ETV Bharat / state

কলকাতায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা - total containment zones in kolkata

কলকাতায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা কমেছে । আগে ছিল 39 । বর্তমানে হয়েছে 23 । ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে ।

aa
কনটেনমেন্ট
author img

By

Published : Aug 11, 2020, 9:38 AM IST

কলকাতা, 11 অগাস্ট : কলকাতায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । 39 থেকে হল 23 । গতকাল নবান্ন থেকে কনটেনমেন্ট জ়োনের নতুন তালিকা প্রকাশিত হয় । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে 486 । যা কিছুটা হলেও স্বস্তির খবর কলকাতা পৌরনিগমের কাছে । গত কয়েক দিনে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 700 । তবে ফ্ল্যাট ও আবাসনগুলিতে এখনও সবথেকে বেশি সংক্রমণ । নতুন তালিকাতে উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা এখনও কনটেনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে যা উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পৌরনিগমের।


এই তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 101 নম্বর ওয়ার্ডে 13টি কনটেনমেন্ট জ়োন ছিল । সেই সংখ্যা কমে পাঁচে এসে দাঁড়িয়েছে। তবে উত্তর কলকাতার তিন নম্বর বোরোতে নতুন করে সাতটি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কলকাতার 69 নম্বর ওয়ার্ডে বালিগঞ্জের 29 হাজরা রোড ও চার নম্বর রেনি পার্ক এলাকায় দুটি নামী বহুতলে একাধিক মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । এই দুটি আবাসনকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । এছাড়াও 74 নম্বর ওয়ার্ডের আলিপুর অঞ্চলে একটি বহুতল আবাসনের বহু মানুষ একসঙ্গে কোরোনায় আক্রান্ত । এটিকেও কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষিত হয়েছে। এই তালিকা অনুযায়ী উত্তর কলকাতার 31, 33 ,34 নম্বর ওয়ার্ডের এখনও কোরোনার দাপট রয়েছে । ধারাবাহিকভাবে উত্তর কলকাতার ওয়ার্ডগুলিতে সংক্রমণ বজায় থাকায় দুশ্চিন্তা বাড়ছে কলকাতা পৌরনিগমের ।


কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ যাঁরা হোম আইসোলেসন, পাকা বাড়ি অথবা বহুতল আবাসনগুলিতে রয়েছেন তাঁরা সঠিকভাবে রাজ্য সরকারের বিধি-নিষেধ মানছে না । হোম আইসোলেসনের ক্ষেত্রে 50% মানুষ গাইডলাইন মেনে না চলার ফলেই বহুতলগুলিতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।

কলকাতা, 11 অগাস্ট : কলকাতায় কমল কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । 39 থেকে হল 23 । গতকাল নবান্ন থেকে কনটেনমেন্ট জ়োনের নতুন তালিকা প্রকাশিত হয় । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমে দাঁড়িয়েছে 486 । যা কিছুটা হলেও স্বস্তির খবর কলকাতা পৌরনিগমের কাছে । গত কয়েক দিনে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 700 । তবে ফ্ল্যাট ও আবাসনগুলিতে এখনও সবথেকে বেশি সংক্রমণ । নতুন তালিকাতে উত্তর কলকাতার বেশ কয়েকটি এলাকা এখনও কনটেনমেন্ট জ়োনের মধ্যে রয়েছে যা উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা পৌরনিগমের।


এই তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 101 নম্বর ওয়ার্ডে 13টি কনটেনমেন্ট জ়োন ছিল । সেই সংখ্যা কমে পাঁচে এসে দাঁড়িয়েছে। তবে উত্তর কলকাতার তিন নম্বর বোরোতে নতুন করে সাতটি কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কলকাতার 69 নম্বর ওয়ার্ডে বালিগঞ্জের 29 হাজরা রোড ও চার নম্বর রেনি পার্ক এলাকায় দুটি নামী বহুতলে একাধিক মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । এই দুটি আবাসনকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । এছাড়াও 74 নম্বর ওয়ার্ডের আলিপুর অঞ্চলে একটি বহুতল আবাসনের বহু মানুষ একসঙ্গে কোরোনায় আক্রান্ত । এটিকেও কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষিত হয়েছে। এই তালিকা অনুযায়ী উত্তর কলকাতার 31, 33 ,34 নম্বর ওয়ার্ডের এখনও কোরোনার দাপট রয়েছে । ধারাবাহিকভাবে উত্তর কলকাতার ওয়ার্ডগুলিতে সংক্রমণ বজায় থাকায় দুশ্চিন্তা বাড়ছে কলকাতা পৌরনিগমের ।


কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোরোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ যাঁরা হোম আইসোলেসন, পাকা বাড়ি অথবা বহুতল আবাসনগুলিতে রয়েছেন তাঁরা সঠিকভাবে রাজ্য সরকারের বিধি-নিষেধ মানছে না । হোম আইসোলেসনের ক্ষেত্রে 50% মানুষ গাইডলাইন মেনে না চলার ফলেই বহুতলগুলিতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.