ETV Bharat / state

Panchayat Elections 2023: '7 ঘণ্টায় 15 জনের মৃত্যু', মমতার ছবি দিয়ে ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ সুকান্তর - panchayat voting process

রক্ত, বোমা-গুলি, খুন-ব্যলট লুঠ, ছাপ্পার মধ্যেই রাজ্যের জেলায় জেলায় চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ এই ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 8, 2023, 4:34 PM IST

Updated : Jul 8, 2023, 4:55 PM IST

কলকাতা, 8 জুলাই: রাজ্যে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ ভোট চলাকালীন রাজ্যে ইতিমধ্যেই 10 জনের বেশি প্রাণ হারিয়েছেন ৷ মৃতদের মধ্যে শাসক-বিরোধী সবপক্ষের কর্মী-সমর্থক রয়েছেন ৷ এমনকি প্রার্থী খুনের ঘটনাও ঘটেছে ৷ ভোটের দিন রাজ্যজুড়ে এত মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এবার এই মৃত্যু মিছিল নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত মজুমদার ৷

শনিবার দুপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এক একটি চুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেই ছবির উপর লেখা, "7 ঘণ্টায় মৃত্যু 15 জনের ৷" টুইটে সুকান্ত ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "বুথে সিসিটিভি নেই, কেন্দ্রীয় বাহিনী আনার বিরোধিতা করা হয়েছিল ও বাহিনীকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে ৷ বুথের দায়িত্ব দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়রদের ৷ বোমা-বন্দুক নিয়ে তাণ্ডব চালাতে দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তৃণমূলের দুষ্কৃতীরা ভোটারদের বলে দিচ্ছে কোতায় ভোট দিতে হবে ৷ পুকুরে ভাসছে ব্যালট পেপার ৷"

  • CCTVs are not installed at booths.

    Central forces deployment was opposed & mishandled.

    Civil volunteers are used at booths.

    Goons are given free hand to carry their guns and bombs.

    TMC goons are directing voters where to vote.

    Ballot papers are being found in ponds. pic.twitter.com/62Zk1u0Th8

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন পরপর 2টি টুইট করেন সুকান্ত মজুমদার ৷ দ্বিতীয় টুইটেও এদিনের ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার ৷ সেখানে তিনি লেখেন,"আজ ভোটের সময় যা হচ্ছে তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও চিন্তা নেই ৷ ভয় পালাচ্ছেন প্রিসাইডিং অফিসাররা ৷ এখনও পর্যন্ত 15 জনের প্রাণ চলে গিয়েছে ৷ ছাপ্পা ভোটিং চলছে ৷ এইসবই চলছে আজ বাংলায় ৷ এই ঘটনা রাজ্যকে লজ্জিত করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদের পরামর্শেই এইসব ঘটছে ৷"

আরও পড়ুন: আর কত রক্ত পেলে শান্তি পাবেন, ফোনে রাজীবাকে প্রশ্ন শুভেন্দুর

এদিনের ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি ভোট প্রক্রিয়া শেষে কমিশনে যাওয়ার কথা বলেছেন ৷ এমনকি 'কালীঘাট চলো'রও ডাক দিয়েছেন শুভেন্দু ৷

কলকাতা, 8 জুলাই: রাজ্যে চলছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ ভোট চলাকালীন রাজ্যে ইতিমধ্যেই 10 জনের বেশি প্রাণ হারিয়েছেন ৷ মৃতদের মধ্যে শাসক-বিরোধী সবপক্ষের কর্মী-সমর্থক রয়েছেন ৷ এমনকি প্রার্থী খুনের ঘটনাও ঘটেছে ৷ ভোটের দিন রাজ্যজুড়ে এত মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এবার এই মৃত্যু মিছিল নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন সুকান্ত মজুমদার ৷

শনিবার দুপুরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এক একটি চুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ সেই ছবির উপর লেখা, "7 ঘণ্টায় মৃত্যু 15 জনের ৷" টুইটে সুকান্ত ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, "বুথে সিসিটিভি নেই, কেন্দ্রীয় বাহিনী আনার বিরোধিতা করা হয়েছিল ও বাহিনীকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে ৷ বুথের দায়িত্ব দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়রদের ৷ বোমা-বন্দুক নিয়ে তাণ্ডব চালাতে দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হয়েছে ৷ তৃণমূলের দুষ্কৃতীরা ভোটারদের বলে দিচ্ছে কোতায় ভোট দিতে হবে ৷ পুকুরে ভাসছে ব্যালট পেপার ৷"

  • CCTVs are not installed at booths.

    Central forces deployment was opposed & mishandled.

    Civil volunteers are used at booths.

    Goons are given free hand to carry their guns and bombs.

    TMC goons are directing voters where to vote.

    Ballot papers are being found in ponds. pic.twitter.com/62Zk1u0Th8

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন পরপর 2টি টুইট করেন সুকান্ত মজুমদার ৷ দ্বিতীয় টুইটেও এদিনের ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার ৷ সেখানে তিনি লেখেন,"আজ ভোটের সময় যা হচ্ছে তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও চিন্তা নেই ৷ ভয় পালাচ্ছেন প্রিসাইডিং অফিসাররা ৷ এখনও পর্যন্ত 15 জনের প্রাণ চলে গিয়েছে ৷ ছাপ্পা ভোটিং চলছে ৷ এইসবই চলছে আজ বাংলায় ৷ এই ঘটনা রাজ্যকে লজ্জিত করছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাদের পরামর্শেই এইসব ঘটছে ৷"

আরও পড়ুন: আর কত রক্ত পেলে শান্তি পাবেন, ফোনে রাজীবাকে প্রশ্ন শুভেন্দুর

এদিনের ভোট প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি ভোট প্রক্রিয়া শেষে কমিশনে যাওয়ার কথা বলেছেন ৷ এমনকি 'কালীঘাট চলো'রও ডাক দিয়েছেন শুভেন্দু ৷

Last Updated : Jul 8, 2023, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.