ETV Bharat / state

Rare Surgery: কলকাতার হাসপাতালে বিরল অস্ত্রোপচার, সেরে উঠলেন ভিনদেশের রোগী - কলকাতা

এইচআইভি আক্রান্ত (HIV Positive) বিদেশি নাগরিকের (Foreign Citizen ) কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করে নজির তৈরি করল কলকাতার (Kolkata) এক বেসরকারি হাসপাতাল (Private Hospital) ৷ কী ঘটেছিল ওই রোগীর সঙ্গে ?

Successful Kidney Transplant of HIV Positive Foreign Citizen at a Private Hospital in Kolkata
Rare Surgery: কলকাতার হাসপাতালে বিরল অস্ত্রোপচার, সেরে উঠলেন ভিনদেশি রোগী
author img

By

Published : Nov 12, 2022, 4:48 PM IST

কলকাতা, 12 নভেম্বর: বিরল অস্ত্রোপচারে (Rare Surgery) মিলল সাফল্য ৷ সৌজন্যে শহর কলকাতার (Kolkata) এক বেসরকারি হাসপাতাল (Private Hospital) ৷ দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে এইচআইভি আক্রান্ত (HIV Positive) এক বিদেশি নাগরিকের (Foreign Citizen) কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করা হল ৷ ঘানা (Ghana) থেকে আসা ওই ব্যক্তির অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন চিকিৎসক প্রতীক দাস ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পশ্চিম আফ্রিকার ঘানার বাসিন্দা ওই ব্যক্তির বয়স 51 বছর ৷ তিনি একজন স্কুল শিক্ষক ৷ কিডনির চিকিৎসা করাতেই গত মার্চ মাসে ভারতে আসেন তিনি ৷ দু'মাস আগে ভর্তি হন মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে ৷ তাঁক সুস্থ করে তোলা এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে মূলত দু'টি বিষয় ভাবাচ্ছিল চিকিৎসকদের ৷ প্রথমত, ওই রোগী এইচআইভি আক্রান্ত ৷ দ্বিতীয়ত, তাঁকে কিডনি দানের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরই ভাই ৷ অথচ, তাঁদের দু'জনের রক্তের গ্রুপ আলাদা !

আরও পড়ুন: এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি

এই অবস্থায় গত দু'মাস ধরে ওই ব্যক্তির একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ তারই ভিত্তিতে শুরু হয় প্রাথমিক চিকিৎসা ৷ অবশেষে, গত 27 অক্টোবর ওই ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় ৷ তাঁর ভাইয়ের রক্তের গ্রুপ আলাদা হওয়া সত্ত্বেও তাঁরই কিডনি ওই প্রৌঢ়ের দেহে প্রতিস্থাপিত করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ওই রোগী সম্পূর্ণ সুস্থ ৷ তবে, তাঁর পেলভিসে একটি সমস্যা রয়েছে ৷ যা শীঘ্রই সেরে যাবে ৷ সুদূর আফ্রিকা থেকে ভারতে চিকিৎসা করাতে এসে তিনি যে সুস্থ হয়ে উঠতে পেরেছেন, তার জন্য হাসপাতালের চিকিৎসক-সহ অন্যদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ওই ব্যক্তি ৷

হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক প্রতীক দাস এই প্রসঙ্গে জানান, "যে অবস্থায় এই ব্যক্তি আমাদের এখানে এসেছিলেন তার নিরিখে বলতে গেলে তিনি এখন অনেকটাই সুস্থ ৷ আমরা ওঁর এইচআইভি-জনিত চিকিৎসার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিডনির ওষুধের ব্যবস্থা করেছি ৷ আরও কিছু সময় ওঁকে পর্যবেক্ষণে রাখতে হবে ৷ তারপর তিনি চাইলেই নিজের দেশে ফিরে যেতে পারবেন ৷" এর আগে কখনও এমন পরিস্থিতিতে এই ধরনের সফল অস্ত্রোপচার হয়েছে কিনা, তা মনে করতে পারলেন না চিকিৎসক ৷ তবে তিনি জানান, তাঁদের হাসপাতালে অন্তত এমন ঘটনা প্রথম ঘটল ৷

কলকাতা, 12 নভেম্বর: বিরল অস্ত্রোপচারে (Rare Surgery) মিলল সাফল্য ৷ সৌজন্যে শহর কলকাতার (Kolkata) এক বেসরকারি হাসপাতাল (Private Hospital) ৷ দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে এইচআইভি আক্রান্ত (HIV Positive) এক বিদেশি নাগরিকের (Foreign Citizen) কিডনি প্রতিস্থাপন (Kidney Transplant) করা হল ৷ ঘানা (Ghana) থেকে আসা ওই ব্যক্তির অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন চিকিৎসক প্রতীক দাস ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পশ্চিম আফ্রিকার ঘানার বাসিন্দা ওই ব্যক্তির বয়স 51 বছর ৷ তিনি একজন স্কুল শিক্ষক ৷ কিডনির চিকিৎসা করাতেই গত মার্চ মাসে ভারতে আসেন তিনি ৷ দু'মাস আগে ভর্তি হন মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে ৷ তাঁক সুস্থ করে তোলা এবং অস্ত্রোপচারের ক্ষেত্রে মূলত দু'টি বিষয় ভাবাচ্ছিল চিকিৎসকদের ৷ প্রথমত, ওই রোগী এইচআইভি আক্রান্ত ৷ দ্বিতীয়ত, তাঁকে কিডনি দানের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরই ভাই ৷ অথচ, তাঁদের দু'জনের রক্তের গ্রুপ আলাদা !

আরও পড়ুন: এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, বালকের ফুসফুস থেকে বেরোল বাঁশি

এই অবস্থায় গত দু'মাস ধরে ওই ব্যক্তির একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ তারই ভিত্তিতে শুরু হয় প্রাথমিক চিকিৎসা ৷ অবশেষে, গত 27 অক্টোবর ওই ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় ৷ তাঁর ভাইয়ের রক্তের গ্রুপ আলাদা হওয়া সত্ত্বেও তাঁরই কিডনি ওই প্রৌঢ়ের দেহে প্রতিস্থাপিত করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ওই রোগী সম্পূর্ণ সুস্থ ৷ তবে, তাঁর পেলভিসে একটি সমস্যা রয়েছে ৷ যা শীঘ্রই সেরে যাবে ৷ সুদূর আফ্রিকা থেকে ভারতে চিকিৎসা করাতে এসে তিনি যে সুস্থ হয়ে উঠতে পেরেছেন, তার জন্য হাসপাতালের চিকিৎসক-সহ অন্যদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ওই ব্যক্তি ৷

হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক প্রতীক দাস এই প্রসঙ্গে জানান, "যে অবস্থায় এই ব্যক্তি আমাদের এখানে এসেছিলেন তার নিরিখে বলতে গেলে তিনি এখন অনেকটাই সুস্থ ৷ আমরা ওঁর এইচআইভি-জনিত চিকিৎসার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিডনির ওষুধের ব্যবস্থা করেছি ৷ আরও কিছু সময় ওঁকে পর্যবেক্ষণে রাখতে হবে ৷ তারপর তিনি চাইলেই নিজের দেশে ফিরে যেতে পারবেন ৷" এর আগে কখনও এমন পরিস্থিতিতে এই ধরনের সফল অস্ত্রোপচার হয়েছে কিনা, তা মনে করতে পারলেন না চিকিৎসক ৷ তবে তিনি জানান, তাঁদের হাসপাতালে অন্তত এমন ঘটনা প্রথম ঘটল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.