ETV Bharat / state

Republic Day Parade: গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লিতে বাংলার উপস্থাপনা দুর্গাপুজো, প্রাথমিক ছাড়পত্রের পর চলছে প্রস্তুতি - 26 জানুয়ারি দিল্লির রাজপথে বাংলার ট্যাবলো

গত 2 বছর দিল্লিতে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি এরাজ্যের ট্যাবলো ৷ এবছর বাংলার ট্যাবলো প্রাথমিক সম্মতি পাওয়ায় দুর্গাপুজোকে সকলের সামনে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার (Bengal Tableau in Republic Day Parade) ৷

ETV Bharat
গণতন্ত্র দিবসে দিল্লিতে বাংলার উপস্থাপনা দুর্গাপুজো
author img

By

Published : Jan 8, 2023, 4:00 PM IST

Updated : Jan 8, 2023, 4:47 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতীতে বাংলাকে বঞ্চনার অভিযোগ থাকলেও তাৎপর্যপূর্ণভাবে এ বছর 26 জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেল বাংলা । বিহার বা ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলি এবার দিল্লির রাজপথ (বর্তমানে কর্তব্যপথ)-এর অনুষ্ঠানে ট্যাবলো প্রদর্শন থেকে বাদ পড়লেও তালিকায় রয়েছে এরাজ্যের নাম (Republic Day parade in Delhi)।

দু'বছর পর এবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদান করছে পশ্চিমবঙ্গ । 'নারী ক্ষমতায়ন' এই থিমকে সামনে রেখে এবার দেশের মানুষ ও বিদেশের রাষ্ট্রনেতা-কূটনীতিকদের কাছে গণতন্ত্র দিবসে বাংলার উপস্থাপন দুর্গাপুজো । বাংলার 'দুর্গাপুজো’-কে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র শিরোপা দিয়েছে ইউনেসকো (UNESCO) । এবছর দুর্গাপুজার সময়ে এই ইউনেসকোর এই স্বীকৃতিকে সম্মান জানিয়ে রাজ্যে পালিত হয়েছে দুর্গোৎসব (tableau of West Bengal will showcase Durga Puja) ৷

এবার রাজধানীর বুকে সেই দুর্গা পুজোকেই বাংলার থিম হিসাবে তুলে ধরবে রাজ্য সরকার । তথ্য বলছে, গত 30 ডিসেম্বর ‘ডিআরডিও’তে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকারকে ট্যাবলোর কাঠামো নির্মাণ বা ‘ফ্যাব্রিকেশনে’র নির্দেশ দিয়েছে । নির্দেশ পাওয়া মাত্র যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি ক্যান্টনমেন্টে শুরু হয়েছে রাজ্যের ট্যাবলো নির্মাণে ট্রাক এবং ট্রলার সাজিয়ে তোলার কাজ । রাজ্য প্রশাসনের একটি দল এই মুহূর্তে দিল্লিতে উদয়াস্ত সেই কাজের তদারকিতেই লেগে রয়েছে (Bengal Tableau in Republic Day Parade) ৷

আরও পড়ুন: নানান রঙে সেজেছে আকাশ ! আমেদাবাদে শুরু তেইশে'র আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

তবে প্রাথমিকভাবে এই ট্যাবলোকে ছাড়পত্র দেওয়া হলেও এখনই এই নিয়ে নিশ্চিত হতে পারছে না রাজ্য । প্রসঙ্গত ট্যাবলো নিয়ে দিল্লি ও রাজ্যের সংঘাতের যে অতীত অভিজ্ঞতা রয়েছে তাতে এখনই কিছু চূড়ান্ত বলে ধরা হচ্ছে না ৷ শেষ মুহূর্তে বাংলার জায়গায় অন্যকোনও রাজ্যকে এই ট্যাবলো প্রদর্শনের সুযোগ কেন্দ্র করে দিতে পারে, এমন আশঙ্কাও রাজ্য প্রশাসনের কেউ কেউ করছেন ৷

এর আগে দু'বার দেশের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজের তালিকা থেকে বাদ পড়েছিল বাংলার ট্যাবলো । গত বছর রাজ্য সরকার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজিকে নিয়ে ট্যাবলো প্রদর্শন করতে চাইলেও শেষমুহূর্তে তা বাতিল করা হয় ৷ যা নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি৷ তবে এবার, প্রজাতন্ত্র দিবসে জায়গা পেতে শুরু থেকেই তৎপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'টিম বেঙ্গল'। গত তিন মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও-তে দফায় দফায় বিশেষজ্ঞ কমিটির মুখোমুখি হয়েছেন দিল্লিস্থিত রাজ্যের প্রশাসনিক অধিকর্তারা । শুধু দিল্লিতে দৌত্য নয়, রাজ্যেও এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার ।

এবার উপস্থাপনের জন্য দুর্গাপুজোকে বেছে নেওয়া হলেও সেখানেও অনেক চমক থাকছে । সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্যাবলোতে দুর্গা প্রতিমা, ঢাকি, ধুনুচি নাচের মতো পুজোর নানা অনুষঙ্গ থাকবে । নাচ-গানে ফুটিয়ে তোলা হবে পুরোদস্তুর দুর্গাপুজোর আবহ । ট্যাবলোর মাঝখানে থাকবে দুর্গা প্রতিমা । থাকবে ঢাকি ও ধুনুচি নাচের মডেল । লালপাড় শাড়ি পরে শাঁখ বাজিয়ে মহিলাদের মাকে বরণের দৃশ্য ও সিঁদুর খেলার অনুষঙ্গও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 8 জানুয়ারি: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতীতে বাংলাকে বঞ্চনার অভিযোগ থাকলেও তাৎপর্যপূর্ণভাবে এ বছর 26 জানুয়ারির কুচকাওয়াজে জায়গা পেল বাংলা । বিহার বা ওড়িশার মতো পূর্ব ভারতের রাজ্যগুলি এবার দিল্লির রাজপথ (বর্তমানে কর্তব্যপথ)-এর অনুষ্ঠানে ট্যাবলো প্রদর্শন থেকে বাদ পড়লেও তালিকায় রয়েছে এরাজ্যের নাম (Republic Day parade in Delhi)।

দু'বছর পর এবার দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগদান করছে পশ্চিমবঙ্গ । 'নারী ক্ষমতায়ন' এই থিমকে সামনে রেখে এবার দেশের মানুষ ও বিদেশের রাষ্ট্রনেতা-কূটনীতিকদের কাছে গণতন্ত্র দিবসে বাংলার উপস্থাপন দুর্গাপুজো । বাংলার 'দুর্গাপুজো’-কে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র শিরোপা দিয়েছে ইউনেসকো (UNESCO) । এবছর দুর্গাপুজার সময়ে এই ইউনেসকোর এই স্বীকৃতিকে সম্মান জানিয়ে রাজ্যে পালিত হয়েছে দুর্গোৎসব (tableau of West Bengal will showcase Durga Puja) ৷

এবার রাজধানীর বুকে সেই দুর্গা পুজোকেই বাংলার থিম হিসাবে তুলে ধরবে রাজ্য সরকার । তথ্য বলছে, গত 30 ডিসেম্বর ‘ডিআরডিও’তে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকারকে ট্যাবলোর কাঠামো নির্মাণ বা ‘ফ্যাব্রিকেশনে’র নির্দেশ দিয়েছে । নির্দেশ পাওয়া মাত্র যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি ক্যান্টনমেন্টে শুরু হয়েছে রাজ্যের ট্যাবলো নির্মাণে ট্রাক এবং ট্রলার সাজিয়ে তোলার কাজ । রাজ্য প্রশাসনের একটি দল এই মুহূর্তে দিল্লিতে উদয়াস্ত সেই কাজের তদারকিতেই লেগে রয়েছে (Bengal Tableau in Republic Day Parade) ৷

আরও পড়ুন: নানান রঙে সেজেছে আকাশ ! আমেদাবাদে শুরু তেইশে'র আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

তবে প্রাথমিকভাবে এই ট্যাবলোকে ছাড়পত্র দেওয়া হলেও এখনই এই নিয়ে নিশ্চিত হতে পারছে না রাজ্য । প্রসঙ্গত ট্যাবলো নিয়ে দিল্লি ও রাজ্যের সংঘাতের যে অতীত অভিজ্ঞতা রয়েছে তাতে এখনই কিছু চূড়ান্ত বলে ধরা হচ্ছে না ৷ শেষ মুহূর্তে বাংলার জায়গায় অন্যকোনও রাজ্যকে এই ট্যাবলো প্রদর্শনের সুযোগ কেন্দ্র করে দিতে পারে, এমন আশঙ্কাও রাজ্য প্রশাসনের কেউ কেউ করছেন ৷

এর আগে দু'বার দেশের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজের তালিকা থেকে বাদ পড়েছিল বাংলার ট্যাবলো । গত বছর রাজ্য সরকার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজিকে নিয়ে ট্যাবলো প্রদর্শন করতে চাইলেও শেষমুহূর্তে তা বাতিল করা হয় ৷ যা নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি৷ তবে এবার, প্রজাতন্ত্র দিবসে জায়গা পেতে শুরু থেকেই তৎপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 'টিম বেঙ্গল'। গত তিন মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিআরডিও-তে দফায় দফায় বিশেষজ্ঞ কমিটির মুখোমুখি হয়েছেন দিল্লিস্থিত রাজ্যের প্রশাসনিক অধিকর্তারা । শুধু দিল্লিতে দৌত্য নয়, রাজ্যেও এই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার ।

এবার উপস্থাপনের জন্য দুর্গাপুজোকে বেছে নেওয়া হলেও সেখানেও অনেক চমক থাকছে । সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্যাবলোতে দুর্গা প্রতিমা, ঢাকি, ধুনুচি নাচের মতো পুজোর নানা অনুষঙ্গ থাকবে । নাচ-গানে ফুটিয়ে তোলা হবে পুরোদস্তুর দুর্গাপুজোর আবহ । ট্যাবলোর মাঝখানে থাকবে দুর্গা প্রতিমা । থাকবে ঢাকি ও ধুনুচি নাচের মডেল । লালপাড় শাড়ি পরে শাঁখ বাজিয়ে মহিলাদের মাকে বরণের দৃশ্য ও সিঁদুর খেলার অনুষঙ্গও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : Jan 8, 2023, 4:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.