ETV Bharat / state

শবদেহ বহনে সমস্যা মেটাতে অত্যাধুনিক শববাহী গাড়ি কলকাতা পৌরনিগমের - coronavirus death body Kolkata

অত্যাধুনিক শববাহী গাড়ি নিয়ে এল কলকাতা পৌরনিগম । অনেক সময় কোরোনা আক্রান্তের মৃতদেহ বহনে সমস্যা দেখা দিয়েছে । মাঝে মধ্যেই চালকরা মৃতদেহ বহন করতে চান না ৷ সেই সমস্যা সমাধানের জন্যই এই গাড়ি নিয়ে আসছে পৌর নিগম ৷

ছবি
ছবি
author img

By

Published : Jul 25, 2020, 2:33 PM IST

কলকাতা, 25 জুলাই : অত্যাধুনিক শববাহী গাড়ি নিয়ে এল কলকাতা পৌরনিগম । কোরোনা সংক্রমণের জেরে প্রতিদিনই মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । মৃত্যুও হচ্ছে সেই হারে ৷ ফলে শববাহী গাড়ি চাহিদা বেড়েছে । কিন্তু অনেক সময় কোরোনা আক্রান্তের মৃতদেহ বহনে সমস্যা দেখা দিয়েছে । মাঝে মধ্যেই চালকরা মৃতদেহ বহন করতে চান না ৷

আর এই সমস্যাকে দূর করতেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি শববাহী গাড়ি নিয়ে এসেছে কলকাতা পৌরনিগম । একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক শববাহী গাড়িটি কাজ করবে । এদিন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, একসঙ্গে সাতটি মৃতদেহ বহন করা যাবে এই শববাহী গাড়িটিতে । বেসরকারি শববাহী গাড়িগুলি 6 হাজার টাকা করে নেয় । সেখানে মাত্র 3000 টাকায় এই গাড়িতে ব্যয় হবে । অনেক সময় দুস্থ মানুষরা এই খরচ বহন করতে পারে না তখন পৌরনিগম এই খরচ দেবে ।

শববাহী গাড়ি নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম

তিনি আরও জানান, " এই গাড়িতে কোরোনায় আক্রান্ত মৃতদেহের অন্য মৃতদেহও বহন করা হবে । এবং যাঁরা জানিয়ে দেবে মৃতদেহ বহনের দায়িত্ব নিতে পারবে না সেইসব মৃতদেহ এইসব গাড়িতে নিয়ে যাওয়া হবে । কম খরচে অনেক বেশি মৃতদেহ বহন করা যাবে এই শববাহী গাড়িতে ।"

কলকাতা, 25 জুলাই : অত্যাধুনিক শববাহী গাড়ি নিয়ে এল কলকাতা পৌরনিগম । কোরোনা সংক্রমণের জেরে প্রতিদিনই মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । মৃত্যুও হচ্ছে সেই হারে ৷ ফলে শববাহী গাড়ি চাহিদা বেড়েছে । কিন্তু অনেক সময় কোরোনা আক্রান্তের মৃতদেহ বহনে সমস্যা দেখা দিয়েছে । মাঝে মধ্যেই চালকরা মৃতদেহ বহন করতে চান না ৷

আর এই সমস্যাকে দূর করতেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি শববাহী গাড়ি নিয়ে এসেছে কলকাতা পৌরনিগম । একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক শববাহী গাড়িটি কাজ করবে । এদিন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, একসঙ্গে সাতটি মৃতদেহ বহন করা যাবে এই শববাহী গাড়িটিতে । বেসরকারি শববাহী গাড়িগুলি 6 হাজার টাকা করে নেয় । সেখানে মাত্র 3000 টাকায় এই গাড়িতে ব্যয় হবে । অনেক সময় দুস্থ মানুষরা এই খরচ বহন করতে পারে না তখন পৌরনিগম এই খরচ দেবে ।

শববাহী গাড়ি নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম

তিনি আরও জানান, " এই গাড়িতে কোরোনায় আক্রান্ত মৃতদেহের অন্য মৃতদেহও বহন করা হবে । এবং যাঁরা জানিয়ে দেবে মৃতদেহ বহনের দায়িত্ব নিতে পারবে না সেইসব মৃতদেহ এইসব গাড়িতে নিয়ে যাওয়া হবে । কম খরচে অনেক বেশি মৃতদেহ বহন করা যাবে এই শববাহী গাড়িতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.