ETV Bharat / state

Suvendu Adhikari: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

author img

By

Published : Nov 7, 2022, 2:31 PM IST

শহিদ মিনার চত্বরে আয়োজিত হতে চলা সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতির কারণে সোমবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ পুলিশের এই আচরণের বিরোধিতায় সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সুর শোনা গেল সজল ঘোষের গলাতেও ৷

Suvendu Adhikari slams Kolkata Police to support TET Agitation
Suvendu Adhikari: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন শুভেন্দুর

কলকাতা, 7 নভেম্বর: ফের একবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) পাশে দাঁড়ালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁদের আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করে কলকাতা পুলিশ (Kolkata Police) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার দোহাই দিয়ে কেন ন্য়ায্য চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে বসতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ সমালোচনার একই সুর শোনা গিয়েছে তাঁর দলীয় সহকর্মী সজল ঘোষের গলাতেও ৷

উল্লেখ্য, সোমবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কারণেই রবিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (শিক্ষক পদে) কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, সোমবার বিক্ষোভকারীরা যেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় না বসেন ৷ তাতে শহিদ মিনার ও সংলগ্ন এলাকার আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে !

  • This order of @KolkataPolice to the unemployed deserving candidates holding sit in demonstration for their legitimate demand is an attempt to manage the 'optics'.
    "Lady Kim" would be visiting an adjacent area tomorrow. Protests won't look good.
    "Law & order reason" is lame excuse pic.twitter.com/PLa7FoUsxG

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের

কলকাতা পুলিশের এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ রবিবার পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট নির্দেশটি আসার পরই এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে কলকাতা পুলিশের নির্দেশিকাটির ছবি তুলে ধরেন শুভেন্দু ৷ সেইসঙ্গে লেখেন, "দৃষ্টি নান্দনিকতা বজায় রাখতেই কলকাতা পুলিশ যোগ্য চাকরিপ্রার্থীদের এই নির্দেশ দিয়েছে ৷ এই চাকরিপ্রার্থীরা তাঁদের বৈধ দাবি আদায়ের জন্য অবস্থান বিক্ষোভ করছেন ৷ আগামিকাল সংলগ্ন এলাকায় 'লেডি কিম' আসবেন ৷ সেখানে ধর্না হলে ভালো দেখাবে না ৷ আইন-শৃঙ্খলা রক্ষার যুক্তি ফালতু অজুহাত ৷"

প্রসঙ্গত, এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'লেডি কিম' বলে সম্বোধন করেছেন শুভেন্দু অধিকারী ৷ এমনকী, বাংলার মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷ কলকাতা পুলিশের উপরোক্ত নির্দেশটির প্রেক্ষিতে আবারও একইভাবে তৃণমূল সুপ্রিমোর সমালোচনা করলেন তিনি ৷

অন্যদিকে, শুভেন্দুর দলীয় সহকর্মী সজল ঘোষ মনে করেন, কলকাতা পুলিশের এই পদক্ষেপ নির্লজ্জ ৷ সজল বলেন, "এই রাজ্যে যাঁরা চোর, তাঁদের বাঘ বলে সম্বোধন করা হয় ৷ আর যাঁরা শিক্ষিত, বৈধ চাকরিপ্রার্থী, তাঁরা রাস্তায় বসে ধর্না দিলে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়া হয় ৷ এত জায়গায় এত সমালোচনা হচ্ছে, তবু এদের হুঁশ নেই ৷ এই সরকারের গায়ে গন্ডারের চামড়া ৷"

প্রশ্ন উঠছে, নিরস্ত্র চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের জেরে কীভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে ! এ নিয়ে প্রশ্ন করা হলে সজল বলেন, "বর্তমান পরিস্থিতির নগ্ন চেহারা ঢাকতেই চাকরিপ্রার্থীদের ধর্নায় বসতে বারণ করা হয়েছে ৷ তাঁদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন পুলিশের এই নির্দেশ না মানেন ৷ এই সরকারের অবস্থা হয়েছে আমির খানের একটি ছবির পোস্টারের মতো ৷ সেই পোস্টারে রেডিয়ো দিয়ে লজ্জা আড়াল করেছিলেন আমির ৷ আর এখানে চাকরিপ্রার্থীদের আড়াল করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সরকার ৷ তবে এভাবে কতদিন চলবে !"

প্রসঙ্গত, এর আগেও রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের সময় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেবারও এ নিয়ে সমালোচনা হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷

কলকাতা, 7 নভেম্বর: ফের একবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) পাশে দাঁড়ালেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁদের আন্দোলনের অধিকারের পক্ষে সওয়াল করে কলকাতা পুলিশ (Kolkata Police) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনায় সরব হলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার দোহাই দিয়ে কেন ন্য়ায্য চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে বসতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু ৷ সমালোচনার একই সুর শোনা গিয়েছে তাঁর দলীয় সহকর্মী সজল ঘোষের গলাতেও ৷

উল্লেখ্য, সোমবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনার চত্বরে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কারণেই রবিবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (শিক্ষক পদে) কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা পাঠানো হয় ৷ তাতে বলা হয়েছে, সোমবার বিক্ষোভকারীরা যেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় না বসেন ৷ তাতে শহিদ মিনার ও সংলগ্ন এলাকার আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে !

  • This order of @KolkataPolice to the unemployed deserving candidates holding sit in demonstration for their legitimate demand is an attempt to manage the 'optics'.
    "Lady Kim" would be visiting an adjacent area tomorrow. Protests won't look good.
    "Law & order reason" is lame excuse pic.twitter.com/PLa7FoUsxG

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় নিষেধ, নির্দেশ মেনেও ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের

কলকাতা পুলিশের এই অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ রবিবার পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট নির্দেশটি আসার পরই এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে কলকাতা পুলিশের নির্দেশিকাটির ছবি তুলে ধরেন শুভেন্দু ৷ সেইসঙ্গে লেখেন, "দৃষ্টি নান্দনিকতা বজায় রাখতেই কলকাতা পুলিশ যোগ্য চাকরিপ্রার্থীদের এই নির্দেশ দিয়েছে ৷ এই চাকরিপ্রার্থীরা তাঁদের বৈধ দাবি আদায়ের জন্য অবস্থান বিক্ষোভ করছেন ৷ আগামিকাল সংলগ্ন এলাকায় 'লেডি কিম' আসবেন ৷ সেখানে ধর্না হলে ভালো দেখাবে না ৷ আইন-শৃঙ্খলা রক্ষার যুক্তি ফালতু অজুহাত ৷"

প্রসঙ্গত, এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'লেডি কিম' বলে সম্বোধন করেছেন শুভেন্দু অধিকারী ৷ এমনকী, বাংলার মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷ কলকাতা পুলিশের উপরোক্ত নির্দেশটির প্রেক্ষিতে আবারও একইভাবে তৃণমূল সুপ্রিমোর সমালোচনা করলেন তিনি ৷

অন্যদিকে, শুভেন্দুর দলীয় সহকর্মী সজল ঘোষ মনে করেন, কলকাতা পুলিশের এই পদক্ষেপ নির্লজ্জ ৷ সজল বলেন, "এই রাজ্যে যাঁরা চোর, তাঁদের বাঘ বলে সম্বোধন করা হয় ৷ আর যাঁরা শিক্ষিত, বৈধ চাকরিপ্রার্থী, তাঁরা রাস্তায় বসে ধর্না দিলে পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়া হয় ৷ এত জায়গায় এত সমালোচনা হচ্ছে, তবু এদের হুঁশ নেই ৷ এই সরকারের গায়ে গন্ডারের চামড়া ৷"

প্রশ্ন উঠছে, নিরস্ত্র চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানের জেরে কীভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে ! এ নিয়ে প্রশ্ন করা হলে সজল বলেন, "বর্তমান পরিস্থিতির নগ্ন চেহারা ঢাকতেই চাকরিপ্রার্থীদের ধর্নায় বসতে বারণ করা হয়েছে ৷ তাঁদের কাছে আমার অনুরোধ, তাঁরা যেন পুলিশের এই নির্দেশ না মানেন ৷ এই সরকারের অবস্থা হয়েছে আমির খানের একটি ছবির পোস্টারের মতো ৷ সেই পোস্টারে রেডিয়ো দিয়ে লজ্জা আড়াল করেছিলেন আমির ৷ আর এখানে চাকরিপ্রার্থীদের আড়াল করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সরকার ৷ তবে এভাবে কতদিন চলবে !"

প্রসঙ্গত, এর আগেও রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের সময় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেবারও এ নিয়ে সমালোচনা হয় ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.