ETV Bharat / state

Suvendu Adhikari: পুনর্নির্বাচন নিয়ে আদালত অবমাননা কমিশনের, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর - BJP

ফের রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশের অবমাননা করেছে কমিশন ৷ এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jul 10, 2023, 12:22 PM IST

কলকাতা, 10 জুলাই: পুনর্নির্বাচনের নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের রায় অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন, এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ সোমবার সকালে টুইট করে তিনি এই অভিযোগ করেছেন ৷ এই নিয়ে কমিশনের বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ: বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা ছিল যে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে ৷ আর সেই ক্যামেরায় বন্দি হওয়া সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে ৷ সেই যুক্তি দেখিয়ে বিজেপির তরফে অন্তত 6 হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয় ৷ কিন্তু কমিশন সেই দাবি নস্যাৎ করে মাত্র 696 বুথে ফের ভোট গ্রহণ করার ঘোষণা করেছে ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত ! নদিয়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী

বিরোধী দলনেতা টুইটে আরও লিখেছেন যে তাঁরা কমিশনের কাছে বলেছিলেন যে পুনর্নির্বাচনের ঘোষণা করার আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক ৷ যে বুথগুলিতে এমন গোলমালের ছবি সামনে এসেছে সেই বুথগুলিতে ফের ভোট নেওয়া হোক ৷ পাশাপাশি যেখানে ভোট শুরুর সময় বিজেপির এজেন্ট ছিল, অথচ শেষের সময় ছিল না, সিসিটিভি ফুটেজে থাকা এই তথ্য খতিয়ে দেখে, সেই বুথগুলিও পুনর্নির্বাচনের আওতায় আনা হোক ৷ সেই কারণেই বিজেপির তরফে ছ’হাজার বুথের তালিকা দেওয়া হয়েছিল পুনর্নির্বাচনের জন্য, যা কমিশন মানেনি ৷

  • Everyone knows that day before yesterday; i.e. on 8th July, 2023, what happened across the length & breadth of West Bengal, in the garb of so called Panchayat Elections.
    There was wide spread & unabated violence resulting in more than 20 deaths, while leaving hundreds injured;… pic.twitter.com/F7j7RThpJ4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদালতে যাওয়ার হুঁশিয়ারি: তাই কমিশনকে নিশানা করে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা এক ধরনের প্রতারণা ও কলকাতা হাইকোর্টের আদেশের ইচ্ছাকৃত অবমাননা করা হয়েছে । আগামিকাল, মঙ্গলবার তাঁর তরফে আইনজীবীরা আদালতে সমস্ত প্রাসঙ্গিক নথি ও প্রমাণ জমা দেবেন । একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘আমরা রাজ্য নির্বাচন কমিশনকে প্রকাশ্যে ডাকাতি করতে দেব না ।’’

ভোট-সন্ত্রাসের অভিযোগ শুভেন্দুর: ওই টুইটে ভোটের দিন সন্ত্রাস হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, এই হিংসায় 20 জনের বেশি লোক মারা গিয়েছেন ৷ কয়েকশো মানুষ আহত ৷ বুথে বোমা মারা হয়েছে ৷ হাজার হাজার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বুথ দখল করে ভোটে রিগিং করেছে৷ ছাপ্পা ভোট দিতে পোলিং অফিসারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় ৷ পুলিশ কোথাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ আবার কোথাও তৃণমূলকে ভোট লুঠ করতে সাহায্য করেছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে হিংসার জন্য দায়ী মমতা, কমিশনের দফতরের বাইরে আক্রমণাত্মক শুভেন্দু

কলকাতা, 10 জুলাই: পুনর্নির্বাচনের নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের রায় অমান্য করেছে রাজ্য নির্বাচন কমিশন, এমনই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ সোমবার সকালে টুইট করে তিনি এই অভিযোগ করেছেন ৷ এই নিয়ে কমিশনের বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ: বিরোধী দলনেতা অভিযোগ করেছেন যে কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা ছিল যে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে ৷ আর সেই ক্যামেরায় বন্দি হওয়া সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে ৷ সেই যুক্তি দেখিয়ে বিজেপির তরফে অন্তত 6 হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয় ৷ কিন্তু কমিশন সেই দাবি নস্যাৎ করে মাত্র 696 বুথে ফের ভোট গ্রহণ করার ঘোষণা করেছে ৷

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত ! নদিয়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী

বিরোধী দলনেতা টুইটে আরও লিখেছেন যে তাঁরা কমিশনের কাছে বলেছিলেন যে পুনর্নির্বাচনের ঘোষণা করার আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক ৷ যে বুথগুলিতে এমন গোলমালের ছবি সামনে এসেছে সেই বুথগুলিতে ফের ভোট নেওয়া হোক ৷ পাশাপাশি যেখানে ভোট শুরুর সময় বিজেপির এজেন্ট ছিল, অথচ শেষের সময় ছিল না, সিসিটিভি ফুটেজে থাকা এই তথ্য খতিয়ে দেখে, সেই বুথগুলিও পুনর্নির্বাচনের আওতায় আনা হোক ৷ সেই কারণেই বিজেপির তরফে ছ’হাজার বুথের তালিকা দেওয়া হয়েছিল পুনর্নির্বাচনের জন্য, যা কমিশন মানেনি ৷

  • Everyone knows that day before yesterday; i.e. on 8th July, 2023, what happened across the length & breadth of West Bengal, in the garb of so called Panchayat Elections.
    There was wide spread & unabated violence resulting in more than 20 deaths, while leaving hundreds injured;… pic.twitter.com/F7j7RThpJ4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদালতে যাওয়ার হুঁশিয়ারি: তাই কমিশনকে নিশানা করে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটা এক ধরনের প্রতারণা ও কলকাতা হাইকোর্টের আদেশের ইচ্ছাকৃত অবমাননা করা হয়েছে । আগামিকাল, মঙ্গলবার তাঁর তরফে আইনজীবীরা আদালতে সমস্ত প্রাসঙ্গিক নথি ও প্রমাণ জমা দেবেন । একই সঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘আমরা রাজ্য নির্বাচন কমিশনকে প্রকাশ্যে ডাকাতি করতে দেব না ।’’

ভোট-সন্ত্রাসের অভিযোগ শুভেন্দুর: ওই টুইটে ভোটের দিন সন্ত্রাস হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, এই হিংসায় 20 জনের বেশি লোক মারা গিয়েছেন ৷ কয়েকশো মানুষ আহত ৷ বুথে বোমা মারা হয়েছে ৷ হাজার হাজার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বুথ দখল করে ভোটে রিগিং করেছে৷ ছাপ্পা ভোট দিতে পোলিং অফিসারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় ৷ পুলিশ কোথাও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ৷ আবার কোথাও তৃণমূলকে ভোট লুঠ করতে সাহায্য করেছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে হিংসার জন্য দায়ী মমতা, কমিশনের দফতরের বাইরে আক্রমণাত্মক শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.