ETV Bharat / state

দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক বাম শ্রমিক সংগঠনের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

"কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র করেছে। দেশের সবচেয়ে লাভজনক সংস্থা ভারতীয় রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য পথে নামছেন।" অভিযোগ বিমান বসুর ৷

ধর্মঘট
ধর্মঘট
author img

By

Published : Oct 12, 2020, 7:46 PM IST

কলকাতা, 12 অক্টোবর : আগামী 26 নভেম্বর CITU সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ব্যাঙ্ক, বীমা, রেল, ডাক, BSNL, প্রতিরক্ষা, সহ শিল্পভিত্তিক ফেডারেশন সমূহের ডাকে 7 দফা দাবি সহ কৃষক বিরোধী ও সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী কেন্দ্রীয় সরকারের কৃষি বিল, শ্রমিক বিরোধী শিল্প আইন বাতিলের দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।

আজ শ্রমিক ভবনে একটি কনভেনশনে BJP, তৃণমূল বাদে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের উপস্থিতিতে কনভেনশন হয়। CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু, সভাপতি সুভাষ মুখোপাধ্যায় দেশের যাবতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন ৷ অনাদি সাহু বলেন, "ধর্মঘটের পরেও যদি কেন্দ্রীয় সরকারের টনক না নড়ে তাহলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন শুরু হবে ৷ কেন্দ্রের BJP-সরকারের অপসারণের দাবিতে সরব হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা।"


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র করেছে। দেশের সবচেয়ে লাভজনক সংস্থা ভারতীয় রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য পথে নামছেন।" BJP-র সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।পাশাপাশি CITU-র প্রয়াত রাজ‍্য নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে একটি পুস্তিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

কলকাতা, 12 অক্টোবর : আগামী 26 নভেম্বর CITU সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ব্যাঙ্ক, বীমা, রেল, ডাক, BSNL, প্রতিরক্ষা, সহ শিল্পভিত্তিক ফেডারেশন সমূহের ডাকে 7 দফা দাবি সহ কৃষক বিরোধী ও সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী কেন্দ্রীয় সরকারের কৃষি বিল, শ্রমিক বিরোধী শিল্প আইন বাতিলের দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি।

আজ শ্রমিক ভবনে একটি কনভেনশনে BJP, তৃণমূল বাদে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের উপস্থিতিতে কনভেনশন হয়। CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু, সভাপতি সুভাষ মুখোপাধ্যায় দেশের যাবতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন ৷ অনাদি সাহু বলেন, "ধর্মঘটের পরেও যদি কেন্দ্রীয় সরকারের টনক না নড়ে তাহলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন শুরু হবে ৷ কেন্দ্রের BJP-সরকারের অপসারণের দাবিতে সরব হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরা।"


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করার ষড়যন্ত্র করেছে। দেশের সবচেয়ে লাভজনক সংস্থা ভারতীয় রেলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক দেখানোর জন্য পথে নামছেন।" BJP-র সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রয়েছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।পাশাপাশি CITU-র প্রয়াত রাজ‍্য নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণে একটি পুস্তিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.