ETV Bharat / state

Panchayat Elections 2023: বাড়ানো হোক দফা, 2013 মডেলে পঞ্চায়েত নির্বাচনের দাবি শুভেন্দুর

দফা বাড়িয়ে পঞ্চায়েত নির্বাচন করা হোক 2013 সালের মডেলে ৷ এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jun 23, 2023, 8:12 PM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

কলকাতা, 23 জুন: 2013-এর মডেল অনুসরণ করে এইবারের পঞ্চায়েত নির্বাচন করা হোক এবং এক দফায় নয়, দফা বাড়িয়ে নির্বাচন করা হোক ৷ শুক্রবার এমনই দাবি করলেন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন তিনি বলেন, "যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপি খারিজ হওয়ার পরে প্রধান বিচারপতি পরশু দিন অর্ডার দেন ৷ সেই অর্ডারে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনকে মডেল করতে বলছেন প্রায় 90 শতাংশ বুথে প্যারামিলিটারি বাহিনী ছিল । থানাগুলোতেও পর্যাপ্ত প্যারামিলিটারি বাহিনী ছিল । পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ এলাকার থানাগুলোতে অবিলম্বে প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করতে দাবি জানাচ্ছি । রাজনৈতিক দলগুলোর প্রচারের ব্যবস্থা করা হোক ।"

2013 সালে পাঁচ দফায় নির্বাচন হয়েছিল । তাই 2013 মডেল যদি মানতে হয় তাহলে দফা বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই । রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে কটাক্ষ করে এদিন শুভেন্দু বলেন, "আসলে সমস্যাটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়ে । কারণ তিনি কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কথা বা ইচ্ছের বাইরে যেতে চাইছেন না । রাজ্য নির্বাচন কমিশনের উপরে নজরদারি করার জন্য বিশেষ পর্যবেক্ষক ছাড়া আর কোনও উপায় নেই । কারণ রাজীব সিনহা, সঞ্জয় বনশাল, সোমেন বন্দ্যোপাধ্যায়, গৌতম সান্যাল বসে সবটা ঠিক করছে । সঞ্জয় বনশলের কোনও অ্যাপয়েন্টমেন্ট নেই । বিজেপির পক্ষ থেকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চাওয়া হলে তা এখনও কেউ দিতে পারেনি ।"

তিনি আরও জানান যে, 7 দিনের প্রশিক্ষণ দিয়ে 9 হাজার কনস্টেবলকে যে ভোটের কাজে রাজ্য ব্যবহার করতে চাইছে সেটা মারাত্মক । তিনদিনের প্রশিক্ষণে এদের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনকও । নির্বাচনী আদর্শ আচরণ বিধি মানা হচ্ছে না ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা নিয়ে রাজ্যপালের ভূমিকার প্রশংসা করেও রাজীবা সিনহার নিয়োগের বিষয়ে আনন্দ বোসকে কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারীর বক্তব্য

কলকাতা, 23 জুন: 2013-এর মডেল অনুসরণ করে এইবারের পঞ্চায়েত নির্বাচন করা হোক এবং এক দফায় নয়, দফা বাড়িয়ে নির্বাচন করা হোক ৷ শুক্রবার এমনই দাবি করলেন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন তিনি বলেন, "যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এসএলপি খারিজ হওয়ার পরে প্রধান বিচারপতি পরশু দিন অর্ডার দেন ৷ সেই অর্ডারে 2013 সালের পঞ্চায়েত নির্বাচনকে মডেল করতে বলছেন প্রায় 90 শতাংশ বুথে প্যারামিলিটারি বাহিনী ছিল । থানাগুলোতেও পর্যাপ্ত প্যারামিলিটারি বাহিনী ছিল । পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামীণ এলাকার থানাগুলোতে অবিলম্বে প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করতে দাবি জানাচ্ছি । রাজনৈতিক দলগুলোর প্রচারের ব্যবস্থা করা হোক ।"

2013 সালে পাঁচ দফায় নির্বাচন হয়েছিল । তাই 2013 মডেল যদি মানতে হয় তাহলে দফা বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই । রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে কটাক্ষ করে এদিন শুভেন্দু বলেন, "আসলে সমস্যাটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়ে । কারণ তিনি কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কথা বা ইচ্ছের বাইরে যেতে চাইছেন না । রাজ্য নির্বাচন কমিশনের উপরে নজরদারি করার জন্য বিশেষ পর্যবেক্ষক ছাড়া আর কোনও উপায় নেই । কারণ রাজীব সিনহা, সঞ্জয় বনশাল, সোমেন বন্দ্যোপাধ্যায়, গৌতম সান্যাল বসে সবটা ঠিক করছে । সঞ্জয় বনশলের কোনও অ্যাপয়েন্টমেন্ট নেই । বিজেপির পক্ষ থেকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে চাওয়া হলে তা এখনও কেউ দিতে পারেনি ।"

তিনি আরও জানান যে, 7 দিনের প্রশিক্ষণ দিয়ে 9 হাজার কনস্টেবলকে যে ভোটের কাজে রাজ্য ব্যবহার করতে চাইছে সেটা মারাত্মক । তিনদিনের প্রশিক্ষণে এদের হাতে বন্দুক তুলে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনকও । নির্বাচনী আদর্শ আচরণ বিধি মানা হচ্ছে না ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা নিয়ে রাজ্যপালের ভূমিকার প্রশংসা করেও রাজীবা সিনহার নিয়োগের বিষয়ে আনন্দ বোসকে কটাক্ষ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.