ETV Bharat / state

Suvendu slams TMC: রাজতন্ত্র চলছে ! নাম না-করে অভিষেককে একহাত শুভেন্দুর - নাম না করে অভিষেককে একহাত শুভেন্দুর

একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন শুভেন্দু অধিকারী । জব কার্ডে অনিয়ম থেকে শুরু করে অভিষেকের সভা, বাদ গেল না কিছুই (Suvendu Adhikari slams WB State Govt) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 28, 2023, 11:10 PM IST

নাম না-করে অভিষেককে একহাত শুভেন্দুর

কলকাতা, 28 জানুয়ারি: 42 জন সাংসদের মধ্যে একজন সাধারণ সাংসদের জন্য আজ জেলাশাসক যেভাবে সভার আয়োজন করেছেন, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভাটি ছিল সেই সম্বন্ধে নাম না করে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams WB State Govt)।

শনিবার মারোয়ারি সদনে উত্তর কলকাতা জেলার সাংগঠনিক বৈঠকে এসে একাধিক বিষয় শাসকদলকে একহাত নিলেন বিরোধী দলনেতা । তিনি বলেন, "আজ দক্ষিণ 24 পরগনায় জেলাশাসকদের যেভাবে সভা হল, এভাবে সভা করতে পারেন না । মনে হচ্ছে পশ্চিমবঙ্গে রাজতন্ত্র শুরু হয়ে গিয়েছে । আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছি । বাকি 41 জন সাংসদের ক্ষেত্রেও এক ব্যবস্থা হবে তো ? বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হওয়ার সময় তিনি সেফ প্যাসেজে দিল্লি ছিলেন । তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর এই রাজ্যে এসেছেন । ওনার এমবিএ ডিগ্রিটাও ভুয়ো । আজকে ওনার সভাটা তো পুরো শুভেন্দুময় ছিল । পিসিও একই করে । এসব আমি বেশ উপভোগ করি । ওর কথার কোনও উত্তর দেব না । ও যার আলোয় আলোকিত আমি তাঁকে হারিয়েছি ।"

তিনি আরও বলেন, "বগটুই কাণ্ডে উনি 5 কেনও, 50 লক্ষ টাকা দিন । কিন্তু নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্সের আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হল না কেন ? কিন্তু আপনার পিসি যাওয়ার আগেই আমি গিয়েছি । মিড-ডে মিলের টাকা বিডিওর ব্যাংক অ্যাকাউন্টে পরে থাকে । তার সুদে সরকারের বিভিন্ন কাজ হয় । উনি ফাইন্যান্স ডিসিপ্লিন ব্রেক করেছেন । উচ্চ মাধ্যমিক পাশ, অর্ধশিক্ষিত তাই আজ আমার বগটুই নিয়ে টুইট দেখে ঠিক বুঝতে পারেনি । মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে টাকা দিন ।"

একাধিক বিষয়ে রাজ্যকে বিঁধলেন: শুভেন্দু বলেন, "80 লক্ষ জব কার্ডের আধারের সঙ্গে কেন লিংক করা হল না ? এরা কি ভুয়ো ? আগে লিংক করুন । 2700 কোটির ডিমান্ড পড়ে । সরকার বলেছে লিংক হলে দিয়ে দেবে । এই ভুয়ো টাকা গেল কই ? ফেক জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া যাবে না ।" আবাস যোজনার ক্ষেত্রে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে বাড়ি করে দিন । আমরা বাধা দেব না । উনি কতগুলো মিথ্যে কথা বলেছেন ।"

প্রজাতন্ত্র দিবস বিতর্ক: শুভেন্দু বলেন, "রাজ্যের বিরোধী দলের নেতাদের ডাকা হয়নি । আমাকে শর্তসাপেক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে । আমাকে বলা হয়েছে, ফোন বন্ধ রাখতে হবে । ব্যাগ নেওয়া যাবে না । অনাস্থা শুরুর আধঘণ্টা আগে পৌঁছতে হবে । কোনও জেলাযর বিজেপি এমপি বা এমএলএ'কে ডাকা হয়নি ।"

আরও পড়ুন: কেন মিড-ডে মিলের টাকায় আর্থিক সাহায্যে ? বগটুই নিয়ে প্রশ্ন লকেটের

রাজ্যপালের হাতেখড়ি: "জগদীপ ধনকর যাওয়ার পর রাজ্যপালের সচিবালয় মুখ্যমন্ত্রী তাঁর ইচ্ছা মতো সাজিয়েছেন । নন্দিনী চক্রবর্তী যা লিখে দিচ্ছেন, সরল বিশ্বাসে রাজ্যপাল পাঠ করেছেন ।"

বিনয় মিশ্রের সঙ্গে ফোন বিতর্ক: তিনি বলেন, "আমার ফোনে কোনও ফোন আসেনি । আসলে তো বলতে পারব । ওনার অনেক টাকা । তাহলে বলতে হয় উনি মিমিক আর্টিস্ট ভাড়া করে হয়তো আমার গলা নকল করে কথা বলিয়েছেন । আমি যদি আমার ফোন থেকে কথা বলে থাকি তাহলে দু'টো নম্বরই প্রকাশ করে উনি বলুন । কোন নম্বর থেকে অন্য কাকে দিয়ে ভাইপো এসব করিয়েছেন তার দায় আমি নেব না ।"

মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা: শুভেন্দু বলেন, "হরিকৃষ্ণ দ্বিবেদীর সময় শেষ হয়ে আসছে । শেষ হলে আমি কেন্দ্রকে জানাব, তারপর মামলা করব । আর শুধু হরেকৃষ্ণ দ্বিবেদী নন, অন্যান্য আইএএস, আইপিএস যারা ভাড়াবাড়ির টাকা নেন । তাদের নামও টুইট করে জানাব ।"

নাম না-করে অভিষেককে একহাত শুভেন্দুর

কলকাতা, 28 জানুয়ারি: 42 জন সাংসদের মধ্যে একজন সাধারণ সাংসদের জন্য আজ জেলাশাসক যেভাবে সভার আয়োজন করেছেন, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভাটি ছিল সেই সম্বন্ধে নাম না করে এভাবেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams WB State Govt)।

শনিবার মারোয়ারি সদনে উত্তর কলকাতা জেলার সাংগঠনিক বৈঠকে এসে একাধিক বিষয় শাসকদলকে একহাত নিলেন বিরোধী দলনেতা । তিনি বলেন, "আজ দক্ষিণ 24 পরগনায় জেলাশাসকদের যেভাবে সভা হল, এভাবে সভা করতে পারেন না । মনে হচ্ছে পশ্চিমবঙ্গে রাজতন্ত্র শুরু হয়ে গিয়েছে । আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছি । বাকি 41 জন সাংসদের ক্ষেত্রেও এক ব্যবস্থা হবে তো ? বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস আক্রান্ত হওয়ার সময় তিনি সেফ প্যাসেজে দিল্লি ছিলেন । তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর এই রাজ্যে এসেছেন । ওনার এমবিএ ডিগ্রিটাও ভুয়ো । আজকে ওনার সভাটা তো পুরো শুভেন্দুময় ছিল । পিসিও একই করে । এসব আমি বেশ উপভোগ করি । ওর কথার কোনও উত্তর দেব না । ও যার আলোয় আলোকিত আমি তাঁকে হারিয়েছি ।"

তিনি আরও বলেন, "বগটুই কাণ্ডে উনি 5 কেনও, 50 লক্ষ টাকা দিন । কিন্তু নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্সের আক্রান্তদের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হল না কেন ? কিন্তু আপনার পিসি যাওয়ার আগেই আমি গিয়েছি । মিড-ডে মিলের টাকা বিডিওর ব্যাংক অ্যাকাউন্টে পরে থাকে । তার সুদে সরকারের বিভিন্ন কাজ হয় । উনি ফাইন্যান্স ডিসিপ্লিন ব্রেক করেছেন । উচ্চ মাধ্যমিক পাশ, অর্ধশিক্ষিত তাই আজ আমার বগটুই নিয়ে টুইট দেখে ঠিক বুঝতে পারেনি । মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে টাকা দিন ।"

একাধিক বিষয়ে রাজ্যকে বিঁধলেন: শুভেন্দু বলেন, "80 লক্ষ জব কার্ডের আধারের সঙ্গে কেন লিংক করা হল না ? এরা কি ভুয়ো ? আগে লিংক করুন । 2700 কোটির ডিমান্ড পড়ে । সরকার বলেছে লিংক হলে দিয়ে দেবে । এই ভুয়ো টাকা গেল কই ? ফেক জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া যাবে না ।" আবাস যোজনার ক্ষেত্রে শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে বাড়ি করে দিন । আমরা বাধা দেব না । উনি কতগুলো মিথ্যে কথা বলেছেন ।"

প্রজাতন্ত্র দিবস বিতর্ক: শুভেন্দু বলেন, "রাজ্যের বিরোধী দলের নেতাদের ডাকা হয়নি । আমাকে শর্তসাপেক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে । আমাকে বলা হয়েছে, ফোন বন্ধ রাখতে হবে । ব্যাগ নেওয়া যাবে না । অনাস্থা শুরুর আধঘণ্টা আগে পৌঁছতে হবে । কোনও জেলাযর বিজেপি এমপি বা এমএলএ'কে ডাকা হয়নি ।"

আরও পড়ুন: কেন মিড-ডে মিলের টাকায় আর্থিক সাহায্যে ? বগটুই নিয়ে প্রশ্ন লকেটের

রাজ্যপালের হাতেখড়ি: "জগদীপ ধনকর যাওয়ার পর রাজ্যপালের সচিবালয় মুখ্যমন্ত্রী তাঁর ইচ্ছা মতো সাজিয়েছেন । নন্দিনী চক্রবর্তী যা লিখে দিচ্ছেন, সরল বিশ্বাসে রাজ্যপাল পাঠ করেছেন ।"

বিনয় মিশ্রের সঙ্গে ফোন বিতর্ক: তিনি বলেন, "আমার ফোনে কোনও ফোন আসেনি । আসলে তো বলতে পারব । ওনার অনেক টাকা । তাহলে বলতে হয় উনি মিমিক আর্টিস্ট ভাড়া করে হয়তো আমার গলা নকল করে কথা বলিয়েছেন । আমি যদি আমার ফোন থেকে কথা বলে থাকি তাহলে দু'টো নম্বরই প্রকাশ করে উনি বলুন । কোন নম্বর থেকে অন্য কাকে দিয়ে ভাইপো এসব করিয়েছেন তার দায় আমি নেব না ।"

মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা: শুভেন্দু বলেন, "হরিকৃষ্ণ দ্বিবেদীর সময় শেষ হয়ে আসছে । শেষ হলে আমি কেন্দ্রকে জানাব, তারপর মামলা করব । আর শুধু হরেকৃষ্ণ দ্বিবেদী নন, অন্যান্য আইএএস, আইপিএস যারা ভাড়াবাড়ির টাকা নেন । তাদের নামও টুইট করে জানাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.