কলকাতা 27 নভেম্বর : লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যাওয়ায় 7 ডিসেম্বর থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের কাজ কর্ম সম্পূর্ণভাবে শুরু করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ হাইকোর্টের রেজিস্টার জেনেরাল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের কোভিড-19 কমিটির সুপারিশে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করেছেন 7 ডিসেম্বর থেকে পূর্ণশক্তিতে রাজ্যের সমস্ত আদালতের কাজ চালু করতে হবে।
তবে কোরোনা পরিস্থিতিতে সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই আদালতের এই কাজকর্ম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে- আদালত কক্ষে ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। শুধুমাত্র যাদের দরকার তাঁরা ছাড়া আদালত চত্বরে বাকিদের আসতে নিষেধ করা হয়েছে । আইনজীবীরা তাঁদের ক্লার্ক হিসেবে একজনকেই নিয়ে আসবেন । বার রুমে 40 জনের বেশি বসবেন না। আদালত কক্ষে বেশি ভিড় মনে করলে বিচারপতি সঙ্গে সঙ্গে আদালতের কাজ স্থগিত করে দিতে পারবেন । সমস্ত মামলার শুনানি হাইব্রিড মোডে করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ও কেন্দ্রের আইনজীবীরা ছাড়া অন্যান্যরা ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে শুনানিতে অংশ নেবেন।
জেলা আদালতগুলোর জন্য নির্দেশে বলা হয়েছে আদালতের কাজ যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করতে হবে । তবে সমস্ত মামলার হিয়ারিং ভার্চুয়াল করার উপরেই বেশি জোর দিতে বলা হয়েছে। শুধুমাত্র কেন্দ্র রাজ্যের প্রতিনিধিরা ছাড়া বাকিরা যাতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তাতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত কোরোনা পরিস্থিতির কারণে বর্তমানে কলকাতা হাইকোর্টে মাত্র চারটি ডিভিশন বেঞ্চে ও ছটি সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি চলছে। শুনানি প্রক্রিয়ায় চলছে ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে। যদি দুই পক্ষ আদালতে হাজির হয়ে ফিজ়িকাল শুনানির আর্জি জানায় শুধুমাত্র সেই ক্ষেত্রেই ফিজ়িকাল হেয়ারিং করা হচ্ছে।
হাইকোর্ট সহ সমস্ত আদালতে কাজ সম্পূর্ণভাবে শুরুর নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির - হাইকোর্টের রেজিস্টার জেনেরাল রাই চট্টোপাধ্যায়
আজ একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশের কথা জানিয়েছেন হাইকোর্টের রেজিস্টার জেনেরাল রাই চট্টোপাধ্যায় ৷
কলকাতা 27 নভেম্বর : লোকাল ট্রেন ও মেট্রো রেল পরিষেবা চালু হয়ে যাওয়ায় 7 ডিসেম্বর থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতের কাজ কর্ম সম্পূর্ণভাবে শুরু করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আজ হাইকোর্টের রেজিস্টার জেনেরাল রাই চট্টোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের কোভিড-19 কমিটির সুপারিশে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করেছেন 7 ডিসেম্বর থেকে পূর্ণশক্তিতে রাজ্যের সমস্ত আদালতের কাজ চালু করতে হবে।
তবে কোরোনা পরিস্থিতিতে সমস্ত রকম সুরক্ষাবিধি মেনেই আদালতের এই কাজকর্ম চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে- আদালত কক্ষে ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। শুধুমাত্র যাদের দরকার তাঁরা ছাড়া আদালত চত্বরে বাকিদের আসতে নিষেধ করা হয়েছে । আইনজীবীরা তাঁদের ক্লার্ক হিসেবে একজনকেই নিয়ে আসবেন । বার রুমে 40 জনের বেশি বসবেন না। আদালত কক্ষে বেশি ভিড় মনে করলে বিচারপতি সঙ্গে সঙ্গে আদালতের কাজ স্থগিত করে দিতে পারবেন । সমস্ত মামলার শুনানি হাইব্রিড মোডে করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের ও কেন্দ্রের আইনজীবীরা ছাড়া অন্যান্যরা ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে শুনানিতে অংশ নেবেন।
জেলা আদালতগুলোর জন্য নির্দেশে বলা হয়েছে আদালতের কাজ যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করতে হবে । তবে সমস্ত মামলার হিয়ারিং ভার্চুয়াল করার উপরেই বেশি জোর দিতে বলা হয়েছে। শুধুমাত্র কেন্দ্র রাজ্যের প্রতিনিধিরা ছাড়া বাকিরা যাতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তাতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত কোরোনা পরিস্থিতির কারণে বর্তমানে কলকাতা হাইকোর্টে মাত্র চারটি ডিভিশন বেঞ্চে ও ছটি সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি চলছে। শুনানি প্রক্রিয়ায় চলছে ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে। যদি দুই পক্ষ আদালতে হাজির হয়ে ফিজ়িকাল শুনানির আর্জি জানায় শুধুমাত্র সেই ক্ষেত্রেই ফিজ়িকাল হেয়ারিং করা হচ্ছে।