কলকাতা, 21 নভেম্বর: তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) হারাতে নেতৃত্ব দিতে হবে মাতৃশক্তিকে ৷ সোমবার কলকাতায় বিজেপির মহিলা মোর্চার (BJP Mahila Morcha) কর্মসূচি থেকে এই বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে সোমবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha) ৷ সেই কর্মসূচিতে হাজির হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক ৷
সেখানে তিনি একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করেন ৷ শুভেন্দুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ক্ষতি করেছে মাতৃশক্তির ৷ কখনও ভাষায় আক্রমণ করেছে ৷ শারীরিক ভাবে আক্রমণ করেছে ৷
তাই তাঁর বার্তা, মাতৃশক্তিকে জাগতে হবে ৷ তৃণমূলকে হারাতে মাতৃশক্তিকে নেতৃত্ব দিতে হবে ৷ তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান দেয় না বলেও তিনি অভিযোগ করেন ৷ পাশাপাশি দাবি করেন, নারীদের যথাযথ সম্মান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, ‘‘নরেন্দ্র মোদির চোখে মাতৃশক্তি ঈশ্বরের প্রতিরূপ ৷ মাতৃশক্তিকে আমরা সবচেয়ে উপরে রাখি ৷’’
তৃণমূলকে হারানোর কথা বলতে গিয়ে তিনি নন্দীগ্রামে নিজের জয়ের প্রসঙ্গ টেনে আনেন ৷ তাঁর দাবি, তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়েছিলেন ৷ তাহলে বাংলাতে মহিলারা তৃণমূলকে হারাতে পারবেন ৷
একই সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের তরফে তাঁকে যে শোকজ করা হয়েছে, সেই প্রসঙ্গও তোলেন তিনি ৷ বিরোধী দলনেতার প্রশ্ন, বগটুই, হাঁসখালি, বাগুইআটির ঘটনার সময় শিশু সুরক্ষা কমিশন কোথায় ছিল ?
অন্যদিকে তিনি কলকাতা পুলিশকেও আক্রমণ করেন ৷ টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থী অরুণিমা পালকে কামড়ানো ইস্যুতে তাঁর অভিযোগ, কলকাতা পুলিশে একটা কামড়ানো বাহিনী তৈরি হয়েছে ৷ নবান্ন অভিযানের সময় এই বাহিনী তাঁকে ও লকেট চট্টোপাধ্যায়কে কামড়াতে গিয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন ৷
আরও পড়ুন: কলকাতা পুলিশ কামড়ানো বাহিনী তৈরি করেছে, কটাক্ষ শুভেন্দুর