কলকাতা, 8 এপ্রিল: তৃতীয়বারের জন্য অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির হতে হবে অনুব্রত কন্যা সুকন্যাকে। যদিও এই বিষয়ে সুকন্যা মণ্ডলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, আগামী শনিবার দিল্লি যেতে পারেন সুকন্যা মণ্ডল।
ইতিমধ্যেই সুকন্যার বাবা অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি ৷ এইমুহূর্তে তিহাড়ে রয়েছেন অনুব্রত ৷ সেখানেই অনুব্রত, তাঁর হিসেবরক্ষক মণীষ কোঠারি এবং সায়গল হোসেনকে লাগাতার জেরা করছেন ইডি আধিকারিকরা ৷ এরপরই সুকন্যাকে তলব করে ইডি ৷ গত মার্চ মাসে একাধিকবার তলব করা হলেও ইডির ডাকে সাড়া দেননি তিনি। প্রথমবার আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন সুকন্য়া। এরপর ফের তাঁকে তলব করা হল ৷
ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাধিক তথ্য জানতে পেরেছে বলে খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার নামে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের পাশাপাশি একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে। তদন্তকারীদের দাবি এই টাকাগুলি গরুপাচারের লভ্যাংশের টাকা। তদন্তকারীরা আরও জানাচ্ছে, অনুব্রত মণ্ডল গরুপাচারের সঙ্গে যুক্ত সেই খবর জানতেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। ফলে এক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন ৷ পাশাপাশি যে ফিক্সড ডিপোজিটের সদুত্তর এখনও অনুব্রতর কাছ থেকে পাননি তদন্তকারীরা ৷ সেই ফিক্সড ডিপোজিটের যাবতীয় খুঁটিনাটি তথ্য অনুব্রতর মেয়ে সুকন্যার কাছ থেকে জানতে চান ইডির তদন্তকারীরা।
তবে গত দু'বার সুকন্যা মণ্ডলকে নোটিশ পাঠানো হলেও তিনি কেন ইডির উত্তরে সাড়া দেননি এবং তাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি সেই বিষয়েও উঠেছে প্রশ্ন। তাহলে কি এই অজানা তথ্য জানেন সুকন্যা ? তা গোপন করতেই তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন ? একবার তদন্তকারীদের মুখোমুখি বসলে অনুব্রত মণ্ডলের অসুবিধা হতে পারে এবং তিনি আরও বিপাকে জড়িয়ে পড়তে পারেন সেই কথা ভেবেই ইডির ডাকে সাড়া দেননি সুকন্যা মণ্ডল, এমনই দাবি করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক
পাশাপাশি অনুব্রত মণ্ডলের তৎকালীন হিসেবরক্ষক মণীষ কোঠারিকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা শেষে তাঁকেও গ্রেফতার করেছে ৷ ইডির তদন্তকারীরা জানাচ্ছেন, মণীষ কোঠারিকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে, সেই তথ্য সামনে রেখেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতে চাইছেন তদন্তকারীরা। আর সেই কারণে সুকন্যাকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠাল ইডি।