কলকাতা, 26 সেপ্টেম্বর: রাজ্য সরকার তাঁকে শ্লীলতাহানির ফাঁদে ফেলতে চায়, এমন অভিযোগ ফের শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ৷ মঙ্গলবার ডেঙ্গি ইস্যুতে বিজেপির স্বাস্থ্যভবন অভিযানের সময় এমন ফাঁদ পাতা হয়েছিল বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি ৷
বিরোধী দলনেতা বলেন, ‘‘সুনীতা সিনহা ছাড়া আমরা 21 জনই পুরুষ বিধায়ক ছিলাম ৷ তাঁদের গায়ে মহিলা পুলিশদের ঠেলে দেওয়া হয়েছে ৷ আমার কাছে মহিলাদের পুশ করা হয়েছে ৷ যাতে আমি কাউন্টার পুশ করি ৷ স্বাভাবিকভাবেই এতে ধাক্কাধাক্কি হয়ে যাবে ৷ শ্লীলতাহানির মামলা করবে পরে ৷’’
এর আগে বিজেপির নবান্ন অভিযানের সময়ও একই অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নবান্ন অভিযানে যোগ দিতে যাওয়ার সময়, তাঁকে আটকায় কলকাতা পুলিশ ৷ সেই সময়ও বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁরাই শুভেন্দুকে আটকানোর চেষ্টা করেন ৷ তখন তিনি প্রকাশ্যেই মহিলা পুলিশকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘‘ডোন্ট টাচ মাই বডি ৷’’
যা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল রাজ্য রাজনীতিতে ৷ শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে কটাক্ষ করেছিলেন তৃণমূলের বিভিন্ন নেতারা ৷ পরে অবশ্য শুভেন্দু দাবি করেছিলেন, মহিলা পুলিশদের এগিয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করার ছক কষেছিল কলকাতা পুলিশ ৷ এ দিনও তিনি একই অভিযোগ করেছেন ৷ তবে এ দিনের ঘটনাস্থল সল্টলেক, যা বিধাননগর কমিশনারেটের অধীনে ৷
স্বাস্থ্যভবন ওই কমিশনারেটের অধীনেই পড়ছে ৷ সেখানেই ডেঙ্গি নিয়ে অভিযান করে বিজেপি ৷ স্বাস্থ্যভবনে প্রবেশ করে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন বিরোধী দলনেতা ও অন্য বিজেপি বিধায়করা ৷ সেই নিয়ে বিবাদ বাধে৷ তখনই মহিলা পুলিশ কর্মীদের তাঁর উদ্দেশ্যে এগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে মহিলা পুলিশ কর্মীরা কেন উর্দিতে থাকবেন না ?
এ দিন রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, তিনি ডেঙ্গি নিয়ে তথ্য কেন্দ্রকে পাঠায়নি রাজ্য । আর এই বাংলা একমাত্র রাজ্য, যারা সেই রিপোর্ট পাঠায়নি । কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী তিনি এই কথা জানিয়েছেন । ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা উচিত ।
এর জন্য টাস্ক ফোর্স আছে, তার বৈঠক কতবার হয়েছে, প্রশ্ন করেন তিনি । তাঁর আরও প্রশ্ন, ‘‘ডেঙ্গি নিয়ে তথ্য কেন লুকানো হচ্ছে ? ডাক্তাররা ডেঙ্গিতে মৃত্যু হলে প্রেসক্রিপশনে ডেঙ্গি লিখতে ভয় পাচ্ছেন ? এই নিয়ে আজ স্বাস্থ্যভবনে গিয়েছিলাম । কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি ।’’
তিনি জানিয়েছেন, এ দিন তাঁদের সঙ্গে ডেঙ্গি আক্রান্তদের পরিবারের সদস্যরা ছিলেন ৷ এদিকে স্বাস্থ্যভবনের সামনে 25 মিনিট বিক্ষোভ দেখানোর পর বিজেপি ওখান থেকে সরে আসে ৷ পরে ইমেল করে স্মারকলিপি পাঠিয়ে দেয় ৷ শুভেন্দুর দাবি, ‘‘চারু শর্মা নামে একজন আইপিএস এসে বলেন যে তিনজন চলুন ৷ বাকি 19 জন বাদ যাবেন কেন তাহলে ? তাঁরা কি বানের জলে ভেসে এসেছে ?"
আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে তুলকালাম শুভেন্দুর