ETV Bharat / state

'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের

Tapas Roy Criticises Sudip Bandyopadhyay: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান' মন্তব্যের এবার সরব হলেন তাপস রায় ৷ বরানগরের বিধায়করে কটাক্ষ, সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে, অভিনয় করলে দাদাসাহেব ফালকে পাকা ছিল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 6:58 PM IST

Updated : Jan 2, 2024, 7:53 PM IST

লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের

কলকাতা, 2 জানুয়ারি: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আঁচে এখনও জ্বলছে তৃণমূল ৷ দলের ভিতরেই অপ্রিয় হয়ে উঠেছেন লোকসভার দলনেতা ৷ আর সেখানে নামটা যদি তাপস রায় হয়, তাহলে তো কথাই নেই ৷ দু’জনের সম্পর্কের সমীকরণ কতটা 'সরল', তার নির্দশন অতীতে পাওয়া গিয়েছে ৷ আর তাই এবার 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত' মন্তব্যে সুদীপকে নিশানা করতে ছাড়লেন না তাপস ৷ তাঁর কটাক্ষ, "অভিনয় করলে দাদাসাহেব ফালকে পেতেন সুদীপ ৷"

সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা ৷ জাতীয় স্তরে দিল্লির বড় বড় নেতার সঙ্গে তাঁর ওঠা-বসা ৷ আর সেই সূত্রেই সুদীপকে তাপসের কটাক্ষ, "উনি তো জাতীয় স্তরের নেতা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা থাকতে এটা হবে কেন ? আমি বুঝতে পারলাম না ৷ মাঝে 6 বছর তো উনি দলে ছিলেন না ৷ এই বক্তব্য কি তার বিলম্বিত বোধ হয় ! তখন এসব উপলব্ধি নিশ্চয়ই করেননি ?"

গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন বলেই এত আলোচনা । মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, সেদিন আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, দেশের রাজনীতির যা গতিপ্রকৃতি তাতে 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে' ৷" আর সেই মন্তব্যের পরেই কুণাল ঘোষ সুদীপকে 'অন্ধ আনুগত্য' বলে নিশানা করেছিলেন ৷ এই ইস্যুতে আজ আবার তাপস রায়ও সরব হলেন ৷

সুদীপের সমালোচনায় তাপস বলেন, "বালাই ষাট, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন ! একথা বললেন কী করে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম করে 10-12 বছরের বড় উনি ৷ মমতা আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন ৷ এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের না থাকলে উনি যে কথা বলেছেন, ওনার অবস্থা সেরকম হতে পারত ৷"

এ দিন তাপস রায়কে প্রশ্ন করা হয়, কেউ কেউ বলছেন এই নবীন-প্রবীণ দ্বন্দ্বটা আসলে তৃণমূল কংগ্রেসের নাটক ৷ তারই জবাব দিতে গিয়ে তাপস রায় বলেন, "সেটা আমি বলতে পারব না ৷ তবে, এ কথা বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি না করে অভিনয় করতেন, তবে দাদাসাহেব ফালকে তাঁর রাখা ছিল ৷ অস্কার পেতেন কিনা জানি না, তবে নাম অস্কারে বিবেচিত হত ৷"

উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের এই 'মিষ্টি-মধুর' সম্পর্ক আজকের নয় ৷ উত্তর কলকাতা তৃণমূলের সংগঠনের লড়াইয়ে বরাবর এই দুই শীর্ষনেতার দ্বৈরথ দেখা গিয়েছে ৷ এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠকের অভিযোগও তুলেছিলেন তাপস ৷ সেই ঘটনা 2022 সালে ৷ যেখানে বিজেপির তমোঘ্ন ঘোষের সঙ্গে সুসম্পর্কের কারণে, তাঁর বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন সুদীপ ৷ যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী ৷ এ নিয়ে সাংবাদিক বৈঠক করে, সুদীপের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন তাপস রায় ৷

আরও পড়ুন:

  1. সুদীপের 'ছাগলের তৃতীয় সন্তান' তুলনা! হতবাক কুণাল বললেন 'অন্ধ আনুগত্য'
  2. অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল
  3. বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তুললেন তৃণমূলের তাপস

লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের

কলকাতা, 2 জানুয়ারি: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের আঁচে এখনও জ্বলছে তৃণমূল ৷ দলের ভিতরেই অপ্রিয় হয়ে উঠেছেন লোকসভার দলনেতা ৷ আর সেখানে নামটা যদি তাপস রায় হয়, তাহলে তো কথাই নেই ৷ দু’জনের সম্পর্কের সমীকরণ কতটা 'সরল', তার নির্দশন অতীতে পাওয়া গিয়েছে ৷ আর তাই এবার 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যেত' মন্তব্যে সুদীপকে নিশানা করতে ছাড়লেন না তাপস ৷ তাঁর কটাক্ষ, "অভিনয় করলে দাদাসাহেব ফালকে পেতেন সুদীপ ৷"

সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা ৷ জাতীয় স্তরে দিল্লির বড় বড় নেতার সঙ্গে তাঁর ওঠা-বসা ৷ আর সেই সূত্রেই সুদীপকে তাপসের কটাক্ষ, "উনি তো জাতীয় স্তরের নেতা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা থাকতে এটা হবে কেন ? আমি বুঝতে পারলাম না ৷ মাঝে 6 বছর তো উনি দলে ছিলেন না ৷ এই বক্তব্য কি তার বিলম্বিত বোধ হয় ! তখন এসব উপলব্ধি নিশ্চয়ই করেননি ?"

গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন বলেই এত আলোচনা । মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, সেদিন আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, দেশের রাজনীতির যা গতিপ্রকৃতি তাতে 'বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে' ৷" আর সেই মন্তব্যের পরেই কুণাল ঘোষ সুদীপকে 'অন্ধ আনুগত্য' বলে নিশানা করেছিলেন ৷ এই ইস্যুতে আজ আবার তাপস রায়ও সরব হলেন ৷

সুদীপের সমালোচনায় তাপস বলেন, "বালাই ষাট, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন ! একথা বললেন কী করে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম করে 10-12 বছরের বড় উনি ৷ মমতা আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন ৷ এটা সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের না থাকলে উনি যে কথা বলেছেন, ওনার অবস্থা সেরকম হতে পারত ৷"

এ দিন তাপস রায়কে প্রশ্ন করা হয়, কেউ কেউ বলছেন এই নবীন-প্রবীণ দ্বন্দ্বটা আসলে তৃণমূল কংগ্রেসের নাটক ৷ তারই জবাব দিতে গিয়ে তাপস রায় বলেন, "সেটা আমি বলতে পারব না ৷ তবে, এ কথা বলতে পারি সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতি না করে অভিনয় করতেন, তবে দাদাসাহেব ফালকে তাঁর রাখা ছিল ৷ অস্কার পেতেন কিনা জানি না, তবে নাম অস্কারে বিবেচিত হত ৷"

উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের এই 'মিষ্টি-মধুর' সম্পর্ক আজকের নয় ৷ উত্তর কলকাতা তৃণমূলের সংগঠনের লড়াইয়ে বরাবর এই দুই শীর্ষনেতার দ্বৈরথ দেখা গিয়েছে ৷ এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠকের অভিযোগও তুলেছিলেন তাপস ৷ সেই ঘটনা 2022 সালে ৷ যেখানে বিজেপির তমোঘ্ন ঘোষের সঙ্গে সুসম্পর্কের কারণে, তাঁর বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন সুদীপ ৷ যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী ৷ এ নিয়ে সাংবাদিক বৈঠক করে, সুদীপের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলেছিলেন তাপস রায় ৷

আরও পড়ুন:

  1. সুদীপের 'ছাগলের তৃতীয় সন্তান' তুলনা! হতবাক কুণাল বললেন 'অন্ধ আনুগত্য'
  2. অভিষেক পিছিয়ে যাবেন না, প্রতিষ্ঠা দিবসে সুব্রতের বক্তব্যে বিভাজন দেখছেন কুণাল
  3. বিজেপি নেতার বাড়িতে কেন গিয়েছিলেন সুদীপ, প্রশ্ন তুললেন তৃণমূলের তাপস
Last Updated : Jan 2, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.