ETV Bharat / state

নজরে 21, নাড্ডার পর এবার শাহ, 19 শে কলকাতায় - The Union Home Minister West bengal visit

21-এর নির্বাচন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ ৷ গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের রকেট উত্থানের পরই বাংলার মাটিকে আরও আঁকড়ে ধরতে চাইছেন মোদি-শাহ-রা ৷

21-এর নির্বাচন
21-এর নির্বাচন
author img

By

Published : Dec 11, 2020, 9:37 AM IST

Updated : Dec 11, 2020, 10:31 AM IST

কলকাতা, 11 ডিসেম্বর : 2021-এ বিজেপির নজর বাংলা ৷ আর সেই লক্ষ্যেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তাঁরা ৷ প্রাথমিকভাবে খবর, এবার থেকে প্রতি মাসে পালা করে রাজ্য সফর করবেন বিজেপির প্রধান দুই মুখ ৷ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ একদিন আগেই দুই দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন নাড্ডা ৷ বিজেপি সূত্রের খবর, এবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ ৷ আগামী 19 ডিসেম্বর দুই দিনের সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মূলত কলকাতাতেই থাকবেন ৷ তবে জেলা সফরেরও সম্ভাবনা আছে ৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পাশাপাশি কয়েকটি দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন শাহ ৷ দক্ষিণের পাশাপাশি উত্তরেও সফর করতে পারেন ।

21-এর নির্বাচনে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ ৷ গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের রকেট উত্থানের পরই বাংলার মাটিকে আরও আঁকড়ে ধরতে চেয়েছেন মোদি-শাহ-রা ৷ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় যেভাবে বাম রাজত্বের আবসান ঘটিয়ে মোদি-শাহদের পথচলা শুরু হয়েছে, বাংলাতেও তার প্রতিফলন চান তাঁরা ৷ আর সে-জন্য়ই দলের কেন্দ্রীয় নেতাদের পুরোদমে কাজে লাগাচ্ছেন মোদি-শাহ-নাড্ডারা ৷

ইতিমধ্যেই জে পি নাড্ডার বাংলা সফর ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে ৷ যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে তাতে ক্ষোভপ্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বিষয়টিকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে দেখিয়ে নবান্নের উপর চাপ সৃষ্টি করার রাজনৈতিক কৌশল নিয়েছেন তাঁরা ৷ বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে শাসক দল ৷

আরও পড়ুন : চিকিৎসায় সাড়া দিলেও এখনও সংকটে বুদ্ধদেব

বিজেপি সূত্রের খবর, নাড্ডা আসার পর রাজ্যে যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে শাসক দলের উপর সেই চাপকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চান তারা ৷ আর তাই কোনও রাজ্যস্তরের নেতা নয়, দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের এই সফর ৷ স্বাভাবিক ভাবেই শাহ রাজ্যে এলে একদিকে যেমন তৃণমূলের উপর চাপ বাড়বে অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদের মনবল আরও চাঙ্গা হবে ৷ যা তাঁদের আগামী দিনে পথ চলাকে আরও সহজ করে বলেই মনে করা হচ্ছে ৷

যদিও শাহর এই সফর বা কেন্দ্রীয় নেতাদের রাজ্য সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, আসলে রাজ্য স্তরের নেতাদের উপর কোনও ভরসা করতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ তাই বারবার কেন্দ্রীয় নেতারাই বাংলা সফর করছেন ৷

কলকাতা, 11 ডিসেম্বর : 2021-এ বিজেপির নজর বাংলা ৷ আর সেই লক্ষ্যেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তাঁরা ৷ প্রাথমিকভাবে খবর, এবার থেকে প্রতি মাসে পালা করে রাজ্য সফর করবেন বিজেপির প্রধান দুই মুখ ৷ সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ একদিন আগেই দুই দিনের সফর সেরে দিল্লি ফিরেছেন নাড্ডা ৷ বিজেপি সূত্রের খবর, এবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ ৷ আগামী 19 ডিসেম্বর দুই দিনের সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ মূলত কলকাতাতেই থাকবেন ৷ তবে জেলা সফরেরও সম্ভাবনা আছে ৷ প্রাথমিকভাবে ঠিক হয়েছে দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার পাশাপাশি কয়েকটি দলীয় কর্মসূচিতেও যোগ দেবেন শাহ ৷ দক্ষিণের পাশাপাশি উত্তরেও সফর করতে পারেন ।

21-এর নির্বাচনে বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ ৷ গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের রকেট উত্থানের পরই বাংলার মাটিকে আরও আঁকড়ে ধরতে চেয়েছেন মোদি-শাহ-রা ৷ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় যেভাবে বাম রাজত্বের আবসান ঘটিয়ে মোদি-শাহদের পথচলা শুরু হয়েছে, বাংলাতেও তার প্রতিফলন চান তাঁরা ৷ আর সে-জন্য়ই দলের কেন্দ্রীয় নেতাদের পুরোদমে কাজে লাগাচ্ছেন মোদি-শাহ-নাড্ডারা ৷

ইতিমধ্যেই জে পি নাড্ডার বাংলা সফর ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে ৷ যেভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে তাতে ক্ষোভপ্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বিষয়টিকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে দেখিয়ে নবান্নের উপর চাপ সৃষ্টি করার রাজনৈতিক কৌশল নিয়েছেন তাঁরা ৷ বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার চেষ্টা করছে শাসক দল ৷

আরও পড়ুন : চিকিৎসায় সাড়া দিলেও এখনও সংকটে বুদ্ধদেব

বিজেপি সূত্রের খবর, নাড্ডা আসার পর রাজ্যে যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে শাসক দলের উপর সেই চাপকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চান তারা ৷ আর তাই কোনও রাজ্যস্তরের নেতা নয়, দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহের এই সফর ৷ স্বাভাবিক ভাবেই শাহ রাজ্যে এলে একদিকে যেমন তৃণমূলের উপর চাপ বাড়বে অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদের মনবল আরও চাঙ্গা হবে ৷ যা তাঁদের আগামী দিনে পথ চলাকে আরও সহজ করে বলেই মনে করা হচ্ছে ৷

যদিও শাহর এই সফর বা কেন্দ্রীয় নেতাদের রাজ্য সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, আসলে রাজ্য স্তরের নেতাদের উপর কোনও ভরসা করতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতারা ৷ তাই বারবার কেন্দ্রীয় নেতারাই বাংলা সফর করছেন ৷

Last Updated : Dec 11, 2020, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.