ETV Bharat / state

Sukanta Majumdar on DA Issue: হাইকোর্ট গালে থাপ্পড় মারা সত্ত্বেও ডিএ দিচ্ছে না রাজ্য, মন্তব্য সুকান্তর - রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত

সোমবার ফের রাজ্য সরকারকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on TMC Govt) ৷ রাজ্যের সমালোচনা পশ্চিমবঙ্গের মুসলিমদের সঙ্গে গুজরাতের তুলনাও টানেন তিনি ৷

ETV Bharat
সুকান্ত মজুমদার
author img

By

Published : Jan 30, 2023, 7:08 PM IST

রাজ্যের সমালোচনায় সুকান্ত মজুমদার

কলকাতা, 30 জানুয়ারি: একটি মামলার কাজে কলকাতা হাইকোর্টে এসে সোমবার রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার প্রশ্নে এদিন তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নেন রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar speaks on DA Issue) ৷ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি বলেন,"হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারের গালে থাপ্পড় মারা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না ।"

সুকান্ত মজুমদারের কথায়,"বিজেপি গত নির্বাচনে ক্ষমতায় আসার পর বলা হয়েছিল মুসলিমদের স্বার্থে আঘাত আসবে । তাদের মসজিদে ঢুকতে দেওয়া হবে না । আমার প্রশ্ন বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের অবস্থা আর এরাজ্যের মুসলিমদের অবস্থার তুলনা করে দেখুন না। গুজরাতে মাত্র 10 শতাংশ মুসলিম আর এরাজ্যে 30 শতাংশ । এরাজ্যের কতজন মুসলিম সরকারি চাকরি করেন আর গুজরাতে কতজন মুসলিম সরকারি চাকরি করেন খতিয়ে দেখা হোক ।"

আরও পড়ুন: 'রাজনৈতিক ব্যক্তিরা কি বই লিখতে পারেন না ?' প্রশ্ন মমতার

বাংলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অকারণে একের পর এক মামলা দেওয়া হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন সুকান্ত (Sukanta Majumdar slams WB Govt) ৷ তিনি বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মন্তব্য করাতেও আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে । সেই মামলায় জামিন নিতে এসেছি । শান্তনু সেন একজন সাংসদ, তাঁর মাইনে আর আমার মাইনে একই । কিন্তু তাঁর মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে হলফনামায় জানিয়েছে তার বাবার রোজগার নাকি বছরে 3 লক্ষ টাকা । এরাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও শেষ করে দেওয়া হয়েছে ।" রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন করতে পারছে না রাজ্য সরকার । কারণ ওবিসি সংরক্ষণের তালিকা ঠিক করতে পারেনি সরকার এখনও ঠিক করতে পারেনি ৷ সংরক্ষণ আইন মানা হয়নি ।

রাজ্যের সমালোচনায় সুকান্ত মজুমদার

কলকাতা, 30 জানুয়ারি: একটি মামলার কাজে কলকাতা হাইকোর্টে এসে সোমবার রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার প্রশ্নে এদিন তৃণমূল কংগ্রেস সরকারকে এক হাত নেন রাজ্য বিজেপি সভাপতি (Sukanta Majumdar speaks on DA Issue) ৷ কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি বলেন,"হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারের গালে থাপ্পড় মারা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না ।"

সুকান্ত মজুমদারের কথায়,"বিজেপি গত নির্বাচনে ক্ষমতায় আসার পর বলা হয়েছিল মুসলিমদের স্বার্থে আঘাত আসবে । তাদের মসজিদে ঢুকতে দেওয়া হবে না । আমার প্রশ্ন বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের অবস্থা আর এরাজ্যের মুসলিমদের অবস্থার তুলনা করে দেখুন না। গুজরাতে মাত্র 10 শতাংশ মুসলিম আর এরাজ্যে 30 শতাংশ । এরাজ্যের কতজন মুসলিম সরকারি চাকরি করেন আর গুজরাতে কতজন মুসলিম সরকারি চাকরি করেন খতিয়ে দেখা হোক ।"

আরও পড়ুন: 'রাজনৈতিক ব্যক্তিরা কি বই লিখতে পারেন না ?' প্রশ্ন মমতার

বাংলায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অকারণে একের পর এক মামলা দেওয়া হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন সুকান্ত (Sukanta Majumdar slams WB Govt) ৷ তিনি বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মন্তব্য করাতেও আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে । সেই মামলায় জামিন নিতে এসেছি । শান্তনু সেন একজন সাংসদ, তাঁর মাইনে আর আমার মাইনে একই । কিন্তু তাঁর মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে হলফনামায় জানিয়েছে তার বাবার রোজগার নাকি বছরে 3 লক্ষ টাকা । এরাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও শেষ করে দেওয়া হয়েছে ।" রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তাঁর বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন করতে পারছে না রাজ্য সরকার । কারণ ওবিসি সংরক্ষণের তালিকা ঠিক করতে পারেনি সরকার এখনও ঠিক করতে পারেনি ৷ সংরক্ষণ আইন মানা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.