ETV Bharat / state

পরীক্ষা পিছনোর দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পড়ুয়াদের - Examination

তৃতীয় সেমেস্টারের পরীক্ষা পিছতে হবে, এই দাবিতে আজ সকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভে দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয় অধীনস্ত কলেজের পড়ুয়ারা । তাদের দাবি, ডিসেম্বর থেকে পরীক্ষা পিছতে হবে ।

কলেজস্ট্রিটে বিক্ষোভ
author img

By

Published : Nov 14, 2019, 3:17 PM IST

কলকাতা, 14 নভেম্বর : পরীক্ষা পিছনোর দাবিতে গতকালের মত আজও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলির পড়ুয়ারা । তারা রাস্তা অবরোধও করে ৷ পড়ুয়াদের দাবি, তৃতীয় সেমেস্টারের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর থেকে পিছতে হবে ।

সেই দাবিতে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষেভ দেখাচ্ছে তারা । রাস্তা অবরোধও করে পড়ুয়ারা ৷

নিজেদের দাবি পূরণে আজ কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের সামনে বসে পড়ে পড়ুয়ারা ৷ পড়ুয়াদের বিক্ষোভ আটকানোর জন্য আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ ৷ কিন্তু সেই ব্যারিকেড ভেঙে রাস্তার মাঝে বসে পড়ে পড়ুয়ারা ৷ ফলে যানজট তৈরি হয় ৷ যান চলাচল স্বাভাবিক রাখতে মেডিকেল কলেজ থেকে কলেজস্ট্রিট হয়ে মহাত্মা গান্ধি রোডগামী সব বাসগুলি সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, তাদের দাবি মানতে হবে ৷ উপাচার্য সোনালি চক্রবর্তীর সঙ্গে দেখা করে তবেই তারা বিক্ষোভ তুলবে ।

কলকাতা, 14 নভেম্বর : পরীক্ষা পিছনোর দাবিতে গতকালের মত আজও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলির পড়ুয়ারা । তারা রাস্তা অবরোধও করে ৷ পড়ুয়াদের দাবি, তৃতীয় সেমেস্টারের ফাইনাল পরীক্ষা ডিসেম্বর থেকে পিছতে হবে ।

সেই দাবিতে আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষেভ দেখাচ্ছে তারা । রাস্তা অবরোধও করে পড়ুয়ারা ৷

নিজেদের দাবি পূরণে আজ কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের সামনে বসে পড়ে পড়ুয়ারা ৷ পড়ুয়াদের বিক্ষোভ আটকানোর জন্য আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ ৷ কিন্তু সেই ব্যারিকেড ভেঙে রাস্তার মাঝে বসে পড়ে পড়ুয়ারা ৷ ফলে যানজট তৈরি হয় ৷ যান চলাচল স্বাভাবিক রাখতে মেডিকেল কলেজ থেকে কলেজস্ট্রিট হয়ে মহাত্মা গান্ধি রোডগামী সব বাসগুলি সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । বিক্ষুব্ধ পড়ুয়াদের দাবি, তাদের দাবি মানতে হবে ৷ উপাচার্য সোনালি চক্রবর্তীর সঙ্গে দেখা করে তবেই তারা বিক্ষোভ তুলবে ।

Intro:কলেজ স্ট্রিট অবরোধ


Body:কলেজ স্ট্রিট অবরোধ


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.