কলকাতা, 13 জানুয়ারি: অবশেষে এল নবান্ন থেকে বহু প্রতিক্ষিত ডাক । রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনরত আলোচনা হল। সেই আলোচনায় আশ্বস্ত হয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বে ধর্মতলায় শহিদ মিনারের ময়দানে তিনদিন ধরে চলা অবস্থান-অনশন প্রত্যাহার করলেন আন্দোলনকারী শিক্ষকরা । আন্দোলনের নেতৃত্বরা জানাচ্ছেন, তাদের তরফে রাজ্য সরকারকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে । সেদিন হয় তাঁরা দাবি পূরণ হওয়ার বিজয় উল্লাস হবে, না হলে ফের হবে নবান্ন অভিযান ।
গত 11 জানুয়ারি মোট 13টি স্তরের শিক্ষক-শিক্ষাকর্মীরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ব্যানারে জোট বেঁধে দাবিদাওয়া আদায়ে আসেন ধর্মতলায় । এসএসকে, এমএসকে, মাদ্রাসা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, উচ্চমাধ্যমিকের আংশিক সময়ের শিক্ষক, পার্শ্বশিক্ষক সহ 13টি স্তর থেকে হাজার হাজার শিক্ষক এসে জমায়েত করেন শহিদ মিনার ময়দানে । শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে আগেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল । কিন্তু হাইকোর্ট মিছিলে না করে দিয়েছিল । তা সত্ত্বেও সেদিন দুপুরে হঠাৎই নবান্নের উদ্দেশে মিছিল শুরু করে দেয় আন্দোলনকারী শিক্ষকরা । সেই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় । অবস্থানের দ্বিতীয় দিনও লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় । পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয় । আহত হন বেশ কয়েকজন শিক্ষক ।
আরও পড়ুন : 24তম দিনে পার্শ্ব শিক্ষকদের অবস্থান; লড়াই আরও দীর্ঘ হবে, বলছেন আন্দোলনকারীরা
গতকাল শেষ পর্যন্ত লালবাজার অভিযান করতে পারেননি আন্দোলনকারী শিক্ষকরা । তবে আজ ফের নবান্ন অভিযান করার কথা জানিয়েছিলেন । শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের মইদুল ইসলাম বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার জন্য দুপুর 1টা পর্যন্ত সময় দিয়েছি । তারমধ্যে আমাদের প্রতিনিধি দলকে আলোচনার জন্য না ডাকা হলে আমরা দুপুর 2টোয় নবান্ন অভিযান করব ।" শেষ পর্যন্ত দুপুরেই নবান্ন থেকে ডাকা হয় আন্দোলনকারীদের প্রতিনিধিদলকে । শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে পাঁচ সদস্যের প্রতিনিধি দল যান নবান্নে । সেখানে মুখ্যমন্ত্রীর ওএসডির সঙ্গে আলোচনা হয় তাদের । সেই আলোচনা সদর্থক হয়েছে বলেই দাবি করেন প্রতিনিধিদল । তারপরই অনশন কর্মসূচি প্রত্যাহার করেন তারা । তুলে নেওয়া হয় অবস্থান ।
রাজ্য সরকারের সঙ্গে আলোচনা নিয়ে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বলেন, "গণতান্ত্রিক এই আন্দোলনকে মান্যতা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি । মুখ্যমন্ত্রীর ওএসডি-র সঙ্গে কথা হয়েছে ৷ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে । আমাদের দাবি পূরণ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷ তাই অনশন প্রত্যাহার করলাম ৷ রাজ্য সরকারের এই ব্যবহারে আমরা অত্যন্ত খুশি ।"
তবে 10 ফেব্রুয়ারির মধ্যে কথা না রাখলে আবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা । মইদুল ইসলাম বলেন, "আমরা 10 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছি । সেদিন রানী রাসমণিতে সমাবেশ ডাকব । সেদিন হয় রাজ্য সরকারের দাবি মেটানোর জন্য বিজয় উৎসব করব । নাহলে পুনরায় নবান্ন অভিযানে যাব ।"