ETV Bharat / state

West Bengal Weather Update : আপাতত গরম থেকে রেহাই নেই বঙ্গবাসীর - পশ্চিমবঙ্গে বাড়বে গরম

28 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা (West Bengal Weather Update) ৷ গরমের সঙ্গে যুঝতে তাই প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি দিনের বেলা বাইরে বেরোলে তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখার কথা বলছেন আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷

Bengal Summer
পশ্চিমবঙ্গের আবহাওয়া
author img

By

Published : Apr 26, 2022, 7:52 AM IST

কলকাতা, 26 এপ্রিল : দক্ষিণবঙ্গে চাঁদিফাটা গরম ৷ সকাল থেকেই সুয্যিমামা একদম টপ গিয়ারে । ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ পেরিয়ে গিয়েছে (Temperature will increase in South Bengal) । রবি এবং সোমবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ পার করল । স্বাভাবিকের চেয়ে যা পাঁচ ডিগ্রি বেশি ।

উত্তর চব্বিশ পরগনার দমদমের পরে ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40.2 দুই ডিগ্রিতে পৌঁছয় ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি বেশি ৷ বাঁকুড়ায় পারদ চড়ল 43.9 ডিগ্রি সেলসিয়াসে । যা স্বাভাবিকের চেয়ে 5.1 ডিগ্রি বেশি । পারদ চড়ার তালিকায় বাঁকুড়া সবার উপরে । তারপরেই রয়েছে পানাগড় (43.1), আসানসোল (42.7), পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা (42.5),পুরুলিয়া (42.3), হুগলির মগরা, বর্ধমান ও ঝাড়গ্রাম (42), বীরভূমের শ্রীনিকেতন (41.8), হাওড়ার উলুবেড়িয়া (41.8), পশ্চিম মেদিনীপুর (41.5) । এই সবকটি জায়গার স্বাভাবিক তাপমাত্রা সাড়ে পাঁচ ডিগ্রির চেয়ে কিছুটা বেশি । হুগলির মগরায় সাড়ে ছয় ডিগ্রিতে পৌঁছেছিল ।

আরও পড়ুন : Heat Wave Scorches Birbhum : কোথায় বৃষ্টি ? সোমবার মরসুমের উষ্ণতম দিন দেখল বীরভূমবাসী

কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি । 55 দিন টানা বৃষ্টি নেই কলকাতা-সহ সংলগ্ন এলাকায় । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, আরও দু-তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা বাদে সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের প্রবাহের পরিস্থিতি তৈরি হবে । শুধুমাত্র দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷

আবহাওয়া নিয়ে যা বললেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
শুক্রবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে হাওয়া অফিস । শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ ও নদিয়া-সহ দু'এক জায়গায় । দক্ষিণবঙ্গ-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শুরুতে ।

মার্চ-এপ্রিল মাসে বৃষ্টি নেই কলকাতা ও সংলগ্ন এলাকায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখীর দেখা মেলেনি । শুধুমাত্র স্থানীয় আবহাওয়ার পরিবর্তন নয়, এর পিছনে গ্লোবাল এফেক্ট রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । তাই গরমের আইপিএল মার্কা ব্যাটিংয়ের সামনে চিকিৎসকদের দেওয়া নির্দেশিকা মেনে চলাই ভাল । অর্থাৎ খাওয়া-দাওয়া থেকে পোশাক পরিচ্ছদ, জল খাওয়া থেকে চলাফেরাতেই মিলতে পারে তাপপ্রবাহ এড়িয়ে চলার সুলুকসন্ধান ।

আরও পড়ুন : Purulia Heat Wave : বাড়ির বাইরে পা দেওয়ার জো নেই, পুরুলিয়ায় পারদ চড়ল একচল্লিশ

কলকাতা, 26 এপ্রিল : দক্ষিণবঙ্গে চাঁদিফাটা গরম ৷ সকাল থেকেই সুয্যিমামা একদম টপ গিয়ারে । ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ পেরিয়ে গিয়েছে (Temperature will increase in South Bengal) । রবি এবং সোমবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ পার করল । স্বাভাবিকের চেয়ে যা পাঁচ ডিগ্রি বেশি ।

উত্তর চব্বিশ পরগনার দমদমের পরে ব্যারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা 40.2 দুই ডিগ্রিতে পৌঁছয় ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.3 ডিগ্রি বেশি ৷ বাঁকুড়ায় পারদ চড়ল 43.9 ডিগ্রি সেলসিয়াসে । যা স্বাভাবিকের চেয়ে 5.1 ডিগ্রি বেশি । পারদ চড়ার তালিকায় বাঁকুড়া সবার উপরে । তারপরেই রয়েছে পানাগড় (43.1), আসানসোল (42.7), পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা (42.5),পুরুলিয়া (42.3), হুগলির মগরা, বর্ধমান ও ঝাড়গ্রাম (42), বীরভূমের শ্রীনিকেতন (41.8), হাওড়ার উলুবেড়িয়া (41.8), পশ্চিম মেদিনীপুর (41.5) । এই সবকটি জায়গার স্বাভাবিক তাপমাত্রা সাড়ে পাঁচ ডিগ্রির চেয়ে কিছুটা বেশি । হুগলির মগরায় সাড়ে ছয় ডিগ্রিতে পৌঁছেছিল ।

আরও পড়ুন : Heat Wave Scorches Birbhum : কোথায় বৃষ্টি ? সোমবার মরসুমের উষ্ণতম দিন দেখল বীরভূমবাসী

কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি । 55 দিন টানা বৃষ্টি নেই কলকাতা-সহ সংলগ্ন এলাকায় । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানান, আরও দু-তিন দিন তাপপ্রবাহের পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে । পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা বাদে সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে । উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের প্রবাহের পরিস্থিতি তৈরি হবে । শুধুমাত্র দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷

আবহাওয়া নিয়ে যা বললেন আলিপুর আবহাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
শুক্রবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে হাওয়া অফিস । শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ ও নদিয়া-সহ দু'এক জায়গায় । দক্ষিণবঙ্গ-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শুরুতে ।

মার্চ-এপ্রিল মাসে বৃষ্টি নেই কলকাতা ও সংলগ্ন এলাকায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখীর দেখা মেলেনি । শুধুমাত্র স্থানীয় আবহাওয়ার পরিবর্তন নয়, এর পিছনে গ্লোবাল এফেক্ট রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । তাই গরমের আইপিএল মার্কা ব্যাটিংয়ের সামনে চিকিৎসকদের দেওয়া নির্দেশিকা মেনে চলাই ভাল । অর্থাৎ খাওয়া-দাওয়া থেকে পোশাক পরিচ্ছদ, জল খাওয়া থেকে চলাফেরাতেই মিলতে পারে তাপপ্রবাহ এড়িয়ে চলার সুলুকসন্ধান ।

আরও পড়ুন : Purulia Heat Wave : বাড়ির বাইরে পা দেওয়ার জো নেই, পুরুলিয়ায় পারদ চড়ল একচল্লিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.