ETV Bharat / state

Bhupatinagar Bomb Blast: ভূপতিনগরে বিস্ফােরণ, প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে দাবি করে শাহকে চিঠি শুভেন্দুর

author img

By

Published : Dec 5, 2022, 9:27 AM IST

ভূপতিনগরে বিস্ফােরণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ পুলিশের গাফিলতির বিষয়টিও জানালেন (Suvendu Adhikari Wrote to Home Minister Amit Shah About Bhupatinagar Bomb Blast) ৷ পাশাপাশি প্রমাণ লোপাটেরও চেষ্টা চলছে বলে তাঁর অভিযোগ ।

Bhupatinagar Bomb Blast
ভূপতিনগরে বিস্ফােরণ নিয়ে অমিত শাহকে চিঠি দিলেন শুভেন্দু

কলকাতা, 5 ডিসেম্বর: ভূপতিনগরে (Bhupatinagar) স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় হস্তক্ষেপ চেয়ে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

শুক্রবার রাতে শুভেন্দুর বাড়ির শান্তিকুঞ্জের কাছে বিস্ফোরণটি ঘটে । তিনি চিঠিতে দাবি করেছেন, শুক্রবার রাতে বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে ৷ তাই বিস্ফোরণের আসল রহস্য এখনও জানা যায়নি । এমনকী বিস্ফোরণের একদিন পরেও, পুলিশ ঘটনাটি যেখানে ঘটেছিল সেটিকে ঘিরে রাখেনি । ফরেনসিক পরীক্ষার আগে জায়গাটি থেকে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে (Suvendu Adhikari Wrote to Home Minister Amit Shah About Bhupatinagar Bomb Blast) ৷

আরও পড়ুন: কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে দায়ী তৃণমূল, দাবি শুভেন্দু-দিলীপের

তাঁর আরও অভিযোগ, দলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে তৃণমূল কর্মীরা বোমা তৈরি করছিলেন । ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে ৷ সরকারিভাবে মৃতের সংখ্যা তিন হলেও স্থানীয়দের মতে ঘটনায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে ।

বিরোধী দলনেতা চিঠিতে জানান, পশ্চিমবঙ্গ বোমা শিল্পের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে । গত কয়েক সপ্তাহ ধরে, রাজ্য জুড়ে বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট সামনে এসেছে ৷ এমনকী এই বিস্ফোরণগুলিতে শিশুরাও মারা গিয়েছে বা আহত হয়েছে ৷

চিঠিতে তিনি (Suvendu Adhikari) এও উল্লেখ করেছেন যে, সম্প্রতি তৃণমূলের লোকসভার প্রবীণ সদস্য সৌগত রায় পশ্চিমবঙ্গ জুড়ে বোমা তৈরির জন্য যে ফর্মুলাটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে মন্তব্য বলেছিলেন । এদিকে, রবিবার মেদিনীপুর বিস্ফোরণের ঘটনাটি নতুন মোড় নেয় ৷ মৃত তৃণমূল নেতার স্ত্রী লতা রানি মান্না পুলিশকে জানায়, তাঁর স্বামী বেআইনি বাজি ব্যবসার সঙ্গে জড়িত এবং বাজি কারখানার শ্রমিকরা সেখানে ধূমপান করছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে ।

আরও পড়ুন: অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, মৃত বুথ সভাপতি-সহ 3

কলকাতা, 5 ডিসেম্বর: ভূপতিনগরে (Bhupatinagar) স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় হস্তক্ষেপ চেয়ে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

শুক্রবার রাতে শুভেন্দুর বাড়ির শান্তিকুঞ্জের কাছে বিস্ফোরণটি ঘটে । তিনি চিঠিতে দাবি করেছেন, শুক্রবার রাতে বিস্ফোরণের পর স্থানীয় পুলিশ প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে ৷ তাই বিস্ফোরণের আসল রহস্য এখনও জানা যায়নি । এমনকী বিস্ফোরণের একদিন পরেও, পুলিশ ঘটনাটি যেখানে ঘটেছিল সেটিকে ঘিরে রাখেনি । ফরেনসিক পরীক্ষার আগে জায়গাটি থেকে প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে (Suvendu Adhikari Wrote to Home Minister Amit Shah About Bhupatinagar Bomb Blast) ৷

আরও পড়ুন: কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে দায়ী তৃণমূল, দাবি শুভেন্দু-দিলীপের

তাঁর আরও অভিযোগ, দলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে তৃণমূল কর্মীরা বোমা তৈরি করছিলেন । ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে ৷ সরকারিভাবে মৃতের সংখ্যা তিন হলেও স্থানীয়দের মতে ঘটনায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে ।

বিরোধী দলনেতা চিঠিতে জানান, পশ্চিমবঙ্গ বোমা শিল্পের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে । গত কয়েক সপ্তাহ ধরে, রাজ্য জুড়ে বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট সামনে এসেছে ৷ এমনকী এই বিস্ফোরণগুলিতে শিশুরাও মারা গিয়েছে বা আহত হয়েছে ৷

চিঠিতে তিনি (Suvendu Adhikari) এও উল্লেখ করেছেন যে, সম্প্রতি তৃণমূলের লোকসভার প্রবীণ সদস্য সৌগত রায় পশ্চিমবঙ্গ জুড়ে বোমা তৈরির জন্য যে ফর্মুলাটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়ে মন্তব্য বলেছিলেন । এদিকে, রবিবার মেদিনীপুর বিস্ফোরণের ঘটনাটি নতুন মোড় নেয় ৷ মৃত তৃণমূল নেতার স্ত্রী লতা রানি মান্না পুলিশকে জানায়, তাঁর স্বামী বেআইনি বাজি ব্যবসার সঙ্গে জড়িত এবং বাজি কারখানার শ্রমিকরা সেখানে ধূমপান করছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে ।

আরও পড়ুন: অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, মৃত বুথ সভাপতি-সহ 3

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.