কলকাতা, 12 নভেম্বর: 10 নভেম্বর অর্থাৎ শুক্রবার ফলতার ফতেপুর হাইস্কুল ফুটবল গ্রাউন্ডে এক বস্ত্রবিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় সেদিন অভিষেকের যাওয়ার জন্য পুলিশের তরফে যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল, তা তুলে ধরে ডায়মন্ডহারবারের সাংসদকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ অভিষেকের জন্য ওই দিন নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছিল পুলিশের তরফে তাঁর নথিও রবিবার দুপুরে তাঁর এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন শুভেন্দু ৷ তাঁর দাবি, ওই দিন কালিঘাট থেকে ফলতা যাওয়ার জন্য অভিষেকের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছিল প্রায় 4 হাজার 700 পুলিশ কর্মীকে ৷
-
Have a look at the Security Detail of 'King Liar'; the last King of the Princely State of Diamond Harbour.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 33 page Order is long, so is the thread of this post. Let me help you, if your patience runs out while scrolling down.
The total number of Personnel deployed;… pic.twitter.com/PWI74ODOYk
">Have a look at the Security Detail of 'King Liar'; the last King of the Princely State of Diamond Harbour.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2023
The 33 page Order is long, so is the thread of this post. Let me help you, if your patience runs out while scrolling down.
The total number of Personnel deployed;… pic.twitter.com/PWI74ODOYkHave a look at the Security Detail of 'King Liar'; the last King of the Princely State of Diamond Harbour.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 12, 2023
The 33 page Order is long, so is the thread of this post. Let me help you, if your patience runs out while scrolling down.
The total number of Personnel deployed;… pic.twitter.com/PWI74ODOYk
শুভেন্দু এদিন তাঁর সোশাল মিডিয়া পোস্টে নাম না করে অভিষেককে 'কিঙ্গ লায়ার' (মিথ্যুক রাজা) বলে কটাক্ষ করেছেন ৷ পোস্টে তিনি লিখেছেন,"কিং লায়ারের নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি দেখা যাক ৷ ডায়মন্ডহারবার রাজত্বের শেষ রাজা ৷ 33 পাতার লম্বা নির্দেশ ৷ যদি আপনার ধৈর্য্য শেষ হয়ে যায় এই নিরাপত্তার বিবরণ পড়তে পড়তে, তাহলে আমি আপনাদের সাহায্য করছি ৷"
ওই পোস্টেই শুভেন্দু দাবি করেছেন, ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় উর্দিধারী পুলিশ, সাদা পোশাকের পুলিশ, পুলিশের পদস্থ আধিকারিক ও ট্রাফিক পুলিশ-সহ প্রায় 4 হাজার 700 জনকে মোতায়েন করা হয়েছিল অভিষেকের কালীঘাট থেকে ফলতার যাত্রাপথে ৷ সঙ্গে শুভেন্দুর কটাক্ষ, "না জাহাপনা কোনও যুদ্ধে যাননি বা এতবড় বহর নিয়ে কোনও বিদেশি রাষ্ট্র জয়ে তিনি যাননি ৷ এটা ছিল একটি বস্ত্র বিতরণের সফর ৷" রাষ্ট্রপতির জন্যও এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন শুভেন্দু ৷
এদিন যে নথি তাঁর পোস্টের সঙ্গে শেয়ার করেছেন অভিষেক, সেখানে ওইদিন অভিষেকের নিরাপত্তার জন্য পুলিশ কী কী ব্যবস্থা করেছিল, কী নির্দেশ দেওয়া হয়েছিল তার স্পষ্ট উল্লেখ রয়েছে ৷ অভিষেক যে জেড প্লাস নিরাপত্তা পান নথিতে তাঁরও উল্লেখ রয়েছে ৷ রয়েছে অভিষেকের ব্লাড গ্রুপের উল্লেখও ৷
আরও পড়ুন:
1. 'মরে যাব ! শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছে', দাবি জ্যোতিপ্রিয়র
2. 'আমার শরীর আরও খারাপ হয়েছে, হাতে-পায়ে পক্ষাঘাত হতে পারে'; দাবি জ্যোতিপ্রিয়র