ETV Bharat / state

Sukanta hits out at Mamata: 'আপনার পরিবারের কোনও সদস্য যদি ভিতরে চলে যায় ?', মমতাকে হুঁশিয়ারি সুকান্তর - মমতা বন্দ্যোপাধ্যায়

Sukanta Majumdar hits out at Mamata Banerjee: সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর 6 মাস ভারতে আছেন ৷ এর পালটা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও তাঁর দাবি, পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবে ৷ তা রুখতে পারবেন না মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Aug 22, 2023, 10:34 AM IST

কলকাতা, 22 অগস্ট: "এর মধ্যে যদি আপনার পরিবারের কোনও সদস্য ভিতরে ঢুকে যায় ?", একটি সংবাদসংস্থায় বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেন ৷ ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন গেরুয়া শিবিরের নেতা ৷

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বার্তা দেন, ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ুক, এটা তিনি চান না ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করা নিয়ে তিনি বলেন, "সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি ৷ মোদিজি আর ছ'মাস ভারতে থাকবেন ৷ তারপর আর মোদিজি ভারতে থাকবেন না ৷ তাঁকে হারানোর জন্য যা যা করার, আমরা করব ৷ আমার এখন একটাই খিদে, বিজেপি হঠাও, ইন্ডিয়া বাঁচাও ৷"

  • #WATCH | West Bengal BJP President Sukanta Majumdar says, "You (Mamata Banerjee) are in the INDIA alliance but India is not with you. India is with PM Modi...CAA will be implemented and Mamata Banerjee will not be able to stop it. The people of Bengal know about your corruption… pic.twitter.com/ORYBIqJ0QU

    — ANI (@ANI) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'যাদবপুরের ছাত্রকে মেরে ফেলল বামপন্থীরা', নেতাজি ইনডোরে তোপ মমতার

এরপরই সুকান্ত পালটা বলেন, "মোদিজির কাছে 6 মাস সময় আছে ৷ আপনার কাছে 6 সপ্তাহ সময় আছে কি ? এর মধ্যে যদি আপনার পরিবারের কোনও সদস্য ভিতরে ঢুকে যায় ?" ইন্ডিয়া জোট নিয়েও সুকান্ত মজুমদার আক্রমণ শানান ৷ তিনি বলেন, "আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আইএনডিআইএ-র একজন সদস্য ৷ কিন্তু ইন্ডিয়া আপনার সঙ্গে নেই ৷ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই রয়েছে ৷"

  • "I have but one objective; @BJP4India hatao, India bachao!"

    Smt @MamataOfficial's words have erupted like a thunderclap, echoing with the promise of imminent change.

    This isn't just a political statement; it's a battle cry that resonates with those who yearn for a different… pic.twitter.com/1ArGzSNUOH

    — All India Trinamool Congress (@AITCofficial) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গটিও উত্থাপন করেন ৷ তিনি বলেন, "সিএএ কার্যকরী করা হবে ৷ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না ৷ বাংলার মানুষ আপনার দুর্নীতির কথা জেনে গিয়েছে ৷ আসন্ন ভোটে আপনাকে বাংলা থেকে ক্ষমতাচ্যুত করবে জনতা ৷" গতকালই এনআরসি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় হুঁশিয়ারির সুরে বলেছেন, "আমি বাংলায় এনআরসি করতে দিইনি ৷ আর করতে দেব না ৷ অসমে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিল, আমরা তখন প্রতিনিধিদল পাঠিয়েছিলাম ৷ তাদের অসমে ঢুকতে দেওয়া হয়নি ৷"

আরও পড়ুন: ফুরফুরা বা বেলুড় মঠের রাজনীতি যোগ চান না মমতা

এদিন মমতা আরও বলেন, "রমাদান মাসে আমি রোজা করতে যাই ৷ ওরা আমার ছবি নিয়ে মজা করে ৷ এমনকী বিজেপি আমার নাম বদলে দিয়েছিল ৷ তবে তাতে আমার কিছু যায় আসে না ৷ আমি দেখব কোনও ধর্ম যেন অন্য ধর্মের সঙ্গে লড়াই না করেন ৷"

কলকাতা, 22 অগস্ট: "এর মধ্যে যদি আপনার পরিবারের কোনও সদস্য ভিতরে ঢুকে যায় ?", একটি সংবাদসংস্থায় বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য প্রসঙ্গেই তিনি এমন মন্তব্য করেন ৷ ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন গেরুয়া শিবিরের নেতা ৷

সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি বার্তা দেন, ধর্মের সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়ুক, এটা তিনি চান না ৷ 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করা নিয়ে তিনি বলেন, "সর্বভারতীয় স্তরে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি ৷ মোদিজি আর ছ'মাস ভারতে থাকবেন ৷ তারপর আর মোদিজি ভারতে থাকবেন না ৷ তাঁকে হারানোর জন্য যা যা করার, আমরা করব ৷ আমার এখন একটাই খিদে, বিজেপি হঠাও, ইন্ডিয়া বাঁচাও ৷"

  • #WATCH | West Bengal BJP President Sukanta Majumdar says, "You (Mamata Banerjee) are in the INDIA alliance but India is not with you. India is with PM Modi...CAA will be implemented and Mamata Banerjee will not be able to stop it. The people of Bengal know about your corruption… pic.twitter.com/ORYBIqJ0QU

    — ANI (@ANI) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'যাদবপুরের ছাত্রকে মেরে ফেলল বামপন্থীরা', নেতাজি ইনডোরে তোপ মমতার

এরপরই সুকান্ত পালটা বলেন, "মোদিজির কাছে 6 মাস সময় আছে ৷ আপনার কাছে 6 সপ্তাহ সময় আছে কি ? এর মধ্যে যদি আপনার পরিবারের কোনও সদস্য ভিতরে ঢুকে যায় ?" ইন্ডিয়া জোট নিয়েও সুকান্ত মজুমদার আক্রমণ শানান ৷ তিনি বলেন, "আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আইএনডিআইএ-র একজন সদস্য ৷ কিন্তু ইন্ডিয়া আপনার সঙ্গে নেই ৷ ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই রয়েছে ৷"

  • "I have but one objective; @BJP4India hatao, India bachao!"

    Smt @MamataOfficial's words have erupted like a thunderclap, echoing with the promise of imminent change.

    This isn't just a political statement; it's a battle cry that resonates with those who yearn for a different… pic.twitter.com/1ArGzSNUOH

    — All India Trinamool Congress (@AITCofficial) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গটিও উত্থাপন করেন ৷ তিনি বলেন, "সিএএ কার্যকরী করা হবে ৷ এবং মমতা বন্দ্যোপাধ্যায় তা আটকাতে পারবেন না ৷ বাংলার মানুষ আপনার দুর্নীতির কথা জেনে গিয়েছে ৷ আসন্ন ভোটে আপনাকে বাংলা থেকে ক্ষমতাচ্যুত করবে জনতা ৷" গতকালই এনআরসি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় হুঁশিয়ারির সুরে বলেছেন, "আমি বাংলায় এনআরসি করতে দিইনি ৷ আর করতে দেব না ৷ অসমে সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিল, আমরা তখন প্রতিনিধিদল পাঠিয়েছিলাম ৷ তাদের অসমে ঢুকতে দেওয়া হয়নি ৷"

আরও পড়ুন: ফুরফুরা বা বেলুড় মঠের রাজনীতি যোগ চান না মমতা

এদিন মমতা আরও বলেন, "রমাদান মাসে আমি রোজা করতে যাই ৷ ওরা আমার ছবি নিয়ে মজা করে ৷ এমনকী বিজেপি আমার নাম বদলে দিয়েছিল ৷ তবে তাতে আমার কিছু যায় আসে না ৷ আমি দেখব কোনও ধর্ম যেন অন্য ধর্মের সঙ্গে লড়াই না করেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.