ETV Bharat / state

বিনাশকালে বুদ্ধিনাশ, রাজ্যকে আক্রমণ বিরোধীদের - abdul mannan

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিসহ বেসরকারি বাস পথে না নামার ইশুতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দিলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ও বিমান বসু । একই বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা আবদুল মান্নানও ।

aa
চক্রবর্তী
author img

By

Published : Jun 30, 2020, 10:22 PM IST

কলকাতা, 30 জুন: ক্রমাগত পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিহয়েই চলেছে । পরপর টানা 21 দিনবেড়েছিল পেট্রল-ডিজ়েলের দাম । 22 দিনের মাথায় দাম না বাড়লেও গতকাল 23 দিনের মাথাতেও ফের দাম বেড়েছেপেট্রপণ্যের । আর এই নিয়ে সরব হয়েছে বাম-কংগ্রেস । পেট্রপণ্যের ক্রমাগতমূল্যবৃদ্ধি রদের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে বারংবার । অন্যদিকে ভাড়া নাবাড়ানোয় পথে বাস নামাতে চাইছেন না বেসরকারি বাস মালিকরা । দুর্ভোগ পোহাতে হচ্ছেসাধারণ মানুষকে । এই বিষয়গুলি নিয়েই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতি ক্ষোভউগরে দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

সুজনচক্রবর্তী বলেন, "অবিলম্বেরাজ্যের পরিবহন ব্যবস্থাকে সচল না করলে চূড়ান্ত দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ ।সরকারি দিশাহীনতায় মানুষের ভোগান্তি বেড়েই চলেছে । রাজ্যের পরিবহনমন্ত্রী নিখোঁজহয়ে গেছেন ।" অন্যদিকে বিমান বসুর বক্তব্য, "রাজ্যে লকডাউন চলছে । এরই মধ্যেমুখ্যমন্ত্রী পরিবহন ব্যবস্থাকে সচল করার চেষ্টা করছেন । যদিও সরকার নিয়ন্ত্রিতযানবাহনগুলি রাস্তায় বের হচ্ছে । কিন্তু বেসরকারি পরিবহন ব্যবস্থা বিপন্ন । সকালথেকেই মানুষ রাস্তায় বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নাকাল হচ্ছে । সেই সঙ্গেবেশ কয়েকজন অসাধু পরিবহন ব্যবসায়ী মোটা অর্থের বিনিময়ে ব্যবসা করতে রাস্তায়নেমেছে । কোনও দিকেই সরকারের নজর নেই ।" "

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের বক্তব্য,"রাজ্যসরকার কোমায় চলে গেছে । মানুষের বিপদে পাশে নেই সরকার । পরিবহন ব্যবস্থা ভেঙেপড়েছে । বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে সরকারের ।"

কলকাতা, 30 জুন: ক্রমাগত পেট্রপণ্যের মূল্যবৃদ্ধিহয়েই চলেছে । পরপর টানা 21 দিনবেড়েছিল পেট্রল-ডিজ়েলের দাম । 22 দিনের মাথায় দাম না বাড়লেও গতকাল 23 দিনের মাথাতেও ফের দাম বেড়েছেপেট্রপণ্যের । আর এই নিয়ে সরব হয়েছে বাম-কংগ্রেস । পেট্রপণ্যের ক্রমাগতমূল্যবৃদ্ধি রদের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে বারংবার । অন্যদিকে ভাড়া নাবাড়ানোয় পথে বাস নামাতে চাইছেন না বেসরকারি বাস মালিকরা । দুর্ভোগ পোহাতে হচ্ছেসাধারণ মানুষকে । এই বিষয়গুলি নিয়েই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতি ক্ষোভউগরে দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

সুজনচক্রবর্তী বলেন, "অবিলম্বেরাজ্যের পরিবহন ব্যবস্থাকে সচল না করলে চূড়ান্ত দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ ।সরকারি দিশাহীনতায় মানুষের ভোগান্তি বেড়েই চলেছে । রাজ্যের পরিবহনমন্ত্রী নিখোঁজহয়ে গেছেন ।" অন্যদিকে বিমান বসুর বক্তব্য, "রাজ্যে লকডাউন চলছে । এরই মধ্যেমুখ্যমন্ত্রী পরিবহন ব্যবস্থাকে সচল করার চেষ্টা করছেন । যদিও সরকার নিয়ন্ত্রিতযানবাহনগুলি রাস্তায় বের হচ্ছে । কিন্তু বেসরকারি পরিবহন ব্যবস্থা বিপন্ন । সকালথেকেই মানুষ রাস্তায় বেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নাকাল হচ্ছে । সেই সঙ্গেবেশ কয়েকজন অসাধু পরিবহন ব্যবসায়ী মোটা অর্থের বিনিময়ে ব্যবসা করতে রাস্তায়নেমেছে । কোনও দিকেই সরকারের নজর নেই ।" "

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানের বক্তব্য,"রাজ্যসরকার কোমায় চলে গেছে । মানুষের বিপদে পাশে নেই সরকার । পরিবহন ব্যবস্থা ভেঙেপড়েছে । বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে সরকারের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.