কলকাতা, 21 অক্টোবর : প্রয়াত হলেন বর্তমান পত্রিকার সম্পাদক শুভা দত্ত । তাঁর বয়স হয়েছিল 67 বছর । কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি । আজ হাসপাতাল থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বর্তমান ভবনে । তারপর তাঁর বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে ।
2008 সালের 19 জুন বর্তমান পত্রিকার প্রথম সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যুর পর থেকেই পত্রিকার দায়ভার নেন বোন শুভা দত্ত । পঞ্চমীর দিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি । মাঝে শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল । কিন্তু গতরাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । আজ সকালে মৃত্যু হয় । আজ তাঁর জন্মদিন ছিল । হাসপাতাল থেকে তাঁর দেহ প্রথমে বর্তমান ভবনে নিয়ে যাওয়া হবে । তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁর মৃতদেহ । সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ।
শুভা দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ হাসপাতালেও যান । সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রী শোকবার্তা দিয়ে লেখেন, "বর্তমান-এর সম্পাদক শুভা দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । আজ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন । 'বর্তমান'-এর প্রতিষ্ঠাতা বরুণদা-র পর শুভাদি ছিলেন । তাঁর বলিষ্ঠ নেতৃত্বে 'বর্তমান' আজ এই জায়গায় পৌঁছেছে । শুভাদি-র সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হত । উনি আমাকে খুব স্নেহ করতেন । তাঁর চলে যাওয়া আমার কাছে এক অপূরণীয় ক্ষতি । আমি 'বর্তমান' সংবাদপত্রের অনুরাগী, পাঠক, পরিবারের সদস্য বিশেষ করে রূপাঞ্জনা, বিবেক, অভিজিৎ, মঞ্জিমাকে গভীর সমবেদনা জানাচ্ছি ।"