ETV Bharat / state

ইনসুরেন্স ও EMI মকুবের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি বাসমালিক সংগঠনের - প্রধানমন্ত্রীকে চিঠি বাস মালিক সংগঠনের

লকডাউনের কারণে সংকটে বাস মালিকেরা ৷ পরিষেবা চালু রাখতে ইনসুরেন্স ও EMI মকুবের আর্জি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিল বাস মালিক সংগঠন ৷

The bus owners association written a letter to PM demanding insurance and EMI exemption
ইনসুরেন্স ও EMI মকুবের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি বাস মালিক সংগঠনের
author img

By

Published : Jun 12, 2020, 11:27 AM IST

কলকাতা, 12 জুন : ইনসুরেন্স ও EMI মকুব করতে হবে ৷ সঙ্গে জ্বালানিকে আনতে হবে GST - র আওতায় ৷ এই দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি দিল বাস মালিক সংগঠন ৷ তাদের দাবি, আগামী ডিসেম্বর পর্যন্ত মকুব করতে হবে ইনসুরেন্স ও EMI ৷ অভিযোগ, সংগঠনের তরফে এর আগেও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পরিবহন দপ্তরকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে । তবে তাতেও কোনও কাজ হয়নি ৷

প্রথমে কোরোনা সংক্রমণ ও তার জেরে লকডাউন ৷ ফলে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলেই । ব্যাপকভাবে অর্থাভাবের মধ্যে পড়েছে বাস মালিকরাও । তাই গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার কর্মীর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র সরকার বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য বা রিলিফের ঘোষণা করলেও গণপরিবহনের ক্ষেত্রে কোনও প্যাকেজ এখনও ঘোষণা করেনি । লকডাউনের সময় বহুবার কেন্দ্র ও রাজ্যকে আমাদের পরিস্থিতির কথা জানিয়ে চিঠি দিয়েছি । কিন্তু লাভ হয়নি কোনও । তাই আমরা আবারও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি পাঠিয়েছি । "

তিনি আরও বলেন যে, "গত আড়াই মাস ধরে বন্ধ ছিল বাস পরিষেবা । বাস চলুক বা না চলুক বিভিন্ন খাতে মালিকদের প্রায় 40 থেকে 50 হাজার টাকা ব্যয় হয় । চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে পড়তে হবে বাস মালিকদের । তাই আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাঙ্কের ট্রান্সপোর্ট ঋণের উপর EMI ও ইনসুরেন্স মকুব করার আর্জি জানিয়েছি । পাশাপাশি, সারা বিশ্বে যখন পেট্রল ও ডিজ়েলের দাম পড়ছে তখন আমাদের দেশে জ্বালানির দাম বাড়ছে । তাই আমাদের অনুরোধ যে জ্বালানির উপর GST লাগু করার পদক্ষেপ করা হোক ।"

কলকাতা, 12 জুন : ইনসুরেন্স ও EMI মকুব করতে হবে ৷ সঙ্গে জ্বালানিকে আনতে হবে GST - র আওতায় ৷ এই দাবি নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি দিল বাস মালিক সংগঠন ৷ তাদের দাবি, আগামী ডিসেম্বর পর্যন্ত মকুব করতে হবে ইনসুরেন্স ও EMI ৷ অভিযোগ, সংগঠনের তরফে এর আগেও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পরিবহন দপ্তরকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে । তবে তাতেও কোনও কাজ হয়নি ৷

প্রথমে কোরোনা সংক্রমণ ও তার জেরে লকডাউন ৷ ফলে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলেই । ব্যাপকভাবে অর্থাভাবের মধ্যে পড়েছে বাস মালিকরাও । তাই গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার কর্মীর কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্র সরকার বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য বা রিলিফের ঘোষণা করলেও গণপরিবহনের ক্ষেত্রে কোনও প্যাকেজ এখনও ঘোষণা করেনি । লকডাউনের সময় বহুবার কেন্দ্র ও রাজ্যকে আমাদের পরিস্থিতির কথা জানিয়ে চিঠি দিয়েছি । কিন্তু লাভ হয়নি কোনও । তাই আমরা আবারও প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি পাঠিয়েছি । "

তিনি আরও বলেন যে, "গত আড়াই মাস ধরে বন্ধ ছিল বাস পরিষেবা । বাস চলুক বা না চলুক বিভিন্ন খাতে মালিকদের প্রায় 40 থেকে 50 হাজার টাকা ব্যয় হয় । চূড়ান্ত আর্থিক অনটনের মধ্যে পড়তে হবে বাস মালিকদের । তাই আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাঙ্কের ট্রান্সপোর্ট ঋণের উপর EMI ও ইনসুরেন্স মকুব করার আর্জি জানিয়েছি । পাশাপাশি, সারা বিশ্বে যখন পেট্রল ও ডিজ়েলের দাম পড়ছে তখন আমাদের দেশে জ্বালানির দাম বাড়ছে । তাই আমাদের অনুরোধ যে জ্বালানির উপর GST লাগু করার পদক্ষেপ করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.