ETV Bharat / state

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ ফিরহাদের - পৌরনিগম

এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ ভবনের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় । মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : May 12, 2021, 8:20 AM IST

কলকাতা, 12 মে: মঙ্গলবার ঝড়-বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ কিছু পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যাক্তির ৷ অভিযোগ পৌরনিগমের ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গিয়েছে ৷ তবে কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ ভবনের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় । মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ।

কলকাতা পৌরনিগমের সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দিনের বেলা, দিনের সময় পৌরনিগমের ল্যাম্পপোস্ট গুলিতে বিদ্যুৎ সংযোগ থাকে না । তবে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম স্বীকার করে নিয়েছিলেন এই ল্যাম্পপোস্ট থেকে অবৈধভাবে উপায়ে সংযোগ করা হয়েছিল । অর্থাৎ অবৈধভাবে বিদ্যুৎ চুরি করা হত । হয়তো সেই তার কোনও ভাবে জলের সংস্পর্শে চলে আসে । সম্পূর্ণ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । সেইসঙ্গে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছেন তিনি । এবং অবৈধভাবে বিদ্যুৎ নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন ফিরহাদ ৷

এদিন কলকাতায় ভারী বৃষ্টির জেরে উল্টোডাঙ্গা ব্রিজের তলায় একটি বাস জলে ডুবে যায় । পরে কলকাতা পৌরনিগম ও বিপর্যয় মোকাবেলা দল গিয়ে সেই বাসটিকে উদ্ধার করে ।

আরও পড়ুন : বিএসএফের কপ্টারে বৃহস্পতিবার শীতলকুচি পরিদর্শনে রাজ্যপাল

কলকাতা, 12 মে: মঙ্গলবার ঝড়-বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ কিছু পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যাক্তির ৷ অভিযোগ পৌরনিগমের ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গিয়েছে ৷ তবে কী কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির তা তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ ভবনের সামনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় । মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । পুলিশকে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য প্রশাসক ।

কলকাতা পৌরনিগমের সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দিনের বেলা, দিনের সময় পৌরনিগমের ল্যাম্পপোস্ট গুলিতে বিদ্যুৎ সংযোগ থাকে না । তবে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম স্বীকার করে নিয়েছিলেন এই ল্যাম্পপোস্ট থেকে অবৈধভাবে উপায়ে সংযোগ করা হয়েছিল । অর্থাৎ অবৈধভাবে বিদ্যুৎ চুরি করা হত । হয়তো সেই তার কোনও ভাবে জলের সংস্পর্শে চলে আসে । সম্পূর্ণ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি । সেইসঙ্গে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছেন তিনি । এবং অবৈধভাবে বিদ্যুৎ নেওয়ার জন্য থানায় অভিযোগ করা হবে বলেও জানিয়েছেন ফিরহাদ ৷

এদিন কলকাতায় ভারী বৃষ্টির জেরে উল্টোডাঙ্গা ব্রিজের তলায় একটি বাস জলে ডুবে যায় । পরে কলকাতা পৌরনিগম ও বিপর্যয় মোকাবেলা দল গিয়ে সেই বাসটিকে উদ্ধার করে ।

আরও পড়ুন : বিএসএফের কপ্টারে বৃহস্পতিবার শীতলকুচি পরিদর্শনে রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.