কলকাতা, 31 অগাস্ট : কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে এলাহাবাদ হাইকোর্টে বদলির প্রস্তাব দিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কলেজিয়াম । প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সহ আরও চার বিচারপতির কলেজিয়াম এই সুপারিশ করেছে।
বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করার পর ১৯৮৯ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন। আইনজীবী হিসেবে তিনি মূলত কম্পানি আইন সংক্রান্ত বিষয়, রাজস্ব সংক্রান্ত বিষয় ও ক্রিমিনাল বিষয়েই প্র্যাকটিস করতেন । এরপর ২০০৬ সালে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন । একাধিক দৃষ্টান্তমূলক রায়ও দিয়েছেন । পঞ্চায়েত ভোটে একজন প্রার্থী ইমেলেও মনোনয়ন জমা দিতে পারে বলে রায় দিয়েছিলেন তিনি ।
গত বছর ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি দেবাশিস করগুপ্ত ৷ এরপর হাইকোর্টের বর্ষীয়ান বিচারপতি হিসেবে অস্থায়ীভাবে প্রধান বিচারপতির দায়িত্বও সামলেছেন তিনি । সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্ট থেকে দ্রুতই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হতে পারেন।