ETV Bharat / state

প্রয়াত বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পঞ্চমীর দিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি । মাঝে শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল । কিন্তু গত রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকালে মৃত্যু হয় ।

শুভা দত্ত
author img

By

Published : Oct 21, 2019, 1:46 PM IST

Updated : Oct 21, 2019, 4:42 PM IST

কলকাতা, 21 অক্টোবর : প্রয়াত হলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত । তাঁর বয়স হয়েছিল 67 বছর । কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি । আজ হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বর্তমান ভবনে । তারপর তাঁর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে ।

2008 সালের 19 জুন বর্তমান পত্রিকার প্রথম সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর থেকেই পত্রিকার দায়ভার নেন বোন শুভা দত্ত । পঞ্চমীর দিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি । মাঝে শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল । কিন্তু গতরাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকালে মৃত্যু হয় । আজ তাঁর জন্মদিন ছিল । হাসপাতাল থেকে তাঁর দেহ প্রথমে বর্তমান ভবনে নিয়ে যাওয়া হবে । তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মৃতদেহ । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ।

শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ হাসপাতালেও যান । সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রী শোকবার্তা দিয়ে লেখেন, "বর্তমান-এর সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন । 'বর্তমান'-এর প্রতিষ্ঠাতা বরুণদা-র পর শুভাদি ছিলেন । তাঁর বলিষ্ঠ নেতৃত্বে 'বর্তমান' আজ এই জায়গায় পৌঁছেছে । শুভাদি-র সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হত । উনি আমাকে খুব স্নেহ করতেন । তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি । আমি 'বর্তমান' সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রূপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি ।"

কলকাতা, 21 অক্টোবর : প্রয়াত হলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত । তাঁর বয়স হয়েছিল 67 বছর । কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি । আজ হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বর্তমান ভবনে । তারপর তাঁর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে ।

2008 সালের 19 জুন বর্তমান পত্রিকার প্রথম সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর থেকেই পত্রিকার দায়ভার নেন বোন শুভা দত্ত । পঞ্চমীর দিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি । মাঝে শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল । কিন্তু গতরাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকালে মৃত্যু হয় । আজ তাঁর জন্মদিন ছিল । হাসপাতাল থেকে তাঁর দেহ প্রথমে বর্তমান ভবনে নিয়ে যাওয়া হবে । তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মৃতদেহ । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ।

শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ হাসপাতালেও যান । সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রী শোকবার্তা দিয়ে লেখেন, "বর্তমান-এর সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন । 'বর্তমান'-এর প্রতিষ্ঠাতা বরুণদা-র পর শুভাদি ছিলেন । তাঁর বলিষ্ঠ নেতৃত্বে 'বর্তমান' আজ এই জায়গায় পৌঁছেছে । শুভাদি-র সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হত । উনি আমাকে খুব স্নেহ করতেন । তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি । আমি 'বর্তমান' সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রূপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি ।"

Intro:জন্মদিনেই প্রয়াত হলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত। ২০০৮ সালের ১৯ জুন বর্তমান পত্রিকার প্রথম সম্পাদক বরুন সেনগুপ্ত মৃত্যুর পরে পত্রিকার দায়িত্বভার বুঝেনেন বরুণ সেনগুপ্তের বোন শুভা দত্ত। আজ সকাল সাড়ে দশটা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।


Body:দুর্গাপুজোর পঞ্চমীর দিন থেকেই তিনি উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগার নিয়ে হাসপাতালে ভর্তি হন। মাঝে কিছুটা অবস্থার উন্নতি হয়েছিল। গতকাল রাত থেকে অবস্থার অবনতি হয়। আজ সকালে প্রয়াত হন তিনি। আজই ছিল তার জন্মদিন। তার একমাত্র কন্যা ইংল্যান্ডে থাকেন। যদিও এবার পুজোর সময় তিনি কলকাতায় এসেছিলেন। এখনো বিদেশে ফিরে যাননি তিনি।
দীর্ঘদিন ধরেই রোগ ভোগ করছিলেন বর্তমান পত্রিকার সম্পাদক। বহু অসুস্থতার মধ্যেও তিনি নিয়মিত অফিসে আসতেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। আজ হাসপাতাল থেকে দেহ নিয়ে যাওয়া হবে বর্তমান ভবনে। তারপর বাড়ি হয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভা দত্তের প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন।


Conclusion:
Last Updated : Oct 21, 2019, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.