কলকাতা, 4 এপ্রিল: রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তি, হুগলির রিষড়ার ঘটনা উল্লেখ করে বাংলার আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবি তুলে অমিত শাহকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে মঙ্গলবার এই চিঠি পাঠিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাৎপর্যপূর্ণভাবে এই চিঠিতে রামভক্ত, হিন্দু ও বিজেপি নেতাদের উপর রামনবমী পালনের সময় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ ৷
এই চিঠির বয়ানে রাজ্য পুলিশ ও ডিজি মনোজ মালব্যর ভূমিকারও কড়া সমালোচনা করেছেন সুকান্ত ৷ রাজ্য পুলিশকে সরাসরি 'মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট' বলে উল্লেখ করেছেন তিনি ৷ তবে এই চিঠি যে সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ হিসেবেই লিখেছেন তা তাঁর লেটারপ্যাডের উল্লেখেই স্পষ্ট ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেছেন তিনি ৷
-
Wrote to Union Home Minister Shri @AmitShah ji about the biased actions of West Bengal Police under its current DGP and failure in protecting the people. In recent violence on Ram Navami, police has provided support to rioters and failed in protecting the people. pic.twitter.com/w6F5Gq3dtM
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wrote to Union Home Minister Shri @AmitShah ji about the biased actions of West Bengal Police under its current DGP and failure in protecting the people. In recent violence on Ram Navami, police has provided support to rioters and failed in protecting the people. pic.twitter.com/w6F5Gq3dtM
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 4, 2023Wrote to Union Home Minister Shri @AmitShah ji about the biased actions of West Bengal Police under its current DGP and failure in protecting the people. In recent violence on Ram Navami, police has provided support to rioters and failed in protecting the people. pic.twitter.com/w6F5Gq3dtM
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 4, 2023
এই চিঠিতে রাজ্যের-আইন-শৃঙ্খলার প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দৃষ্টি স্থাপনের আবেদন জানিয়ে সুকান্ত লিখেছেন,"রাজ্যে সম্প্রতি রামভক্ত, হিন্দু ও বিজেপি নেতাদের উপর রামনবমী পালনের সময় যে হামলা হয় ও যে হামলা এখনও চলছে তা সম্পর্কে আপনি নিশ্চই অবগত আছেন ৷ গতকাল হুগলি জেলার রেল স্টেশনেও পাথর ছোড়া হয় যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয় ৷ রাজ্যের শাসকদল তৃণমূল ও তাদের শীর্ষ নেতৃত্বের মদত ছাড়া এই ঘটনা ঘটতে পারে না ৷"
এরপরেই সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার ৷ লিখেছেন, "রাজ্যের ডিজিপি মনোজ মালব্যের নেতৃত্বাধীন পুলিশের ভূমিকা সবচেয়ে দুর্ভাগ্যজনক ৷ তারা মেরুদণ্ড ও নিরপেক্ষতা হারিয়েছে ৷" আসল দোষীদের গ্রেফতার না-করে যারা আক্রান্ত তাঁদেরই হেনস্থা ও গ্রেফতার করছে পুলিশ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে পুলিশ কোনও পদক্ষেপ করছে না, সিসিটিভি ফুটেজ বা ভিডিয়ো দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে না বলে এই চিঠিতে উল্লেখ করেছেন রাজ্য বিজেপি সভাপতি ৷
আরও পড়ুন: রামের নাম বদনাম করছে বিজেপির গুন্ডারা, অভিযোগ মমতার
তাঁকে ও বিজেপির অন্যান্য নেতৃত্বকে পুলিশ উপদ্রুত এলাকায় যেতে না দিলেও তৃণমূল নেতা-মন্ত্রীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই বিষয়ে নজর দিন ও উপযুক্ত পদক্ষেপ করুন সেই আবেদন চিঠিতে করেছেন তিনি ৷ অন্যদিকে, এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি ৷