ETV Bharat / state

Suvendu Adhikari: ট্র্যাকিং ডিভাইস বসানোর আড়ালে নয়া দুর্নীতি! ফের টুইট তোপ শুভেন্দুর

আগামী 31 মার্চের মধ্যে রাজ্যের সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে (Commercial Four Wheeler) বাধ্যতামূলকভাবে 'ভেহিকেল লোকেশন ট্র্য়াকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) বসাতে হবে ৷ তার আড়ালেও নতুন দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari claims about a new scam behind VLTD installation in all Commercial Four Wheeler
Suvendu Adhikari: ট্র্যাকিং ডিভাইস বসানোর আড়ালে নয়া দুর্নীতি ! ফের টুইট তোপ শুভেন্দুর
author img

By

Published : Dec 14, 2022, 6:10 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: রাজ্য়ের প্রত্য়েক বাণিজ্যিক চারচাকা গাড়িতে (Commercial Four Wheeler) বাধ্যতামূলকভাবে 'ভেহিকেল লোকেশন ট্র্য়াকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) বসানোর মাধ্যমে নতুন দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ রাজ্য সরকারি একটি নির্দেশিকা হাতিয়ার করে এই অভিযোগ সামনে এনেছেন তিনি ৷ এই প্রসঙ্গে মঙ্গলবার বেশ কয়েকটি টুইট করেন শুভেন্দু ৷ তাতেই বিস্তারিতভাবে নিজের অভিযোগ ব্যাখ্যা করেন তিনি ৷

টুইটে শুভেন্দুর বক্তব্য হল, সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক চারচাকা বাণিজ্যিক গাড়িতেই ভিএলটিডি বসাতে হবে ৷ সেই নির্দেশ কার্যকর করতে আরও একটি নির্দেশিকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ তাতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকায় 10টি সংস্থার নাম উল্লেখ করে বলা হয়েছে, 2022 সালের 30 নভম্বর পর্যন্ত রাজ্য়ের এই সংস্থাগুলি সংশ্লিষ্ট ডিভাইস উৎপাদন এবং বিক্রি করার জন্য প্য়ানেলভুক্ত ৷ তাই তাদের কাছ থেকে গাড়ির মালিকরা ভিএলটিডি কিনতে পারেন ৷

  • As per @MORTHIndia guidelines; empanelment is illegal. The Syndicate is charging double the market rate. Vehicle owners are being duped Lakhs of rupees daily at the RTOs (Regional Transport Offices) by putting involuntary burden on them at the time of new registration or renewal.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অমিল পরিকাঠামো, বাড়ল চারচাকা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানোর সময়সীমা

শুভেন্দুর অভিযোগ, এইভাবে 10টি সংস্থাকে প্য়ানেলভুক্ত করাটাই বেআইনি ৷ আসলে এটিও একটি 'সিন্ডিকেট' (Syndication of Empanelled Sellers) ৷ এই সিন্ডিকেটের আওতাভুক্ত ব্যবসায়ীরা গাড়ির মালিকদের অতিরিক্ত টাকায় ভিএলটিডি কিনতে বাধ্য করছেন ! এমনকী, তাঁরা বাজারদরের তুলনায় প্রায় দ্বিগুন দামে এই ডিভাইস বিক্রি করছেন ৷ শুভেন্দুর দাবি, এর ফলে যে বিপুল পরিমাণ টাকা উঠবে, তা আসলে 'কাটমানি' হিসাবে শাসকের ঘরেই যাবে ! শুভেন্দুর আরও অভিযোগ, সংশ্লিষ্ট তালিকার 1 নম্বরে যে সংস্থার নাম দেওয়া হয়েছে, সেটি আদতে তামিলনাড়ুর সংস্থা ৷ সেই সংস্থার মালিক নূর মহম্মদ ডিয়ার লটারি এবং লটারি কিং-এর সঙ্গে যুক্ত ৷ অর্থাৎ, সব মিলিয়ে রাজ্যে দুর্নীতির নতুন ছক কষা হয়েছে বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷

  • PSDN; owned by one Mr. Noor Mahammed features at the Sl. No. 1 of the list of empanelled suppliers.
    Mr. Noor Mahammed is from Tamil Nadu & is supposedly associated with Dear Lottery & 'Lottery King' Martin.
    Again a big scam! pic.twitter.com/6pJzFF0ut4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিষয়ে কথা বলার জন্য রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ৷ প্রসঙ্গত, প্রথমে রাজ্যের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে ভিএলটিডি বসাতে হবে ৷ পরে সেই সময়সীমা বাড়িয়ে 2023 সালের 31 মার্চ পর্যন্ত করা হয় ৷

কলকাতা, 14 ডিসেম্বর: রাজ্য়ের প্রত্য়েক বাণিজ্যিক চারচাকা গাড়িতে (Commercial Four Wheeler) বাধ্যতামূলকভাবে 'ভেহিকেল লোকেশন ট্র্য়াকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) বসানোর মাধ্যমে নতুন দুর্নীতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ রাজ্য সরকারি একটি নির্দেশিকা হাতিয়ার করে এই অভিযোগ সামনে এনেছেন তিনি ৷ এই প্রসঙ্গে মঙ্গলবার বেশ কয়েকটি টুইট করেন শুভেন্দু ৷ তাতেই বিস্তারিতভাবে নিজের অভিযোগ ব্যাখ্যা করেন তিনি ৷

টুইটে শুভেন্দুর বক্তব্য হল, সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, প্রত্যেক চারচাকা বাণিজ্যিক গাড়িতেই ভিএলটিডি বসাতে হবে ৷ সেই নির্দেশ কার্যকর করতে আরও একটি নির্দেশিকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ তাতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেই তালিকায় 10টি সংস্থার নাম উল্লেখ করে বলা হয়েছে, 2022 সালের 30 নভম্বর পর্যন্ত রাজ্য়ের এই সংস্থাগুলি সংশ্লিষ্ট ডিভাইস উৎপাদন এবং বিক্রি করার জন্য প্য়ানেলভুক্ত ৷ তাই তাদের কাছ থেকে গাড়ির মালিকরা ভিএলটিডি কিনতে পারেন ৷

  • As per @MORTHIndia guidelines; empanelment is illegal. The Syndicate is charging double the market rate. Vehicle owners are being duped Lakhs of rupees daily at the RTOs (Regional Transport Offices) by putting involuntary burden on them at the time of new registration or renewal.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অমিল পরিকাঠামো, বাড়ল চারচাকা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানোর সময়সীমা

শুভেন্দুর অভিযোগ, এইভাবে 10টি সংস্থাকে প্য়ানেলভুক্ত করাটাই বেআইনি ৷ আসলে এটিও একটি 'সিন্ডিকেট' (Syndication of Empanelled Sellers) ৷ এই সিন্ডিকেটের আওতাভুক্ত ব্যবসায়ীরা গাড়ির মালিকদের অতিরিক্ত টাকায় ভিএলটিডি কিনতে বাধ্য করছেন ! এমনকী, তাঁরা বাজারদরের তুলনায় প্রায় দ্বিগুন দামে এই ডিভাইস বিক্রি করছেন ৷ শুভেন্দুর দাবি, এর ফলে যে বিপুল পরিমাণ টাকা উঠবে, তা আসলে 'কাটমানি' হিসাবে শাসকের ঘরেই যাবে ! শুভেন্দুর আরও অভিযোগ, সংশ্লিষ্ট তালিকার 1 নম্বরে যে সংস্থার নাম দেওয়া হয়েছে, সেটি আদতে তামিলনাড়ুর সংস্থা ৷ সেই সংস্থার মালিক নূর মহম্মদ ডিয়ার লটারি এবং লটারি কিং-এর সঙ্গে যুক্ত ৷ অর্থাৎ, সব মিলিয়ে রাজ্যে দুর্নীতির নতুন ছক কষা হয়েছে বলেই দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷

  • PSDN; owned by one Mr. Noor Mahammed features at the Sl. No. 1 of the list of empanelled suppliers.
    Mr. Noor Mahammed is from Tamil Nadu & is supposedly associated with Dear Lottery & 'Lottery King' Martin.
    Again a big scam! pic.twitter.com/6pJzFF0ut4

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিষয়ে কথা বলার জন্য রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর (Snehasis Chakraborty) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি ৷ প্রসঙ্গত, প্রথমে রাজ্যের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে ভিএলটিডি বসাতে হবে ৷ পরে সেই সময়সীমা বাড়িয়ে 2023 সালের 31 মার্চ পর্যন্ত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.