ETV Bharat / state

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা আসলে BJP-র রটনা : সৌগত রায় - রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

সৌগত রায়ের মতে শুভেন্দু নিজের কথা নিজেই বলতে যথেষ্ট সাবলীল ৷ তাই তাঁকে নিয়ে এই সমস্ত জল্পনা একেবারেই অর্থহীন ।

সৌগত রায়
সৌগত রায়
author img

By

Published : Nov 2, 2020, 11:02 PM IST

কলকাতা, 2 নভেম্বর : রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দলবদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে ৷ তবে এই জল্পনাকে BJP-র মস্তিষ্কপ্রসূত রটনা বলে অভিহিত করলেন দমদম লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় ।

তাঁর মতে শুভেন্দু নিজের কথা নিজেই বলতে যথেষ্ট সাবলীল ৷ তাই তাঁকে নিয়ে এই সমস্ত জল্পনা একেবারেই অর্থহীন । "এই সমস্তই হচ্ছে আসলে BJP-র রটনা । আসলে BJP দলটার অবস্থা তো খুবই খারাপ । নিজের শক্তিতে ওদের লড়াই করার ক্ষমতা নেই । তাই ওদের একমাত্র প্রচেষ্টা কী করে তৃণমূল ভাঙিয়ে নিজেদের শক্তিপ্রদর্শন করা যায় । এটা মুকুল রায়ের কৌশল হতে পারে । কিন্তু সমগ্র BJP দলটার এই কৌশল হবে কেন? এটা খুবই দুর্ভাগ্যজনক । তাই আবার বলছি যে শুভেন্দুকে নিয়ে এই যত জল্পনা তা হল আসলে BJP-র রটনা," সৌগত রায় বলেন ।

শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌগত রায়ের মতামত

কথা প্রসঙ্গে উনি আরও বলেন যে শবদেহ নিয়ে যে রাজনীতি BJP শুরু করেছে, তা সম্ভবত ওদের কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনাপ্রসূত । "বোধহয় ওদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের নির্দেশ দিয়েছে যাতে যে করে হোক লাশ জোগাড় করে বনধ, অবরোধ করতে । এটা করতে গিয়ে সত্য মিথ্যার ধার ধরছে না BJP । এখনও ওরা একটা কেসও দেখাতে পারবে না যেখানে রাজনৈতিক সংঘর্ষে বা পুলিশের গুলিতে ওদের কোনও কর্মী খুন হয়েছে । পশ্চিমবঙ্গের পরিস্থিতি অগ্নিগর্ভ করে কী করে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এটাই ওদের একমাত্র লক্ষ্য,’’ বলে দাবি করেন সৌগতবাবু ৷

কলকাতা, 2 নভেম্বর : রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দলবদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে ৷ তবে এই জল্পনাকে BJP-র মস্তিষ্কপ্রসূত রটনা বলে অভিহিত করলেন দমদম লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় ।

তাঁর মতে শুভেন্দু নিজের কথা নিজেই বলতে যথেষ্ট সাবলীল ৷ তাই তাঁকে নিয়ে এই সমস্ত জল্পনা একেবারেই অর্থহীন । "এই সমস্তই হচ্ছে আসলে BJP-র রটনা । আসলে BJP দলটার অবস্থা তো খুবই খারাপ । নিজের শক্তিতে ওদের লড়াই করার ক্ষমতা নেই । তাই ওদের একমাত্র প্রচেষ্টা কী করে তৃণমূল ভাঙিয়ে নিজেদের শক্তিপ্রদর্শন করা যায় । এটা মুকুল রায়ের কৌশল হতে পারে । কিন্তু সমগ্র BJP দলটার এই কৌশল হবে কেন? এটা খুবই দুর্ভাগ্যজনক । তাই আবার বলছি যে শুভেন্দুকে নিয়ে এই যত জল্পনা তা হল আসলে BJP-র রটনা," সৌগত রায় বলেন ।

শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌগত রায়ের মতামত

কথা প্রসঙ্গে উনি আরও বলেন যে শবদেহ নিয়ে যে রাজনীতি BJP শুরু করেছে, তা সম্ভবত ওদের কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনাপ্রসূত । "বোধহয় ওদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের নির্দেশ দিয়েছে যাতে যে করে হোক লাশ জোগাড় করে বনধ, অবরোধ করতে । এটা করতে গিয়ে সত্য মিথ্যার ধার ধরছে না BJP । এখনও ওরা একটা কেসও দেখাতে পারবে না যেখানে রাজনৈতিক সংঘর্ষে বা পুলিশের গুলিতে ওদের কোনও কর্মী খুন হয়েছে । পশ্চিমবঙ্গের পরিস্থিতি অগ্নিগর্ভ করে কী করে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় এটাই ওদের একমাত্র লক্ষ্য,’’ বলে দাবি করেন সৌগতবাবু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.