ETV Bharat / state

বেসরকারি বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে পথে নামবে SUCI - lockdown update Kolkata

দীর্ঘদিন লকডাউনের ফলে বহু মানুষ উপার্জনহীন হয়ে পড়েছেন । গৃহবন্দী মানুষ । আয় নেই । দীর্ঘদিন পর ঘর থেকে বেরিয়ে যাঁরা কাজের সন্ধানে যাবেন বাসের ভাড়া দিতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়বেন তাঁরা বলে মনে করছেন চণ্ডীদাস ভট্টাচার্য । গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবে SUCI ।

suci
suci
author img

By

Published : May 15, 2020, 9:03 AM IST

কলকাতা, 15মে : বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নামবে SUCI । অমানবিকভাবে বাসের ভাড়া বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করলেন SUCI-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য । বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন বাস মালিকরা । এই প্রস্তাবের কড়া সমালোচনা করেন তিনি ।

দীর্ঘদিন লকডাউনের ফলে বহু মানুষ উপার্জনহীন হয়ে পড়েছেন । গৃহবন্দী মানুষ । আয় নেই । দীর্ঘদিন পর ঘর থেকে বেরিয়ে যাঁরা কাজের সন্ধানে যাবেন বাসের ভাড়া দিতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়বেন তাঁরা বলে মনে করছেন চণ্ডীদাস ভট্টাচার্য । গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবে SUCI ।

SUCI-র রাজ্য সম্পাদক এই বিষয়ে বলেন, “বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি । এমনিতেই লকডাউনে সাধারণ গরিব মানুষের কোনও উপার্জন নেই । ফলে আর্থিকভাবে তাঁরা অত্যন্ত বিপর্যস্ত । এই অবস্থায় বাসের ভাড়া 25-30 টাকা পর্যন্ত বৃদ্ধি করা অত্যন্ত অমানবিক । পরিবহন যেহেতু একটি পরিষেবা, আমাদের দাবি রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালানোর ব্যবস্থা করুক । যাতে মানুষ বর্তমান ভাড়াতেই যাতায়াত করতে পারেন ।”

রাজ্যের পরিবহনমন্ত্রীর কাছেও আবেদন জানাবে SUCI । অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি রোধ করতে হবে বলে দাবি জানায় তারা । না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যের মানুষ আরও বেশি বিপর্যয়ের মুখে পড়বেন । বেসরকারি বাসের ভাড়া এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়লে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা বলে মন্তব্য SUCI রাজ্য সম্পাদকমণ্ডলীর ।

কলকাতা, 15মে : বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নামবে SUCI । অমানবিকভাবে বাসের ভাড়া বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করলেন SUCI-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য । বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন বাস মালিকরা । এই প্রস্তাবের কড়া সমালোচনা করেন তিনি ।

দীর্ঘদিন লকডাউনের ফলে বহু মানুষ উপার্জনহীন হয়ে পড়েছেন । গৃহবন্দী মানুষ । আয় নেই । দীর্ঘদিন পর ঘর থেকে বেরিয়ে যাঁরা কাজের সন্ধানে যাবেন বাসের ভাড়া দিতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়বেন তাঁরা বলে মনে করছেন চণ্ডীদাস ভট্টাচার্য । গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবে SUCI ।

SUCI-র রাজ্য সম্পাদক এই বিষয়ে বলেন, “বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাবের তীব্র নিন্দা জানাচ্ছি । এমনিতেই লকডাউনে সাধারণ গরিব মানুষের কোনও উপার্জন নেই । ফলে আর্থিকভাবে তাঁরা অত্যন্ত বিপর্যস্ত । এই অবস্থায় বাসের ভাড়া 25-30 টাকা পর্যন্ত বৃদ্ধি করা অত্যন্ত অমানবিক । পরিবহন যেহেতু একটি পরিষেবা, আমাদের দাবি রাজ্য সরকার ভর্তুকি দিয়ে বাস চালানোর ব্যবস্থা করুক । যাতে মানুষ বর্তমান ভাড়াতেই যাতায়াত করতে পারেন ।”

রাজ্যের পরিবহনমন্ত্রীর কাছেও আবেদন জানাবে SUCI । অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি রোধ করতে হবে বলে দাবি জানায় তারা । না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যের মানুষ আরও বেশি বিপর্যয়ের মুখে পড়বেন । বেসরকারি বাসের ভাড়া এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়লে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা বলে মন্তব্য SUCI রাজ্য সম্পাদকমণ্ডলীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.