ETV Bharat / state

22 জানুয়ারি মমতার 'সম্প্রীতি মিছিল' আটকাতে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু - শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ৷ সেদিন পশ্চিমবঙ্গে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় জেলায় মিছিল করবে তৃণমূল কংগ্রেস ৷ কলকাতায় মূল মিছিলে হাঁটবেন মমতা ৷ সেই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 12:08 PM IST

Updated : Jan 17, 2024, 12:27 PM IST

কলকাতা, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকানোর জন্য আদালতের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি ৷ সেই কারণেই কলকাতা হাইকোর্টের কাছে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেন । তাঁকে মামলা দায়ের করার অনুমতিও দেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ । মামলায় যুক্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকেও । আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

রামমন্দিরের উদ্বোধন হবে আগামী 22 জানুয়ারি ৷ সেই দিন রাজ্যে সম্প্রীতি মিছিল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদনও করেছেন বিরোধী দলনেতা । পাশাপাশি সেদিন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বলেও আবেদন করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে ।

মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে মমতা জানান, আগামী 22 জানুয়ারি কলকাতায় তিনি সম্প্রীতি মিছিলে হাঁটবেন ৷ সেই মিছিল শুরু হবে কলকাতার হাজরা মোড় থেকে ৷ শেষ হবে পার্ক সার্কাসে ৷ তার পর সেখানে সভা করবেন মমতা ৷ তিনি জানিয়েছেন যে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন৷ তার পর মিছিলে হাঁটা শুরু করবেন ৷ পাশাপাশি রাজ্যজুড়েও এই সম্প্রীতি মিছিল হবে বলে তিনি জানিয়েছেন ৷ সেদিন দুপুর 3টের সময় এই মিছিল শুরু হবে ৷

সেদিনই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু মমতা মঙ্গলবারই দাবি করেছিলেন যে সেই উদ্বোধনের সঙ্গে এই সম্প্রীতি মিছিলের কোনও সম্পর্ক নেই ৷ যদিও মঙ্গলবারই বিজেপির তরফে মমতার এই পদক্ষেপের সমালোচনা করা হয়েছিল ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি অভিযোগ করেন যে হিংসায় ইন্ধন দিতেই এই মিছিলের ডাক দিয়েছেন মমতা ৷

বুধবার দেখা গেল যে এই নিয়ে সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলেনেতা৷ এখন দেখার এই নিয়ে আদালত কী বলে !

আরও পড়ুন:

  1. 'সম্প্রীতি' নষ্ট করতেই মিছিলের ডাক মমতার, কটাক্ষ শুভেন্দুর
  2. রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার
  3. হিংসায় ইন্ধন দিতেই রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিল, দাবি অমিত মালব্যর

কলকাতা, 17 জানুয়ারি: আগামী 22 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল আটকানোর জন্য আদালতের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তিনি ৷ সেই কারণেই কলকাতা হাইকোর্টের কাছে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেন । তাঁকে মামলা দায়ের করার অনুমতিও দেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ । মামলায় যুক্ত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকেও । আগামিকাল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

রামমন্দিরের উদ্বোধন হবে আগামী 22 জানুয়ারি ৷ সেই দিন রাজ্যে সম্প্রীতি মিছিল করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিল পিছিয়ে দেওয়ার আবেদনও করেছেন বিরোধী দলনেতা । পাশাপাশি সেদিন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বলেও আবেদন করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে ।

মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সাংবাদিক বৈঠক থেকে মমতা জানান, আগামী 22 জানুয়ারি কলকাতায় তিনি সম্প্রীতি মিছিলে হাঁটবেন ৷ সেই মিছিল শুরু হবে কলকাতার হাজরা মোড় থেকে ৷ শেষ হবে পার্ক সার্কাসে ৷ তার পর সেখানে সভা করবেন মমতা ৷ তিনি জানিয়েছেন যে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দেবেন৷ তার পর মিছিলে হাঁটা শুরু করবেন ৷ পাশাপাশি রাজ্যজুড়েও এই সম্প্রীতি মিছিল হবে বলে তিনি জানিয়েছেন ৷ সেদিন দুপুর 3টের সময় এই মিছিল শুরু হবে ৷

সেদিনই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু মমতা মঙ্গলবারই দাবি করেছিলেন যে সেই উদ্বোধনের সঙ্গে এই সম্প্রীতি মিছিলের কোনও সম্পর্ক নেই ৷ যদিও মঙ্গলবারই বিজেপির তরফে মমতার এই পদক্ষেপের সমালোচনা করা হয়েছিল ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি অভিযোগ করেন যে হিংসায় ইন্ধন দিতেই এই মিছিলের ডাক দিয়েছেন মমতা ৷

বুধবার দেখা গেল যে এই নিয়ে সোজা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলেনেতা৷ এখন দেখার এই নিয়ে আদালত কী বলে !

আরও পড়ুন:

  1. 'সম্প্রীতি' নষ্ট করতেই মিছিলের ডাক মমতার, কটাক্ষ শুভেন্দুর
  2. রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক মমতার
  3. হিংসায় ইন্ধন দিতেই রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিল, দাবি অমিত মালব্যর
Last Updated : Jan 17, 2024, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.