ETV Bharat / state

Suvendu Adhikari: গ্রাম বাংলায় 'ভুয়ো' নিয়োগের নথি তৈরি হচ্ছে ! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর

এবার রাজ্য সরকারের (State Government) বিরুদ্ধে গ্রামীণ পরিসরে কর্মসংস্থানের ভুয়ো তথ্যভাণ্ডার (Fake Employment Data for Rural Bengal) তৈরির অভিযোগ করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ঘটনার তদন্তের দাবিতে গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) চিঠিপাঠালেন তিনি ৷

Suvendu Adhikari claims of making Fake Employment Data for Rural Bengal against State Government
Suvendu Adhikari: গ্রাম বাংলায় 'ভুয়ো' নিয়োগের নথি তৈরি হচ্ছে ! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি শুভেন্দুর
author img

By

Published : Nov 7, 2022, 7:08 PM IST

কলকাতা, 7 নভেম্বর: আবারও বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রামীণ পরিসরে কর্মসংস্থানের ভুয়ো তথ্যভাণ্ডার (Fake Employment Data for Rural Bengal) তৈরির চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি !

শুভেন্দুর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) মানুষের বিপুল সমর্থন পেতে এই ভুয়ো তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে ! এই ঘটনায় সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানিয়েছেন তিনি ৷ নিজের এই বক্তব্য চিঠি আকারে পাঠিয়ে দিয়েছেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) ৷ সোমবার এই বিষয়ে একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানেই গিরিরাজকে পাঠানো চিঠিটি পোস্ট করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

কেন্দ্রের মন্ত্রীকে যে চিঠি শুভেন্দু পাঠিয়েছেন, তাতে সোমবারেরই তারিখ রয়েছে ৷ চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সরকার মানুষকে, বিশেষত, গ্রাম বাংলার বাসিন্দাদের বোকা বানানোর চেষ্টা করছে ৷ যাঁদের জব কার্ড রয়েছে, সেইসব উপভোক্তাদের তথ্যের অপব্যবহার করে রাজ্য সরকার ভুয়ো কর্মসংস্থানের তালিকা তৈরি করছে ! শুভেন্দুর যুক্তি, সামনেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন, সেই কারণেই এই ভুয়ো তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে ৷ যাতে রাজ্য সরকার আগামিদিনে বলতে পারে, 100 দিনের কাজে কেন্দ্রের পাঠানো টাকার পরিমাণ কমে গেলেও তারা গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে ৷ আর এই অনৈতিক কাজে সরকারকে সহযোগিতা করছে রাজ্যের প্রশাসন !

  • WB Govt is maliciously creating 'fake' data in order to claim false employment generation in rural Bengal to deceive the people of WB before upcoming Panchayat Elections.
    I have written a letter to Hon'ble Union Rural Development Minister Shri @girirajsinghbjp Ji regarding this: pic.twitter.com/bos1VhHCQs

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনকী, এই মর্মে রাজ্য প্রশাসনের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী ৷ রাজ্য়ের হয়ে এই কাজ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ তাতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে বলা হয়েছে, তারা যেন তাদের অধীনস্ত প্রকল্পগুলি রূপায়নের সময় (100 দিনের কাজের আওতায়) কেবলমাত্র জব কার্ড থাকা অংসগঠিত ক্ষেত্রের উপভোক্তাদেরই নিয়োগ করে ৷ একইসঙ্গে, এই নির্দেশিকায় সংশ্লিষ্ট জব কার্ড হোল্ডারদের তথ্য রাজ্য সরকারের কর্মসংস্থান সংক্রান্ত পোর্টালেও নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ, জব কার্ড থাকা মানুষজন যাতে কাজ পান, তা নিশ্চিত করতে সরকার মোটেও এই নির্দেশিকা জারি করেনি ৷ বরং, তাদের প্রধান উদ্দেশ্য হল, কর্মসংস্থান সংক্রান্ত নথি প্রস্তুত করা ৷ এমনকী, এর জন্য সংশ্লিষ্ট সবক'টি বিভাগকেই একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তথ্য নথিভুক্ত করার কাজ ঠিক মতো হচ্ছে কিনা, তার তদারকি করবেন এই নোডাল অফিসাররা এবং তাঁদের সহযোগিতা করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা ৷

শুভেন্দুর অভিযোগ, সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের এক্ষেত্রে ভুয়ো তথ্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ! সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে এই ঘটনার তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন শুভেন্দু ৷

কলকাতা, 7 নভেম্বর: আবারও বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রামীণ পরিসরে কর্মসংস্থানের ভুয়ো তথ্যভাণ্ডার (Fake Employment Data for Rural Bengal) তৈরির চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি !

শুভেন্দুর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) মানুষের বিপুল সমর্থন পেতে এই ভুয়ো তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে ! এই ঘটনায় সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি জানিয়েছেন তিনি ৷ নিজের এই বক্তব্য চিঠি আকারে পাঠিয়ে দিয়েছেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) ৷ সোমবার এই বিষয়ে একটি টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানেই গিরিরাজকে পাঠানো চিঠিটি পোস্ট করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির

কেন্দ্রের মন্ত্রীকে যে চিঠি শুভেন্দু পাঠিয়েছেন, তাতে সোমবারেরই তারিখ রয়েছে ৷ চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সরকার মানুষকে, বিশেষত, গ্রাম বাংলার বাসিন্দাদের বোকা বানানোর চেষ্টা করছে ৷ যাঁদের জব কার্ড রয়েছে, সেইসব উপভোক্তাদের তথ্যের অপব্যবহার করে রাজ্য সরকার ভুয়ো কর্মসংস্থানের তালিকা তৈরি করছে ! শুভেন্দুর যুক্তি, সামনেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন, সেই কারণেই এই ভুয়ো তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে ৷ যাতে রাজ্য সরকার আগামিদিনে বলতে পারে, 100 দিনের কাজে কেন্দ্রের পাঠানো টাকার পরিমাণ কমে গেলেও তারা গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে কর্মসংস্থান করতে সক্ষম হয়েছে ৷ আর এই অনৈতিক কাজে সরকারকে সহযোগিতা করছে রাজ্যের প্রশাসন !

  • WB Govt is maliciously creating 'fake' data in order to claim false employment generation in rural Bengal to deceive the people of WB before upcoming Panchayat Elections.
    I have written a letter to Hon'ble Union Rural Development Minister Shri @girirajsinghbjp Ji regarding this: pic.twitter.com/bos1VhHCQs

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এমনকী, এই মর্মে রাজ্য প্রশাসনের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী ৷ রাজ্য়ের হয়ে এই কাজ করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ তাতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে বলা হয়েছে, তারা যেন তাদের অধীনস্ত প্রকল্পগুলি রূপায়নের সময় (100 দিনের কাজের আওতায়) কেবলমাত্র জব কার্ড থাকা অংসগঠিত ক্ষেত্রের উপভোক্তাদেরই নিয়োগ করে ৷ একইসঙ্গে, এই নির্দেশিকায় সংশ্লিষ্ট জব কার্ড হোল্ডারদের তথ্য রাজ্য সরকারের কর্মসংস্থান সংক্রান্ত পোর্টালেও নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

শুভেন্দু অধিকারীর অভিযোগ, জব কার্ড থাকা মানুষজন যাতে কাজ পান, তা নিশ্চিত করতে সরকার মোটেও এই নির্দেশিকা জারি করেনি ৷ বরং, তাদের প্রধান উদ্দেশ্য হল, কর্মসংস্থান সংক্রান্ত নথি প্রস্তুত করা ৷ এমনকী, এর জন্য সংশ্লিষ্ট সবক'টি বিভাগকেই একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তথ্য নথিভুক্ত করার কাজ ঠিক মতো হচ্ছে কিনা, তার তদারকি করবেন এই নোডাল অফিসাররা এবং তাঁদের সহযোগিতা করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা ৷

শুভেন্দুর অভিযোগ, সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের এক্ষেত্রে ভুয়ো তথ্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ! সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে এই ঘটনার তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন শুভেন্দু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.