কলকাতা, 26 মে : 28 ঘণ্টার যাত্রায় গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে 4 দিন । এর থেকেই বোঝা যায় দেশের সরকার শ্রমিকদের ঘরে ফিরতে দিতে চায় না । আজ এমনই কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বললেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে টালবাহানা করেছে দেশের সরকার । এখন দেখা যাচ্ছে, বিরোধীদের চাপে পড়ে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার । দেশ গড়ার কারিগর শ্রমিকরা ৷ তাদের ঘরে ফেরাতে সরকারের অনীহা । সমগ্র বিষয়টার মধ্যে ষড়যন্ত্র রয়েছে । কোন দিনের ট্রেন, কবে কোথায় পৌঁছে যাচ্ছে হদিস নেই, 40 টি ট্রেন পথ হারিয়ে অন্য রুটে চলে গেছে । যাত্রীদের খাবারের ও জলের কোনও ব্যবস্থা নেই ট্রেন গুলিতে । ' দুর্দশার শ্রমিক স্পেশাল ' বলে রেল দপ্তরকে কটাক্ষ করলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র ।
সূর্যকান্ত মিশ্রের অভিযোগ , কেন এমন হবে, এমন হওয়ার তো কথা ছিল না । কেন্দ্রীয় সরকারের তথা প্রধানমন্ত্রীর পরিকল্পনাহীন লকডাউনের শিকার পরিযায়ী শ্রমিকরা । দেশের সরকার মাত্র 4 ঘণ্টার নোটিসে লকডাউন ঘোষণা করে । ফলে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ন্যূনতম বাসস্থান ও খাবারের ব্যবস্থাও করেনি সরকার । একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে । ঘরে ফিরতে মরিয়া শ্রমিকের মৃত্যু হয়েছে ট্রেন লাইনে পড়ে । তাতেও সরকারের হুঁশ ফেরেনি । শ্রমিকদেরকে নিয়ে আসা হচ্ছে, দায়সারাভাবে । ট্রেনের খাবার কার্যত লুট হচ্ছে । ট্রেনের মধ্যে অনাহারে-অর্ধাহারে ধুঁকতে ধুঁকতে আসছে শ্রমিকরা । নির্দিষ্ট সময়ের পরিবর্তে দেশের বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের শ্রমিকদের আসতে অনেক বেশি সময় লাগছে । ট্রেনের অবস্থাও চরম শোচনীয় । অধিকাংশ ট্রেনের শৌচালয়ে জল নেই । আলো পাখার অভাব রেলের বগিগুলিতে ।