ETV Bharat / state

HS result 2021 : 18 নম্বর কম ! সংসদের মূল্যায়নে গোলমালের অভিযোগ ছাত্রের

author img

By

Published : Jul 23, 2021, 7:55 PM IST

ছাত্রের দাবি, মাধ্যমিক ও ক্লাস ইলেভেনের মার্কশিট অনুযায়ী তার 490 নম্বর পাওয়ার কথা ৷ কিন্তু গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হলে দেখা যায় ইফতেসাম 472 নম্বর পেয়েছে ।

উচ্চমাধ্যমিকের নম্বরে গোলমালের অভিযোগ
উচ্চমাধ্যমিকের নম্বরে গোলমালের অভিযোগ

মালদা, 23 জুলাই : সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফলের হিসাবে ভুল রয়েছে বলে অভিযোগ । এই অভিযোগ তুলেছে মালদার চাঁচলের এক ছাত্র । ইফতেসাম হাসনাত নামে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ওই ছাত্রের অভিযোগ, সংসদের মূল্যায়নের হিসেব অনুযায়ী রেজাল্টে কম নম্বর দেওয়া হয়েছে ৷

চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ক্লাস টুয়েলভের ছাত্র ইফতেসাম ৷ তার দাবি, মাধ্যমিক ও ক্লাস ইলেভেনের মার্কশিট অনুযায়ী 490 নম্বর পাওয়ার কথা ৷ কিন্তু গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হলে দেখা যায় ইফতেসাম 472 নম্বর পেয়েছেন । সে বলে, "এই ফলে হিসাবে ভুল রয়েছে । সঠিক হিসাব অনুযায়ী আমার 490 নম্বর পাওয়ার কথা । রেজাল্টের হিসাবে কিছুটা ভুল রয়েছে। কাউন্সিল জানিয়েছিল, মাধ্যমিকের 40 শতাংশ ও একাদশ শ্রেণির 60 শতাংশ নম্বরের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে । এনিয়ে সংসদের তরফে ডেমো মার্কশিটও দেওয়া হয়েছিল । সেই হিসাবে আমার 490 নম্বর পাওয়ার কথা ।"

উচ্চমাধ্যমিকের নম্বরে গোলমালের অভিযোগ

ছাত্র অভিযোগ তুলে বলে, "গতকাল ওয়েবসাইটে ফলপ্রকাশ হওয়ার পর আমি একাধিকবার নিজের ফল পরীক্ষা করেছি । এমনকি অঙ্কের শিক্ষককে দিয়েই পরীক্ষা করিয়েছি । প্রতি ক্ষেত্রেই আমার ফল 490 হচ্ছে । প্রতিটি বিষয়েই আমার তিন থেকে চার নম্বর কমিয়ে দেওয়া হয়েছে । এনিয়ে আমি প্রধান শিক্ষকের সঙ্গেও আলোচনা করেছি । নিজের ফল রিভিউ করতে চাইছি না । আমি চাইছি, সংসদ নির্ধারিত নিয়ম অনুযায়ী আমার ফল সঠিক হিসাব করে প্রকাশ করা হোক ।"

আরও পড়ুন : HS result 2021 : পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

পেশায় প্রাথমিক শিক্ষক ইফতেসামের বাবা ইফতেখারি আলমের দাবি, পরীক্ষা হলেও তাঁর ছেলে 490 নম্বরের বেশি পেত । তিনি বলেন, "আজ আমরা প্রধান শিক্ষকের কাছে এনিয়ে আবেদন জানাতে এসেছিলাম । কিন্তু তিনি রিভিউ করার কথা বলছেন । আমি ছেলের ফলাফল রিভিউ করতে চাই না । আমরা চাইছি, সংসদের নিয়ম মেনে মার্কশিট ঠিক করে দেওয়া হোক ।" এই প্রসঙ্গে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক বলেন, "এর উত্তর আমার দেওয়ার কথা নয় । কাউন্সিল আমাদের যে মার্কশিট পাঠিয়েছে তা আমরা পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি । প্রকাশিত ফল পছন্দ না হলে রিভিউ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কিন্তু তিনি রিভিউ করতে চাইছেন না। তিনি কাউন্সিলের ফর্মুলার কথা বলছেন। এনিয়ে আমি তাঁকে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে বলেছি । কারণ, এটা আমার এক্তিয়ার বহির্ভূত ।"

মার্কশিটের ভুল ঠিক করার জন্য উচ্চমাধ্যমিক সংসদে আজই আবেদন জানিয়েছে ওই ছাত্র ।

মালদা, 23 জুলাই : সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফলের হিসাবে ভুল রয়েছে বলে অভিযোগ । এই অভিযোগ তুলেছে মালদার চাঁচলের এক ছাত্র । ইফতেসাম হাসনাত নামে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ওই ছাত্রের অভিযোগ, সংসদের মূল্যায়নের হিসেব অনুযায়ী রেজাল্টে কম নম্বর দেওয়া হয়েছে ৷

চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ক্লাস টুয়েলভের ছাত্র ইফতেসাম ৷ তার দাবি, মাধ্যমিক ও ক্লাস ইলেভেনের মার্কশিট অনুযায়ী 490 নম্বর পাওয়ার কথা ৷ কিন্তু গতকাল উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হলে দেখা যায় ইফতেসাম 472 নম্বর পেয়েছেন । সে বলে, "এই ফলে হিসাবে ভুল রয়েছে । সঠিক হিসাব অনুযায়ী আমার 490 নম্বর পাওয়ার কথা । রেজাল্টের হিসাবে কিছুটা ভুল রয়েছে। কাউন্সিল জানিয়েছিল, মাধ্যমিকের 40 শতাংশ ও একাদশ শ্রেণির 60 শতাংশ নম্বরের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে । এনিয়ে সংসদের তরফে ডেমো মার্কশিটও দেওয়া হয়েছিল । সেই হিসাবে আমার 490 নম্বর পাওয়ার কথা ।"

উচ্চমাধ্যমিকের নম্বরে গোলমালের অভিযোগ

ছাত্র অভিযোগ তুলে বলে, "গতকাল ওয়েবসাইটে ফলপ্রকাশ হওয়ার পর আমি একাধিকবার নিজের ফল পরীক্ষা করেছি । এমনকি অঙ্কের শিক্ষককে দিয়েই পরীক্ষা করিয়েছি । প্রতি ক্ষেত্রেই আমার ফল 490 হচ্ছে । প্রতিটি বিষয়েই আমার তিন থেকে চার নম্বর কমিয়ে দেওয়া হয়েছে । এনিয়ে আমি প্রধান শিক্ষকের সঙ্গেও আলোচনা করেছি । নিজের ফল রিভিউ করতে চাইছি না । আমি চাইছি, সংসদ নির্ধারিত নিয়ম অনুযায়ী আমার ফল সঠিক হিসাব করে প্রকাশ করা হোক ।"

আরও পড়ুন : HS result 2021 : পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রীদের বিক্ষোভ

পেশায় প্রাথমিক শিক্ষক ইফতেসামের বাবা ইফতেখারি আলমের দাবি, পরীক্ষা হলেও তাঁর ছেলে 490 নম্বরের বেশি পেত । তিনি বলেন, "আজ আমরা প্রধান শিক্ষকের কাছে এনিয়ে আবেদন জানাতে এসেছিলাম । কিন্তু তিনি রিভিউ করার কথা বলছেন । আমি ছেলের ফলাফল রিভিউ করতে চাই না । আমরা চাইছি, সংসদের নিয়ম মেনে মার্কশিট ঠিক করে দেওয়া হোক ।" এই প্রসঙ্গে চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আসরারুল হক বলেন, "এর উত্তর আমার দেওয়ার কথা নয় । কাউন্সিল আমাদের যে মার্কশিট পাঠিয়েছে তা আমরা পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি । প্রকাশিত ফল পছন্দ না হলে রিভিউ করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কিন্তু তিনি রিভিউ করতে চাইছেন না। তিনি কাউন্সিলের ফর্মুলার কথা বলছেন। এনিয়ে আমি তাঁকে কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করতে বলেছি । কারণ, এটা আমার এক্তিয়ার বহির্ভূত ।"

মার্কশিটের ভুল ঠিক করার জন্য উচ্চমাধ্যমিক সংসদে আজই আবেদন জানিয়েছে ওই ছাত্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.