ETV Bharat / state

কুচকাওয়াজের মহড়ার সময় রেড রোডে বেপরোয়া গাড়ি, অল্পের জন্য রক্ষা - রেড রোড

একটুর জন্য সাম্বিয়া কাণ্ডের পুনরাবৃত্তি থেকে রক্ষা পেল রেড রোড । রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলার সময় দ্রুত গতিতে গার্ড রেলে ধাক্কা মারল একটি গাড়ি ।

red road
red road
author img

By

Published : Aug 11, 2020, 9:35 PM IST

কলকাতা, 11 অগাস্ট: অল্পের জন্য রক্ষা । কুচকাওয়াজের মহড়া চলার সময় বেপরোয়া গতিতে এসে গার্ড রেলে ধাক্কা মারে একটি গাড়ি । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 19 বছরের এক পড়ুয়াকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 279 এবং 427 ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আজ সকাল পৌনে সাতটা নাগাদ খিদিরপুরের দিক থেকে নীল রঙের একটি গাড়ি নো এন্ট্রি থাকা রেড রোডের দিকে দ্রুত গতিতে ঢুকে পড়ে । তখন সেখানে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলছিল । কর্তব্যরত পুলিশকর্মীরা ওই গাড়িটি থামাতে চেষ্টা করেও পারেননি । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে গার্ড রেলে । পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করে । জানা যায়, সেটি চালাচ্ছিল অরিত্র সান্যাল নামে 19 বছরের এক যুবক । বাড়ি বন্ডেল রোড এলাকায় ।


কলকাতাবাসীর স্মৃতি থেকে এখনও পর্যন্ত মুছে যায়নি সাম্বিয়া কাণ্ড । প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ়ের মহড়ায় নো এন্ট্রি থাকা রেড রোডে এভাবেই ঢুকে পড়েছিল একটি গাড়ি । অভিযোগ ওঠে, সেটি চালাচ্ছিল সাম্বিয়া সোহরাব । সেই গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল অভিমন্যু গৌড় নামে বায়ুসেনার এক কর্মীর ।


অরিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে ভুবনেশ্বরের একটি কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। কয়েক মাস আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে ৷

কলকাতা, 11 অগাস্ট: অল্পের জন্য রক্ষা । কুচকাওয়াজের মহড়া চলার সময় বেপরোয়া গতিতে এসে গার্ড রেলে ধাক্কা মারে একটি গাড়ি । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 19 বছরের এক পড়ুয়াকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 279 এবং 427 ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আজ সকাল পৌনে সাতটা নাগাদ খিদিরপুরের দিক থেকে নীল রঙের একটি গাড়ি নো এন্ট্রি থাকা রেড রোডের দিকে দ্রুত গতিতে ঢুকে পড়ে । তখন সেখানে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলছিল । কর্তব্যরত পুলিশকর্মীরা ওই গাড়িটি থামাতে চেষ্টা করেও পারেননি । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে গার্ড রেলে । পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করে । জানা যায়, সেটি চালাচ্ছিল অরিত্র সান্যাল নামে 19 বছরের এক যুবক । বাড়ি বন্ডেল রোড এলাকায় ।


কলকাতাবাসীর স্মৃতি থেকে এখনও পর্যন্ত মুছে যায়নি সাম্বিয়া কাণ্ড । প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ়ের মহড়ায় নো এন্ট্রি থাকা রেড রোডে এভাবেই ঢুকে পড়েছিল একটি গাড়ি । অভিযোগ ওঠে, সেটি চালাচ্ছিল সাম্বিয়া সোহরাব । সেই গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল অভিমন্যু গৌড় নামে বায়ুসেনার এক কর্মীর ।


অরিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে ভুবনেশ্বরের একটি কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। কয়েক মাস আগে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.