ETV Bharat / state

বাংলায় NRC করতে এলে বাংলা বুঝে নেবে, হুঁশিয়ারি সুজনের

author img

By

Published : Mar 2, 2020, 4:39 AM IST

Updated : Mar 2, 2020, 8:02 AM IST

বাংলায় NRC হবেই । অমিত শাহর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেন, বাংলায় NRC করতে আসলে বাংলা বুঝে নেবে ।

Sujan Threatened Shah on NRC
সুজন চক্রবর্তী

কলকাতা, 2 মার্চ : গতকাল শহিদ মিনারে NRC-র সমর্থনে সভা করেন অমিত শাহ । সভায় তিনি জানান, বাংলায় NRC হবেই । এরপরই তাঁকে কটাক্ষ করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বাংলায় NRC করতে আসলে বাংলা বুঝে নেবে ৷"

গতকাল সন্ধ্যায় সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে NRC, CAA- র প্রতিবাদে মহামায়াতলা থেকে গড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে CPI(M) ৷ দিল্লির অশান্তির পরে শহরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের প্রতিবাদেই যে এই মিছিল তা বলা বাহুল্য় ৷ মিছিলের পর গড়িয়া মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন CPI(M) কর্মী- সমর্থকরা ৷

কী বললেন সুজন ?

প্রতিবাদ মিছিল থেকেই সুজন চক্রবর্তী বলেন, অমিত শাহর কথাতেই বোঝা যাচ্ছে তাঁর NRC নিয়ে মনোভাব ৷ কিন্তু বাংলায় NRC করতে আসলে বাংলাও বুঝে নেবে ৷ এরপরই BJP-তৄণমূল গট-আপ গেম খেলছে বলে অভিযোগ করেন সুজন ৷ বলেন, ''শাহর শহরে আসা নিয়ে তৃণমূলের মনোভাব স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ বাংলার মানুষ এত বোকা নয় ৷''

সুজনের অভিযোগ, পুলিশের সামনে ''গোলি মারো শালো কো স্লোগান দেওয়া হল৷ পুলিশ ব্যবস্থা নিল না ৷ জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে ৷''

কলকাতা, 2 মার্চ : গতকাল শহিদ মিনারে NRC-র সমর্থনে সভা করেন অমিত শাহ । সভায় তিনি জানান, বাংলায় NRC হবেই । এরপরই তাঁকে কটাক্ষ করে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বাংলায় NRC করতে আসলে বাংলা বুঝে নেবে ৷"

গতকাল সন্ধ্যায় সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তীর নেতৃত্বে NRC, CAA- র প্রতিবাদে মহামায়াতলা থেকে গড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে CPI(M) ৷ দিল্লির অশান্তির পরে শহরে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের প্রতিবাদেই যে এই মিছিল তা বলা বাহুল্য় ৷ মিছিলের পর গড়িয়া মোড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন CPI(M) কর্মী- সমর্থকরা ৷

কী বললেন সুজন ?

প্রতিবাদ মিছিল থেকেই সুজন চক্রবর্তী বলেন, অমিত শাহর কথাতেই বোঝা যাচ্ছে তাঁর NRC নিয়ে মনোভাব ৷ কিন্তু বাংলায় NRC করতে আসলে বাংলাও বুঝে নেবে ৷ এরপরই BJP-তৄণমূল গট-আপ গেম খেলছে বলে অভিযোগ করেন সুজন ৷ বলেন, ''শাহর শহরে আসা নিয়ে তৃণমূলের মনোভাব স্পষ্ট বোঝা যাচ্ছে ৷ বাংলার মানুষ এত বোকা নয় ৷''

সুজনের অভিযোগ, পুলিশের সামনে ''গোলি মারো শালো কো স্লোগান দেওয়া হল৷ পুলিশ ব্যবস্থা নিল না ৷ জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে ৷''

Last Updated : Mar 2, 2020, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.