিত মিত্রের বক্তব্য, ''মাশুল কমানোর কারণে ফায়ার ডিপার্টমেন্টে রেজিস্টারের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে সরকারের কাছে থাকবে সেই সম্পর্কে যাবতীয় তথ্য।''

কলকাতা, 28 জানুয়ারি : ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্নি-সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য ৷ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোটো শিল্প সংস্থাগুলির তরফে রাজ্য সরকারের কাছে অগ্নিসুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন করা হয় ৷ সেইমতো মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এর ফলে ক্ষুদ্র শিল্প উপকৃত হবেন বলেও জানান অমিতবাবু ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিগত বছরগুলির তুলনায় মাশুল 92% কমানো হয়েছে ৷

অর্থমন্ত্রী অমিত মিত্রের বক্তব্য

এর আগে 14.5 মিটারের বেশি উচ্চতাসম্পন্ন বাড়ি, ধর্মশালা, গ্রন্থাগার ও অন্যান্য ক্ষেত্রে 53 টাকা 80 পয়সা অগ্নি সুরক্ষার মাশুল দিতে হত ৷ তবে, এবারে তা প্রতি বর্গফুট মাত্র 4 টাকা 35 পয়সা করে দিতে হবে ৷

অপরদিকে, ছোট নার্সিংহোম থেকে গবেষণাকেন্দ্রের ক্ষেত্রে অভিবাসনের হার প্রতি বর্গফুট 80 টাকা 70 পয়সা থেকে কমিয়ে করা হচ্ছে 6 টাকা 52 পয়সা ৷

অর্থমন্ত্রী অমিত মিত্রের বক্তব্য, ''মাশুল কমানোর কারণে ফায়ার ডিপার্টমেন্টে রেজিস্টারের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে সরকারের কাছে থাকবে সেই সম্পর্কে যাবতীয় তথ্য।''

Intro:কলকাতা, ২৭ জানুয়ারি: এবারে ছোট ব্যবসায়ীদের সুবিধার্থে অগ্নি সুরক্ষায় ছাড়পত্রের মাশুল হ্রাস করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ছোট শিল্প সংস্থা গুলি থেকে রাজ্য সরকারের কাছে অগ্নি সুরক্ষা ছাড়পত্রের মাশুল কমানোর জন্য আবেদন জানানো হয়েছিল সেইমতো আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্রকৃত হবে গোটা ক্ষুদ্র শিল্প।


Body:প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিগত বছরগুলোর তুলনায় মাসুল 92% কমানো হয়েছে বলে আজ বিধানসভার মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ১৪. ৫ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন বাড়ি, ধর্মশালা, গ্রন্থাগার ও অন্যান্য গুলোর জন্য ৫৩ টাকা ৮০ পয়সা অগ্নি সুরক্ষার মাশুল দিতে হতো। এবার তা খুবই প্রতি বর্গফুট হচ্ছে মাত্র ৪ টাকা ৩৫ পয়সা। ছোট নার্সিংহোম হাসপাতাল গবেষণাকেন্দ্রের ক্ষেত্রে অভিবাসনের হার প্রতি বর্গফুট ৮০ টাকা ৭০ পয়সা থেকে কমিয়ে করা হচ্ছে ৬ টাকা ৫২ পয়সা। অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, মাশুল কমানোর কারণে ফায়ার ডিপার্টমেন্টে রেজিস্টারের সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে সরকারের কাছে থাকবে সেই সমস্ত সম্পর্কে যাবতীয় তথ্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.