কলকাতা, 21 অক্টোবর: ছাত্র সংসদের ভোট নিয়ে সরকারি বিজ্ঞপ্তি জারির তিনদিন পর ভোটের দিন ঘোষণা করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় । 2017-র জানুয়ারির পর 2019-এর নভেম্বরে ফের ভোট হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে । আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, 14 নভেম্বর ভোট হবে । ওইদিনই ঘোষণা করা হবে ফলাফল । ছাত্র সংসদ গঠন হবে 15 নভেম্বর ৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি বলেন, "নির্বাচনের দিন ঘোষণা হয়েছে 14 নভেম্বর । আজ বিজ্ঞপ্তি ও সূচি দেওয়া হল । 14 নভেম্বর নির্বাচন হবে । ওইদিনই গণনা এবং ফলাফল ঘোষণা করে দেওয়া হবে । প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জেনেরাল সেক্রেটারি ও গার্লস কমনরুমের সেক্রেটারি সহ মোট পাঁচটি পদে নির্বাচন হবে । বাকি পদগুলি ক্লাস প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত হবে । ক্লাস প্রতিনিধিরা তাঁদের ক্লাসে সরাসরি নির্বাচিত হন । ক্লাস প্রতিনিধিরা তারপর আরও সাতজন সেক্রেটারি নির্বাচন করেন । "
গত 17 অক্টোবর উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের চারটি একক বিশ্ববিদ্যালয়কে ভোট করার অনুমতি দেয় । তারমধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ই প্রথম ভোটের দিন ঘোষণা করল । আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 24 অক্টোবর প্রত্যেক বিভাগের শর্তাধীন ভোটার তালিকা প্রকাশ করা হবে । 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে । 1 নভেম্বর থেকে অনলাইনে প্রার্থীদের নমিনেশন জমা নেওয়া শুরু হবে, যা চলবে 5 নভেম্বর দুপুর 2টো পর্যন্ত । প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 7 নভেম্বর সন্ধেবেলায় । 14 নভেম্বর নির্বাচন, গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে । 15 নভেম্বর সংসদ গঠন করা হবে । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনের জন্য যে বিধি রয়েছে তা অনুযায়ীই ছাত্র সংসদের ভোট হবে ।
ডিন অফ স্টুডেন্টস অরুণ কুমার মাইতি বলেন, "2017-তে আমরা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন করেছি । নির্বাচনের নিয়ম অনুযায়ী যিনি প্রার্থী হবেন তাঁর 75 শতাংশ উপস্থিতি থাকতে হবে ।"
দু'বছর পর ভোটের ঘোষণায় খুশি প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা । SFI-এর রাজ্য কমিটির সদস্য শুভজিৎ সরকার বলেন, "ভালো লাগছে । দীর্ঘদিনের লড়াই এটা । এবার দেখা যাক কী মডেলে ভোট হয় । যে সার্কুলার এসেছে তাতে বলা হয়েছে, ডিমড অ্যাজ় ফিট । আমাদের মূল দাবি থাকবে, যে মডেলে নির্বাচন হবে তাতে ছাত্র-ছাত্রীরা যেন নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে । কোনও শিক্ষক-শিক্ষিকা যেন নির্বাচনে সরাসরি অংশগ্রহণ না করেন । ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি যেন ছাত্র-ছাত্রী হয় ।"
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনীক বৈদ্য বলেন," এতদিনের আন্দোলন সফলতা পেল । আমরা সবাই আনন্দিত । নির্বাচবের জন্য আমরা প্রস্তুত ।"