কলকাতা, 25 এপ্রিল : লকডাউনের ফলে মিলছে না বহু ওষুধ । ফলে তা সংগ্রহ করতে সমস্যায় পড়ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা । ওষুধের জোগান ঠিক রাখতে এবার উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার গঠিত টাস্কফোর্স । টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিক রাখতে নজরদারি চালাবে টাস্কফোর্স ।
লকডাউন শুরু হওয়ার পর থেকেই শো-কেস খালি হতে শুরু করেছে ওষুধের দোকানগুলিতে । বর্তমান অবস্থা আরও শোচনীয় । শহর ও শহরতলির দোকানগুলিতে ঘুরে ঘুরে হয়রান হচ্ছেন বহু ক্রেতা । ওষুধ না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে অনেককে । কিছু ওষুধ মিললেও দাম বেড়েছে । ফলে পকেটে টান পড়ছে রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের ।
ওষুধ না মেলার কারণ হিসেবে কলকাতার এক ওষুধ ব্যবসায়ী ঘনশ্যাম আগরওয়াল জানান, "প্রোডাকশন একটু কম রয়েছে । তার উপর পরিবহন ব্যবস্থার সাময়িক সমস্যা রয়েছে । যার ফলে ওষুধের কিছুটা ঘাটতি আছে বাজারে । তবে লকডাউন ওঠার পর অবস্থা স্বাভাবিক হবে ।"
অন্যদিকে রবীন্দ্রনাথ কোলে জানান, "ওষুধের জোগান ঠিক রাখা প্রয়োজন । ওষুধ সরবরাহের মাঝপথে কোনও কালোবাজারি হচ্ছে কি না তার উপর নজরদারি চালানো হবে । প্রত্যেকে যাতে খুব সহজেই ওষুধ পেতে পারেন তার জন্য টাস্কফোর্স নজর রাখবে ।"