কলকাতা, 3 নভেম্বর: রাজ্যের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং তা ভেঙে পড়েছে ৷ শুক্রবার এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিন তিনি আরও বলেন,"গত 12 বছরে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর অপদার্থই কারণ।" কেন্দ্রের আয়ুষ্মান ভারত এই রাজ্যে কেন চালু হবে না ? এই প্রশ্ন তুলে শুভেন্দুর কটাক্ষ," শিক্ষা আগেই গিয়েছে জেলে, খাদ্য এখন গেল, এইবার স্বাস্থ্য যাবে জেলে।"
শুভেন্দু অধিকারী এদিন আরও জানান, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতাল-সহ তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে রাজ্যের 10 কোটি মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবেন ৷ এই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রক্ষা করুন ৷ এদিন ছত্তিশগড়ে দলীয় কর্মসূচিতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এদিন শুভেন্দু দাবি করেন, অন্যান্য দুর্নীতির মত স্বাস্থ্য দুর্নীতিও আগামী দিনে একটা বড় ইস্যু হবে এই রাজ্যে । তাঁর কথায়, নিয়োগ থেকে শুরু করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করা, করোনার সময় থেকে এখনও অনেক দুর্নীতি হয়েছে । এই দুর্নীতির সঙ্গে সরকারি আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীও যুক্ত রয়েছেন। শুভেন্দুর কথায়, "উনি আয়ুষ্মান ভারতের বিরোধিতার করে বলেছিলেন বেসরকারি হাসপাতালগুলিতেও এই কার্ড চলবে ৷ সম্প্রতি স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে বেশকিছু রোগের চিকিৎসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । এর জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দায়ী । এই দফতরের দিকে ওনার নজর নেই। তিনি দুর্নীতিকে আরও বাড়তে দিয়েছেন। হাসপাতালগুলি দালালে ভরে গিয়েছে । আর পিজি হাসপাতাল কারা নিয়ন্ত্রণ করে সেটা সবাই জানে। ভরতির তালিকা অন্য জায়গা থেকে আসে । মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের এক বিধায়ক কুকুরের ডায়েলিসিস করিয়েছেন সেখানে । এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।"
আরও পড়ুন: বৃহত্তর স্বার্থে 'ইন্ডিয়া' জোট, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নয়: ইয়েচুরি
শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, শুধু এই ক্ষেত্রেই নয় যাদের এমবিবিএস পাশ করানো হয়েছে সেখানেও দুর্নীতি হয়েছে । একাধিক মন্ত্রীর পুত্র এবং কন্যাকে বেআইনি ভাবে ঢোকানো হয়েছে মেডিক্যাল কলেজগুলিতে।