কলকাতা, 7 নভেম্বর: ফের একবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) পাশে দাঁড়ালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁদের আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করে কলকাতা পুলিশ (Kolkata Police) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার দোহাই দিয়ে কেন ন্য়ায্য চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে বসতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ সমালোচনার একই সুর শোনা গিয়েছে তাঁর দলীয় সহকর্মী সজল ঘোষের গলাতেও ৷
উল্লেখ্য, সোমবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কারণেই রবিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (শিক্ষক পদে) কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, সোমবার বিক্ষোভকারীরা যেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় না বসেন ৷ তাতে শহিদ মিনার ও সংলগ্ন এলাকার আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে !
-
This order of @KolkataPolice to the unemployed deserving candidates holding sit in demonstration for their legitimate demand is an attempt to manage the 'optics'.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
"Lady Kim" would be visiting an adjacent area tomorrow. Protests won't look good.
"Law & order reason" is lame excuse pic.twitter.com/PLa7FoUsxG
">This order of @KolkataPolice to the unemployed deserving candidates holding sit in demonstration for their legitimate demand is an attempt to manage the 'optics'.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2022
"Lady Kim" would be visiting an adjacent area tomorrow. Protests won't look good.
"Law & order reason" is lame excuse pic.twitter.com/PLa7FoUsxGThis order of @KolkataPolice to the unemployed deserving candidates holding sit in demonstration for their legitimate demand is an attempt to manage the 'optics'.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2022
"Lady Kim" would be visiting an adjacent area tomorrow. Protests won't look good.
"Law & order reason" is lame excuse pic.twitter.com/PLa7FoUsxG
আরও পড়ুন: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের
কলকাতা পুলিশের এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ রবিবার পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট নির্দেশটি আসার পরই এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে কলকাতা পুলিশের নির্দেশিকাটির ছবি তুলে ধরেন শুভেন্দু ৷ সেইসঙ্গে লেখেন, "দৃষ্টি নান্দনিকতা বজায় রাখতেই কলকাতা পুলিশ যোগ্য চাকরিপ্রার্থীদের এই নির্দেশ দিয়েছে ৷ এই চাকরিপ্রার্থীরা তাঁদের বৈধ দাবি আদায়ের জন্য অবস্থান বিক্ষোভ করছেন ৷ আগামিকাল সংলগ্ন এলাকায় 'লেডি কিম' আসবেন ৷ সেখানে ধর্না হলে ভালো দেখাবে না ৷ আইন-শৃঙ্খলা রক্ষার যুক্তি ফালতু অজুহাত ৷"
প্রসঙ্গত, এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'লেডি কিম' বলে সম্বোধন করেছেন শুভেন্দু অধিকারী ৷ এমনকী, বাংলার মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷ কলকাতা পুলিশের উপরোক্ত নির্দেশটির প্রেক্ষিতে আবারও একইভাবে তৃণমূল সুপ্রিমোর সমালোচনা করলেন তিনি ৷
অন্যদিকে, শুভেন্দুর দলীয় সহকর্মী সজল ঘোষ মনে করেন, কলকাতা পুলিশের এই পদক্ষেপ নির্লজ্জ ৷ সজল বলেন, "এই রাজ্যে যাঁরা চোর, তাঁদের বাঘ বলে সম্বোধন করা হয় ৷ আর যাঁরা শিক্ষিত, বৈধ চাকরিপ্রার্থী, তাঁরা রাস্তায় বসে ধর্না দিলে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়া হয় ৷ এত জায়গায় এত সমালোচনা হচ্ছে, তবু এদের হুঁশ নেই ৷ এই সরকারের গায়ে গন্ডারের চামড়া ৷"
প্রশ্ন উঠছে, নিরস্ত্র চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের জেরে কীভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে ! এ নিয়ে প্রশ্ন করা হলে সজল বলেন, "বর্তমান পরিস্থিতির নগ্ন চেহারা ঢাকতেই চাকরিপ্রার্থীদের ধর্নায় বসতে বারণ করা হয়েছে ৷ তাঁদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন পুলিশের এই নির্দেশ না মানেন ৷ এই সরকারের অবস্থা হয়েছে আমির খানের একটি ছবির পোস্টারের মতো ৷ সেই পোস্টারে রেডিয়ো দিয়ে লজ্জা আড়াল করেছিলেন আমির ৷ আর এখানে চাকরিপ্রার্থীদের আড়াল করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সরকার ৷ তবে এভাবে কতদিন চলবে !"
প্রসঙ্গত, এর আগেও রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের সময় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেবারও এ নিয়ে সমালোচনা হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷