কলকাতা, 2 অক্টোবর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে তৃণমূলের 2 দিনের প্রতিবাদ কর্মসূচি ৷ মূলত 100 দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা বকেয়া টাকা দেওয়ার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল ৷ তবে তৃণমূলের এই কর্মসূচির পালটা কলকাতায় এদিন পালটা অবস্থান বিক্ষোভ করে বিজেপি ৷ দলের এই কর্মসূচিতে এদিন যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ১০০দিনের কাজের টাকা নিয়ে রাজ্যে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে এদিন বিধানসভার বাইরে সরব হন তিনি ৷ তাঁর সঙ্গে যোগ দেন অন্যান্য বিজেপি বিধায়করাও ৷ সোশাল মিডিয়াতেও এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু ৷
এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে কোন পর্যায়ের দুর্নীতি হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, আধার সংযোগ শুরু হওয়ার পর রাজ্যে 1 কোটি 30 লক্ষ গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের জব কার্ড বাতিল হয়েছে ৷ শুভেন্দুর দাবি, গত দশ বছরে যদি ওই ভুয়ো জবকার্ডের মাধ্যমে প্রত্যেক কার্ডপিছু যদি 10 হাজার টাকা করেও দেওয়া হয়ে থাকে তাহলেও দুর্নীতির অঙ্ক দাঁড়ায় 13 হাজার কোটি টাকা ৷ তাঁর কটাক্ষ, কেন্দ্র এখন টাকা বন্ধ রাখায় আর এই প্রকল্পে দুর্নীতি করতে পারছে না তৃণমূল নেতারা, তাই তারা প্রতিবাদ করছে ৷ যারা এই বিপুল লুট করেছে রাজ্যের মানুষের কাছ থেকে তারা বুট অর্থাৎ জুতো পাবে বলেও কটাক্ষ শুভেন্দুর ৷
-
LOOT ALERT❗
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1,30,00,000 MGNREGA Job Cards were deleted in West Bengal since the process of Aadhaar Card seeding began.
Just imagine if in the last 10 years on an average, even if only Rs. 10,000/- (Ten Thousand rupees only) was paid to these fake Job Card Holders = TMC… pic.twitter.com/74k8E3qnzo
">LOOT ALERT❗
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 2, 2023
1,30,00,000 MGNREGA Job Cards were deleted in West Bengal since the process of Aadhaar Card seeding began.
Just imagine if in the last 10 years on an average, even if only Rs. 10,000/- (Ten Thousand rupees only) was paid to these fake Job Card Holders = TMC… pic.twitter.com/74k8E3qnzoLOOT ALERT❗
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 2, 2023
1,30,00,000 MGNREGA Job Cards were deleted in West Bengal since the process of Aadhaar Card seeding began.
Just imagine if in the last 10 years on an average, even if only Rs. 10,000/- (Ten Thousand rupees only) was paid to these fake Job Card Holders = TMC… pic.twitter.com/74k8E3qnzo
আরও পড়ুন: সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !
-
#WATCH | Kolkata | West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari says, "...Yes, it's a 100% Central Government sponsored scheme (MNREGA). It's a Constitutional project. 1.30 crore fake job cards already found by the concerned authority due to the link between Aadhaar and Job Card.… pic.twitter.com/IeC57mMCxH
— ANI (@ANI) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Kolkata | West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari says, "...Yes, it's a 100% Central Government sponsored scheme (MNREGA). It's a Constitutional project. 1.30 crore fake job cards already found by the concerned authority due to the link between Aadhaar and Job Card.… pic.twitter.com/IeC57mMCxH
— ANI (@ANI) October 2, 2023#WATCH | Kolkata | West Bengal LoP and BJP MLA Suvendu Adhikari says, "...Yes, it's a 100% Central Government sponsored scheme (MNREGA). It's a Constitutional project. 1.30 crore fake job cards already found by the concerned authority due to the link between Aadhaar and Job Card.… pic.twitter.com/IeC57mMCxH
— ANI (@ANI) October 2, 2023
শুভেন্দু এদিন বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, "এই রাজ্যকে 4 হাজার 600 কোটি টাকা দিয়েছে ইউপিএ সরকার আর নরেন্দ্র মোদির সরকার আবাস যোজনায় 30 হাজার কোটি টাকা দিয়েছে । নাটক করছে তৃণমূল ৷ বিষ্ণুপুরের লোকটা কেন ঘর পায়নি ? কেন মমতা বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি স্কিম বন্ধ করেছেন ? জবাব দিন ? এখনও পর্যন্ত 50 লক্ষ ঘর তৈরি হলেও ওই ব্যক্তি এখনও কেন তাঁর ঘর পাননি ? আপনি যে ১০ লক্ষ নতুন নাম পাঠিয়েছেন তার মধ্যে ওই লোকটার নাম নেই। ভাইপোর জেলাতে সবথেকে বেশি চুরি হয়েছে । কেন্দ্রীয় সরকারের টাকা চুরি হলে এ তদন্ত করার জন্য সিবিআই ইনভেস্টিগেশন হয়। তাই আমরা সিবিআই তদন্ত চাইছি ।"