কলকাতা, 17 নভেম্বর: হোয়াটস অ্যাপে কুরুচিকর অশ্লীল মন্তব্যের বার্তা আসছে, এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ এই নিয়ে তিনি পূর্ব মেদিনীপুরের সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে অভিযোগও দায়ের করেছেন ৷ পরে টুইট করে তিনি বিষয়টি প্রকাশ্য়ে আনেন ৷
এই নিয়ে বৃহস্পতিবার একাধিক টুইট করেছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ প্রথম টুইটে তিনি নাম না করে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) ৷ অভিষেকের নির্দেশেই তাঁকে হোয়াটস অ্যাপ কুরুচিকর বার্তা পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই বিজেপি (BJP) নেতা ৷ তাঁর অভিযোগ, ‘‘ভাইপো দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ করে বাংলার অর্থনীতিকে ধ্বংস করেছে, এবার বাংলার সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলো ।’’
-
এই অপসংস্কৃতি বাংলায় আমদানি করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মান কে নিচে নামিয়ে আনার প্রচেষ্টার বিরুদ্ধে আমি আজ সরব হলাম। আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের সাইবার অপরাধ বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করলাম। pic.twitter.com/UyXj8TgCNU
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">এই অপসংস্কৃতি বাংলায় আমদানি করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মান কে নিচে নামিয়ে আনার প্রচেষ্টার বিরুদ্ধে আমি আজ সরব হলাম। আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের সাইবার অপরাধ বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করলাম। pic.twitter.com/UyXj8TgCNU
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022এই অপসংস্কৃতি বাংলায় আমদানি করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মান কে নিচে নামিয়ে আনার প্রচেষ্টার বিরুদ্ধে আমি আজ সরব হলাম। আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের সাইবার অপরাধ বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করলাম। pic.twitter.com/UyXj8TgCNU
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022
এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃণমূল কংগ্রেস সম্প্রতি দাবি করেছিল যে শুভেন্দু মানসিকভাবে অসুস্থ ৷ তাই তাঁর সুস্থতা কামনা করে তৃণমূলের তরফে গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল পাঠানো শুরু হয় ৷ অনেকে হোয়াটস অ্যাপেও সেই বার্তা পাঠান ৷ এই ধরনের বহু হোয়াটস অ্যাপ নম্বর অভিযোগের সঙ্গেই জমা দিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীকৃষ্ণ মাইতি ৷
সেই অভিযোগপত্র টুইটারেও পোস্ট করেছেন শুভেন্দু ৷ তাছাড়া এই ধরনের মেসেজকে তিনি বাংলায় অপসংস্কৃতি বলে দাবি করেছেন ৷ দ্বিতীয় একটি টুইটে তিনি লিখেছেন, ‘‘এই অপসংস্কৃতি বাংলায় আমদানি করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মান কে নিচে নামিয়ে আনার প্রচেষ্টার বিরুদ্ধে আমি আজ সরব হলাম। আমার আইনজীবীর মাধ্যমে পশ্চিমবঙ্গের সাইবার অপরাধ বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করলাম ।’’
-
আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হবে না এই বিষয়ে।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হবে না এই বিষয়ে।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হবে না এই বিষয়ে।
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 17, 2022
একই সঙ্গে তাঁর কটাক্ষ, অন্যান্য ক্ষেত্রে পুলিশ যেমন অতি সক্রিয় হয়, এক্ষেত্রেই নিশ্চয় তেমনই হবে৷ পাশাপাশি পুলিশ ব্যবস্থা না নিলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিরোধী দলেনেতা ৷ চতুর্থ টুইটে তিনি লিখেছেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে এবং আমার উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হবে না এই বিষয়ে ।’’
আরও পড়ুন: অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে টুইট ! শুভেন্দুকে শোকজ শিশু সুরক্ষা কমিশনের