কলকাতা, 20 এপ্রিল: ঈদের নমাজের জন্য রেড রোডে ছাউনি বানাতে চায় রাজ্য সরকার ৷ সেই কারণে পূর্ত দফতরের তরফে টেন্ডার করে 26 লক্ষ 92 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ৷ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তিনি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর প্রশ্ন, শুধু রেড রোডে কেন ছাউনি তৈরি হবে সরকারি টাকায় ? রাজ্যে অন্য ঈদগাহ ময়দানগুলি কেন এর আওতায় আসবে না ? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সেখানে হাজির হবেন বলে রেড রোডে ছাউনি তৈরি করতে হবে ?
একই সঙ্গে শুভেন্দু অধিকারীর আরও দাবি, রাজ্যের অন্যান্য যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলি হয়, সেগুলির পরিকাঠামো তৈরির খরচ যেন পূর্ত দফতর করে । রাজ্যে সমস্ত দুর্গাপুজোর প্যান্ডেল ও জেনারেটরের খরচ যেন পূর্ত দফতর থেকে এই ধরনের টেন্ডার করে করে দেওয়া হয় ।
এদিন ওই সাংবাদিক বৈঠক থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করেন, জল জীবন মিশন নিয়েও রাজ্য সরকার দুর্নীতি করছে । এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে অভিযোগও করেছেন বলে শুভেন্দু এদিন দাবি করেন ৷ তিনি কিছু পোস্টার ও প্ল্যাকার্ড দেখিয়ে দাবি করেন, গ্রামে যে জল পৌঁছনোর কথা ছিল, তা এখনও পৌঁছয়নি । রাজ্য সরকার ওই সব পোস্টার ব্যবহার করে আইন বহির্ভূত কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন ৷ তাঁর আরও দাবি, জল জীবন মিশনের অবস্থাও একশো দিনের কাজ বা আবাস যোজনার মতোই হবে ।
একই সঙ্গে তাঁর আরও দাবি, রাজ্য সরকার এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন করতে চায় না ৷ কারণ, তৃণমূলের দুর্নীতি ক্রমশ প্রকাশ্যে আসছে, তাই ভোট পিছোতে চাইছে রাজ্য ৷ জুলাই মাসে পঞ্চায়েত ভোট হতে পারে বলে তিনি মনে করেন ৷ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় যে জনসংযোগ যাত্রা করতে চলেছেন, সেই কর্মসূচিতে তৃণমূলের পক্ষে লাভজনক হবে না বলেও শুভেন্দু অধিকারী দাবি করেছেন ৷
আরও পড়ুন: মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দুর