কলকাতা , 23 মে : রাজ্যের দোরগড়ায় ঘূর্ণিঝড় যশ ৷ এক বড় সঙ্কটের সামনে গোটা রাজ্য ৷ তার উপর করোনা সংক্রমণ ৷
এমতাবস্থায় যাতে কোনওভাবেই হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত না হয় তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছে পূর্ত দফতর ৷ হাসপাতালগুলিতে রাখা হচ্ছে জেনারেটর ৷ ইতিমধ্যেই এসএসকেএম ও শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে জেনারেটর রাখা হয়েছে ৷
আসন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে ব্যস্ত রাজ্য প্রশাসন ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে নির্দেশ এসেছে ৷ সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই যেন চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় ৷
আরও পড়ুন :ভোট মিটতেই মোহভঙ্গ, তৃণমূলে ফিরতে চেয়ে আর্জি সরলার
যদিও নবান্ন সূত্রে খবর, কেন্দ্র থেকে নির্দেশ আসার আগেই রাজ্য আগাম প্রস্তুতি নিয়েছে এই ব্যাপারে ৷ কলকাতা সহ ছ'টি জেলাই এখন রাজ্য প্রশাসনের কাছে চ্যালেঞ্জ ৷
তাই রবিবারের মধ্যেই সব হাসপাতালে বাড়তি জেনারেটরের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য ৷