ETV Bharat / state

Sujan slams BJP: ধনকড় এনডিএ উপ-রাষ্ট্রপতি প্রার্থী, মমতা-রাজ্যপাল 'বৈঠক'কে কটাক্ষ সুজনের

author img

By

Published : Jul 17, 2022, 9:57 AM IST

উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা হতেই কটাক্ষ বামেদের । বিষয়টা কোনও নতুন ঘটনা নয় বলেই দাবি সিপিআইএম-এর পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty slams BJP)।

Sujan Chakraborty news
পাহাড়ের বৈঠক টেনে তীব্র কটাক্ষ সুজনের

কলকাতা, 17 জুলাই: উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা হতেই কটাক্ষ বামেদের । 'বিষয়টা কোনও নতুন ঘটনা নয়', দাবি সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slams BJP) । পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমন্ত বিশ্ব শর্মা ও ধনকড়ের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলকেও কড়া আক্রমণ করেছেন সুজন ।

তিনি বলেন, "ক'দিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড় মাঝখানে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে গোপনে কী শলা-পরামর্শ করেছেন তা সকলেই জানেন । এরমধ্যে নতুনত্ব কিছু নেই । তবে, উপ-রাষ্ট্রপতি কেন ? যিনি রাজ্যপাল হিসেবে এরাজ্যে বিজেপির হয়ে এত ফিল্ডিং করলেন, তাঁর জন্য আরেকটু বেশি গুরুত্বপূর্ণ পদ দেওয়া যেত না ? আমি জানি না ধনকড় সাহেব এতে অখুশি হলেন কি না, অপমানিত হলেন কি না আমি জানি না ।"

পাহাড়ের বৈঠক টেনে তীব্র কটাক্ষ সুজনের

আরও পড়ুন: পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর রইল যুবক ! উদ্বেগ প্রকাশ করে তদন্ত চাইলেন সুজন

উল্লেখ্য, আগামী 6 অগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৷ ওইদিনই গণনা ৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঠিক করতে শনিবার বিজেপির সদর দফতরে বৈঠক হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডারা বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঠিক করেন ।

কলকাতা, 17 জুলাই: উপ-রাষ্ট্রপতি পদে বিজেপি প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা হতেই কটাক্ষ বামেদের । 'বিষয়টা কোনও নতুন ঘটনা নয়', দাবি সিপিআইএম পলিটব্যুরো সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slams BJP) । পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমন্ত বিশ্ব শর্মা ও ধনকড়ের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক দলকেও কড়া আক্রমণ করেছেন সুজন ।

তিনি বলেন, "ক'দিন আগে রাজ্যপাল জগদীপ ধনকড় মাঝখানে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে গোপনে কী শলা-পরামর্শ করেছেন তা সকলেই জানেন । এরমধ্যে নতুনত্ব কিছু নেই । তবে, উপ-রাষ্ট্রপতি কেন ? যিনি রাজ্যপাল হিসেবে এরাজ্যে বিজেপির হয়ে এত ফিল্ডিং করলেন, তাঁর জন্য আরেকটু বেশি গুরুত্বপূর্ণ পদ দেওয়া যেত না ? আমি জানি না ধনকড় সাহেব এতে অখুশি হলেন কি না, অপমানিত হলেন কি না আমি জানি না ।"

পাহাড়ের বৈঠক টেনে তীব্র কটাক্ষ সুজনের

আরও পড়ুন: পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর রইল যুবক ! উদ্বেগ প্রকাশ করে তদন্ত চাইলেন সুজন

উল্লেখ্য, আগামী 6 অগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৷ ওইদিনই গণনা ৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঠিক করতে শনিবার বিজেপির সদর দফতরে বৈঠক হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডারা বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঠিক করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.