ETV Bharat / state

Shuvendu Slams Kunal: কু-কথার লড়াই ! শুভেন্দু-কুণালের বাকযুদ্ধ চরমে - বগটুইয়ের ঘটনার প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী

শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বেজন্মা, দলবদলু 'মাল' বললেন কুণাল ঘোষ । যার জবাব দিতে গিয়ে পালটা শুভেন্দু জানান, একজন সাড়ে তিন বছরের জেলখাটা নোংরা নর্দমার কীটের সম্পর্কে তিনি কোনও উত্তর দেবেন না (Suvendu Adhikari slams Kunal Ghosh) ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Mar 24, 2023, 11:03 PM IST

শুভেন্দু-কুণালের বাকযুদ্ধ চরমে

কলকাতা, 24 মার্চ: আবারও কুণাল-শুভেন্দুর কু-কথার দ্বৈরথ চরমে উঠল ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। পালটা জবাব দিতে গিয়ে কুণালকে কার্যত ধুয়ে দিলেন শুবেন্দু ৷ যা নিয়ে ফের রাজ্য রাজনীতির শব্দশালীনতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে (Suvendu Adhikari slams Kunal Ghosh) ৷

শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বেজন্মা, দলবদলু 'মাল' বলেন কুনাল ঘোষ। যার জবাব দিতে গিয়ে পালটা শুভেন্দু জানান, একজন সাড়ে তিন বছরের জেল খাটা নোংরা নর্দমার কীটের সম্পর্কে তিনি কোনও উত্তর দেবেন না ৷ তিনি এদিন বলেন, "সাড়ে তিন বছরের জেলখাটা মাল, যা টুইট করেছে । সেই একই কথা বলেছে 8 মাস জেলখাটা অর্পিতার স্বামী । আমি এসবের কোনও উত্তর দেব না ।"

অন্য়দিকে, কালীঘাটে বৈঠকে এদিন বগটুই নিয়ে আক্ষেপ শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ তৃণমূল সূত্রে খবর, এদিন বগটুইয়ের ঘটনার প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী জানান, রাজ্য় সরকার সবরকমভাবে আক্রান্তদের পাশে থেকেছে । তাঁদের সাহায্য করেছে। কিন্তু তবুও এত চক্রান্ত ! আজ এই বিষয় মুখ্যমন্ত্রীর গলায় চরম আক্ষেপ শোনা গিয়েছে বলে খবর। এ বিষয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আক্ষেপ কেন ? টুইট করতে ভুলে গিয়েছিল বলে ? শোকপ্রকাশ করতে ভুলে গিয়েছিল বলে আক্ষেপ ? বগটুই গণহত্যার বর্ষপূর্তির দিন মুখ্য়মন্ত্রী দু'বার সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়েছিলেন । একবার ভুবনেশ্বর যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে, আর একবার ভুবনেশ্বরে । এই দু'বারে একবারও যদি উনি বগটুই নিয়ে একটা কথাও উচ্চারণ করতেন তাহলে বুঝতে পারতাম যে বগটুই দিবস ওঁর মনে ছিল ।"

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় আরও 4 শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "ওটা কি অগ্নিকাণ্ড ছিল ? মৃতদের পরিবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে গণহত্যার কালা দিবস পালন করেছে । এটাই ওঁর আক্ষেপ বা দুঃখ ।" শুভেন্দু অধিকারী বলেন, "এর আগে কলকাতার তৃণমূলের এক সংসদ ইডির বিরুদ্ধে মামলা করেছিল । তার রায় সবাই জানে । মানি লন্ডারিং নিয়ে ইডিকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, তার থেকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে সুপ্রিম কোর্ট । অতএব মামলা তারা করতে পারেন তবে তার পরিণতি কি হবে সেটা সবাই জানেন ।"

শুভেন্দু-কুণালের বাকযুদ্ধ চরমে

কলকাতা, 24 মার্চ: আবারও কুণাল-শুভেন্দুর কু-কথার দ্বৈরথ চরমে উঠল ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। পালটা জবাব দিতে গিয়ে কুণালকে কার্যত ধুয়ে দিলেন শুবেন্দু ৷ যা নিয়ে ফের রাজ্য রাজনীতির শব্দশালীনতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে (Suvendu Adhikari slams Kunal Ghosh) ৷

শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক বেজন্মা, দলবদলু 'মাল' বলেন কুনাল ঘোষ। যার জবাব দিতে গিয়ে পালটা শুভেন্দু জানান, একজন সাড়ে তিন বছরের জেল খাটা নোংরা নর্দমার কীটের সম্পর্কে তিনি কোনও উত্তর দেবেন না ৷ তিনি এদিন বলেন, "সাড়ে তিন বছরের জেলখাটা মাল, যা টুইট করেছে । সেই একই কথা বলেছে 8 মাস জেলখাটা অর্পিতার স্বামী । আমি এসবের কোনও উত্তর দেব না ।"

অন্য়দিকে, কালীঘাটে বৈঠকে এদিন বগটুই নিয়ে আক্ষেপ শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷ তৃণমূল সূত্রে খবর, এদিন বগটুইয়ের ঘটনার প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী জানান, রাজ্য় সরকার সবরকমভাবে আক্রান্তদের পাশে থেকেছে । তাঁদের সাহায্য করেছে। কিন্তু তবুও এত চক্রান্ত ! আজ এই বিষয় মুখ্যমন্ত্রীর গলায় চরম আক্ষেপ শোনা গিয়েছে বলে খবর। এ বিষয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আক্ষেপ কেন ? টুইট করতে ভুলে গিয়েছিল বলে ? শোকপ্রকাশ করতে ভুলে গিয়েছিল বলে আক্ষেপ ? বগটুই গণহত্যার বর্ষপূর্তির দিন মুখ্য়মন্ত্রী দু'বার সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়েছিলেন । একবার ভুবনেশ্বর যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে, আর একবার ভুবনেশ্বরে । এই দু'বারে একবারও যদি উনি বগটুই নিয়ে একটা কথাও উচ্চারণ করতেন তাহলে বুঝতে পারতাম যে বগটুই দিবস ওঁর মনে ছিল ।"

আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় আরও 4 শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "ওটা কি অগ্নিকাণ্ড ছিল ? মৃতদের পরিবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে গণহত্যার কালা দিবস পালন করেছে । এটাই ওঁর আক্ষেপ বা দুঃখ ।" শুভেন্দু অধিকারী বলেন, "এর আগে কলকাতার তৃণমূলের এক সংসদ ইডির বিরুদ্ধে মামলা করেছিল । তার রায় সবাই জানে । মানি লন্ডারিং নিয়ে ইডিকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল, তার থেকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে সুপ্রিম কোর্ট । অতএব মামলা তারা করতে পারেন তবে তার পরিণতি কি হবে সেটা সবাই জানেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.